দুবাইয়ে গত বৃহস্পতিবার ভারতের বিপক্ষে বাংলাদেশের একাদশ দেখে একটু চমকেই গিয়েছিলেন সবাই। নাহিদ রানা যে নেই! সেই নাহিদ রানা, ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে যাঁকে নিয়েই সবচেয়ে বেশি প্রশ্ন করেছিলেন ভারতীয় সাংবাদিকেরা। গতির ঝড়ে প্রতিপক্ষের ব্যাটসম্যানদের বুকে কাঁপন ধরাচ্ছেন বাংলাদেশ একজন বোলার—এমনটা আর কবে দেখা গেছে, নাহিদ রানাকে নিয়ে আলোচনা তো হবেই।
চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের প্রথম ম্যাচে সেই নাহিদ রানাকে ‘টিম কম্বিনেশনের কারণে’ খেলায়নি বাংলাদেশ। টিম ম্যানেজমেন্টের মনে হয়েছিল, দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামের উইকেটে গতির চেয়ে কাটার বা স্লোয়ার–জাতীয় বলই বেশি কার্যকর হবে। বিপিএলে টানা বল করে করে নাহিদ রানা ক্লান্ত হয়ে পড়েছেন কি না, সে প্রশ্নও অবশ্য উঠিয়েছেন কেউ কেউ।
আগস্ট–সেপ্টেম্বরে রাওয়ালপিন্ডির দুটি টেস্টই তারকা বানিয়েছে নাহিদ রানাকে.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
নতুন আইফোন কেনার মতো টাকা আয় করতে যুক্তরাষ্ট্রে লাগবে ৫ দিন, বাংলাদেশে কত দিন
ছবি: অ্যাপল