রূপগঞ্জে চাঁদা না পেয়ে প্রবাসীর পরিবারের উপর হামলা
Published: 21st, February 2025 GMT
নারায়ণগঞ্জের রূপগঞ্জে দাবিকৃত ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে আমেরিকা প্রবাসীর পরিবারের লোকজনের উপর হামলার অভিযোগ পাওয়া গেছে।
হামলায় প্রবাসীর ছোট ভাই শাহাদাত হোসেন (৩৩) নামে এক যুবককে পিটিয়ে গুরুত্বর আহত করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থকমপ্লেক্সে ভর্তি করে।
শুক্রবার সকালে উপজেলার কাঞ্চন বাজারে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় আহতের মা গোলেনুর বেগম বাদি হয়ে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন।
গোলেনুর বেগম জানান, তার বাড়ি কাঞ্চন পৌরসভার পশ্চিম কালাদী এলাকায়। পতিত আওয়ামীলীগ সরকারের দোষর একই এলাকার মান্নান, রাসেল, আমিনুল, খোরশেদ, মহসিন, সাত্তার, সবুর, আজিজুল হক, উজ্জল সহ সংঘবদ্ধ চাঁদাবাজদের দল দীর্ঘদিন ধরে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল।
তাদের দাবিকৃত টাকা না পেয়ে প্রায়ই বাড়িতে এসে হুমকী ধামকী দিতো এবং তার পরিবারের লোকজনের উপর হামলা করে। ওই হামলায় গোলেনুর বেগম নিজেও আহত হন। এ ঘটনায় রূপগঞ্জ থানায় একাধিকবার জিডিও করা হয়েছে।
শুক্রবার সকালে দাবিকৃত চাঁদার ২০ লাখ টাকা না পেয়ে তার ছোট ছেলে শাহাদাত হোসেনকে কাঞ্চন বাজারে একা পেয়ে পিটিয়ে গুরুত্বর আহত করে সন্ত্রাসীরা। এ ঘটনার সঠিক বিচার দাবি করেন ভুক্তভোগী পরিবার সহ স্থানীয়রা।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কাঞ্চন বাজারে মুদী দোকানে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রিক কেনার সময় পেছন থেকে দুই জন লোক পাইপ দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে শাহাদাতকে গুরুত্বর আহত করে। পরে দোকানের আশপাশের লোকজন ছুটে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
.উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: র পগঞ জ ন র য়ণগঞ জ র পগঞ জ পর ব র
এছাড়াও পড়ুন:
মুক্তিযুদ্ধের চেতনা রক্ষার শপথ ন্যাপ-কমিউনিস্ট পার্টি-ছাত্র ইউনিয়নের গেরিলা যোদ্ধাদের
বিজয়ের মাস ঢাকায় এক হলেন একাত্তরে ন্যাপ-কমিউনিস্ট পার্টি-ছাত্র ইউনিয়নের যৌথ গেরিলা বাহিনীর যোদ্ধারা; তাঁরা শপথ নিলেন মুক্তিযুদ্ধের চেতনা রক্ষার।
আজ শনিবার ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে গেরিলা যোদ্ধাদের এই মিলনমেলায় এই বাহিনীর জীবিত সদস্যদের পাশাপাশি শহীদ পরিবারের সদস্যরা অংশ নেন। দিনভর এই আয়োজন করে ন্যাপ-কমিউনিস্ট পার্টি-ছাত্র ইউনিয়ন বিশেষ গেরিলা বাহিনী সমন্বয় কমিটি।
একাত্তরে মুক্তিযুদ্ধে আলাদা গেরিলা বাহিনী গঠন করে অংশ নিয়েছিলেন ন্যাপ-কমিউনিস্ট পার্টি-ছাত্র ইউনিয়নের সদস্যরা। কয়েক হাজার গেরিলা যোদ্ধার এই বাহিনীর নেতৃত্বে ছিলেন কমিউনিস্ট পার্টির তৎকালীন সাধারণ সম্পাদক মোহাম্মদ ফরহাদ। কুমিল্লার চৌদ্দগ্রামের বেতিয়ারার যুদ্ধে এই বাহিনীর সদস্যদের আত্মদান মুক্তিযুদ্ধের ইতিহাসে আলোচিত ঘটনা।
স্বাধীনতার পর এই গেরিলা বাহিনীর সদস্যরা মোহাম্মদ ফরহাদের নেতৃত্বে অস্ত্র সমর্পণ করেছিলেন। দেড় যুগ আগে আওয়ামী লীগ সরকার গঠনের পর মুক্তিযোদ্ধাদের যে তালিকা করেছিল, তাতে এই বাহিনীর সদস্যদের রাখা হয়নি। পরে উচ্চ আদালতের নির্দেশে ন্যাপ-কমিউনিস্ট পার্টি-ছাত্র ইউনিয়নের গেরিলা বাহিনীর সদস্যদের মুক্তিযোদ্ধার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়।
শহীদ মিনারে মিলনমেলার ঘোষণাপত্র পাঠ করেন কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। তিনি এই গেরিলা বাহিনীর সদস্য ছিলেন, স্বাধীনতার পর অনুষ্ঠিত প্রথম ডাকসু নির্বাচনে ভিপি হয়েছিলেন তিনি।
ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে আজ শনিবার একাত্তরে ন্যাপ-কমিউনিস্ট পার্টি-ছাত্র ইউনিয়নের যৌথ গেরিলা বাহিনীর মিলনমেলায় সিপিবির সাবেক সভাপতি, বীর মুক্তিযোদ্ধা মুজাহিদুল ইসলাম সেলিম