Prothomalo:
2025-09-18@01:35:27 GMT
অস্ট্রেলিয়া–ইংল্যান্ড ম্যাচে আজ উইকেটকিপারের মেলা
Published: 22nd, February 2025 GMT
উইকেটকিপারের গ্লাভস আর প্যাড পরে দুই দল থেকে দুজনই দাঁড়ান। কিন্তু এক ওয়ানডেতে সর্বোচ্চ কতজন উইকেটকিপার খেলেছেন? ক্রিকেট পরিসংখ্যান ঘেঁটে এমন কিছু পাওয়া যায়নি। তবে চ্যাম্পিয়নস ট্রফির আজকের অস্ট্রেলিয়া–ইংল্যান্ড ম্যাচের মতো ঘটনা এর আগে ঘটেছে কি না, কে জানে!
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের এই ম্যাচে যে উইকেটকিপারের মেলাই বসেছে। ভাবতে পারেন, এক ম্যাচে দুই দল মিলিয়ে খেলছেন সাতজন উইকেটকিপার! ইংল্যান্ড দলে চারজন—জস বাটলার, জেমি স্মিথ, ফিল সল্ট ও বেন ডাকেট। অস্ট্রেলিয়া দলে তিনজন—জশ ইংলিস, অ্যালেক্স ক্যারি ও ট্রাভিস হেড। এঁদের মধ্যে ইংল্যান্ডের ডাকেট ও অস্ট্রেলিয়ার হেড এখন পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে উইকেটকিপার হিসেবে খেলেননি। তবে ঘরোয়া ক্রিকেটে কিপিং করার ভালো অভিজ্ঞতাই আছে দুজনের।
সেঞ্চুরি করেছেন ইংল্যান্ডের বেন ডাকেট.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
নতুন আইফোন কেনার মতো টাকা আয় করতে যুক্তরাষ্ট্রে লাগবে ৫ দিন, বাংলাদেশে কত দিন
ছবি: অ্যাপল