বিয়ে করেছেন মডেল ও ছোটপর্দার অভিনেত্রী শাকিলা পারভীন। রোববার রাজধানীতে দুই পরিবারের সম্মতিতে তাঁদের বিয়ে হয়েছে বলে জানিয়েছেন অভিনেত্রী নিজেই।

শাকিলার বরের নাম আরবিন খান সোহান। তিনি বাংলাদেশ বিমানে কর্মরত আছেন।

শাকিলা পারভীন গণমাধ্যমকে জানান, সোহানের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক ছিলো যা পরিবারের সদস্যরা জানতেন। দুই পরিবারের সদস্যরা রোববার বিয়ের দিনক্ষণ নিয়ে কথা বলে। ওইদিন বাগদানের কথা ছিল কিন্তু সন্ধ্যায় তাদের বিয়ের সিদ্ধান্ত হয়।

শাকিলা পারভীন বলেন, ‘আমরা আগে থেকে স্থির করেছিলাম যে বিয়ে করতে পারি। এ অবস্থায় হঠাৎ বিয়ের সিদ্ধান্তে অবাক হয়েছিলাম। তবে পরিবারের কথা ভেবেই বিয়েতে রাজি হয়েছি।’

৮ বছর আগে আরবান খানের সঙ্গে শাকিলার পরিচয়। পরে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠে। কিন্তু এই সম্পর্ককে প্রেম বলতে চান না শাকিলা পারভীন।

তিনি বলেন, ‘৮ বছর আগে পরিচয় হলেও আমাদের প্রেম ছিল না। ভালো লাগা থেকেই বিয়ে করেছি। আমার কাছে মনে হয়েছে সোহান আমাকে বোঝে। সে আমার অভিনীত কাজগুলো খুব পছন্দ করে। কখনো ভুল করলে তার সমালোচনা করে। পরে আমার কাছে মনে হয়েছে বিয়ে করা যায় তাঁকে। তবে পরিবার থেকেই বিয়ের ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে।’

প্রসঙ্গত, ২০১৮ সালে মিউজিক ভিডিওতে মডেলিংয়ের মাধ্যমে শোবিজে পা রাখেন শাকিলা। পরের বছরই ছোটপর্দায় দেখা যায়। সম্প্রতি জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের সঙ্গে ‘সেম সেম বাট ডিফারেন্ট’ নামে একটি নাটকে কাজ করেছেন।

শাকিলা পারভীনকে ‘বিয়ে বাড়ির রং ঢং’, ‘নানি বাড়ির স্মৃতি’ ও ‘আজ তামিমের বিয়ে’সহ কয়েকটি নাটকে দেখা গেছে। এছাড়া ‘তোর মন পাড়ায়’, ‘সোনা বন্ধুরে’, ‘ঝাকানাকা’, ‘লাগে না লাগে না ভালো’সহ কয়েকটি মিউজিক ভিডিওতে অভিনয় করে প্রশংসিত হয়েছেন তিনি।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: পর ব র র

এছাড়াও পড়ুন:

কোচ গার্দিওলার ১০০০তম ম্যাচের আগে যা জানতে পারেন

রোববার লিভারপুলের বিপক্ষে মাঠে নামছে ম্যানচেস্টার সিটি। আর এই ম্যাচেই কোচ হিসেবে এক অনন্য মাইলফলক ছুঁয়ে ফেলবেন পেপ গার্দিওলা—এটাই হবে তাঁর কোচিং ক্যারিয়ারের হাজারতম ম্যাচ।

২০০৭ সালে বার্সেলোনা ‘বি’ দলের দায়িত্ব নিয়ে কোচিং শুরু করেছিলেন গার্দিওলা। এর পর থেকে এখন পর্যন্ত তিনি পরিচালনা করেছেন ৯৯৯টি ম্যাচ। এর মধ্যে জয় এসেছে ৭১৫টিতে, হার মাত্র ১২৮টিতে।

বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ ও ম্যানচেস্টার সিটির হয়ে কোচ হিসেবে গার্দিওলা জিতেছেন ১২টি লিগ শিরোপা ও ৩টি চ্যাম্পিয়নস লিগ ট্রফি। এ ছাড়া তাঁর গৌরবময় ক্যারিয়ারে আছে আরও ১৪টি ঘরোয়া কাপ শিরোপা।

আরও পড়ুনরেকর্ড গড়ার পর গার্দিওলা বললেন, ‘ফার্গুসন–ওয়েঙ্গারকে ডিনারের আমন্ত্রণ জানাব’০৬ অক্টোবর ২০২৫

বিবিসি স্পোর্ট তাঁকে জিজ্ঞাসা করেছিল, কত ম্যাচ জিতেছেন, জানেন কি না। গার্দিওলা হেসে বলেছিলেন, ‘অবশ্যই জানি, অনেক। সংখ্যাগুলো সত্যিই অবিশ্বাস্য। আমি সংখ্যাগুলো নিয়ে ভাবি না। কিন্তু যখন এমন মাইলফলক আসে এবং আমি করেছি তা লেখা হয়, শুধু প্রিমিয়ার লিগ নয়, চ্যাম্পিয়নস লিগেও—তখন বোঝা যায় বার্সেলোনা, বায়ার্ন আর এখানেও অসাধারণ কিছু অর্জন করেছি।’

গার্দিওলা আরও বলেন, ‘এমন স্তরে পৌঁছানো খুব কঠিন। যদি আবার শুরু করতাম, হয়তো কখনোই এত দূর যেতে পারতাম না। এটা অনেক বড় পথ। প্রায় ১০০০ ম্যাচের মধ্যে অল্প কিছু ম্যাচে হেরেছি। আশা করি, রোববারও আমরা জয়ের ধারাটা ধরে রাখতে পারব।’

গার্দিওলার এই মাইলফলককে শুভেচ্ছা জানিয়েছেন কিংবদন্তি স্যার অ্যালেক্স ফার্গুসন। ক্যারিয়ারে দুই হাজারের বেশি ম্যাচ পরিচালনা করা ফার্গুসন বলেছেন, ‘পেপ! আমি অত্যন্ত আনন্দিত যে আপনাকে লিগ ম্যানেজারস অ্যাসোসিয়েশনের (এলএমএ) হল অব ফেমের ১০০০ ক্লাবে স্বাগত জানানোর সুযোগ পাচ্ছি।

খেলার প্রতি আপনার ভালোবাসা ও আবেগ সব সময় স্পষ্টভাবে দেখা যায়। আপনি যেভাবে বিশ্বের ফুটবলে অবিস্মরণীয় প্রভাব রেখে যাচ্ছেন, তা নিয়ে আপনার গর্বিত হওয়া উচিত। ১০০০টি ম্যাচে পৌঁছানো এবং ফুটবলে এমন দীর্ঘস্থায়িত্ব অর্জন করা এক গুরুত্বপূর্ণ মাইলফলক।’

সম্পর্কিত নিবন্ধ