দুবাইয়ে গত বৃহস্পতিবার ভারতের বিপক্ষে বাংলাদেশের একাদশ দেখে একটু চমকেই গিয়েছিলেন সবাই। নাহিদ রানা যে নেই! সেই নাহিদ রানা, ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে যাঁকে নিয়েই সবচেয়ে বেশি প্রশ্ন করেছিলেন ভারতীয় সাংবাদিকেরা। গতির ঝড়ে প্রতিপক্ষের ব্যাটসম্যানদের বুকে কাঁপন ধরাচ্ছেন বাংলাদেশ একজন বোলার—এমনটা আর কবে দেখা গেছে, নাহিদ রানাকে নিয়ে আলোচনা তো হবেই।
চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের প্রথম ম্যাচে সেই নাহিদ রানাকে ‘টিম কম্বিনেশনের কারণে’ খেলায়নি বাংলাদেশ। টিম ম্যানেজমেন্টের মনে হয়েছিল, দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামের উইকেটে গতির চেয়ে কাটার বা স্লোয়ার–জাতীয় বলই বেশি কার্যকর হবে। বিপিএলে টানা বল করে করে নাহিদ রানা ক্লান্ত হয়ে পড়েছেন কি না, সে প্রশ্নও অবশ্য উঠিয়েছেন কেউ কেউ।
আগস্ট–সেপ্টেম্বরে রাওয়ালপিন্ডির দুটি টেস্টই তারকা বানিয়েছে নাহিদ রানাকে.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
আইপিএলে রোবট কুকুরের জন্য মামলা খেল বিসিসিআই
আইপিএলে মাঠে নজর কাড়ছে রোবট কুকুরের আদলে তৈরি একটি ক্যামেরা, যার নাম রাখা হয়েছে ‘চম্পক’। কিন্তু এই নাম নিয়েই বিপাকে পড়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ‘চম্পক’ নামে একটি জনপ্রিয় শিশু পত্রিকা বিসিসিআইর বিরুদ্ধে দিল্লি হাই কোর্টে মামলা করেছে।
পত্রিকাটির পক্ষ থেকে দাবি করা হয়েছে, বিসিসিআইয়ের রোবট ক্যামেরার নাম তাদের ব্র্যান্ডের সঙ্গে মিলে যাওয়ায় জনমনে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে এবং পত্রিকার ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। পত্রিকার আইনজীবী অমিত গুপ্ত জানান, ‘ক্যামেরাটির নাম সমর্থকদের ভোটের মাধ্যমে ২৩ এপ্রিল নির্ধারণ করা হয়। যেহেতু এটি একটি কুকুরের মতো দেখতে এবং পত্রিকাটির চরিত্রগুলোর মধ্যেও পশু রয়েছে, তাই সাধারণ মানুষ দুইটি ‘চম্পক’কে গুলিয়ে ফেলছেন।’
তবে আদালত এই অভিযোগকে খুব একটা আমলে নিচ্ছে না। আদালতের মন্তব্য, চম্পক পত্রিকায় ব্যবহৃত একটি চরিত্রের নাম ‘চিকু’, যা আবার ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলির ডাকনামও। আদালতের মতে, ‘যদি ওই পত্রিকা বিরাট কোহলির ডাকনাম ব্যবহার করতে পারে, তবে বিসিসিআইও চম্পক নাম ব্যবহার করলে তাতে কোনো অসংগতি নেই।’