‘কার্ডনির্ভর নিরাপদ লেনদেনে, জীবন হোক ঝামেলাহীন ও সহজ’—স্লোগানে আজ বুধবার থেকে ‘ব্যাংক কার্ড আয়োজন ২০২৫’ শীর্ষক মেলা শুরু হয়েছে। চলবে আগামী ৪ মার্চ পর্যন্ত। দেশের ব্যাংকগুলোর প্রচলিত বিভিন্ন ধরনের কার্ডের ব্যবহার জীবনে আনে স্বস্তি এবং লেনদেন হয় নিশ্চিন্ত ও ঝামেলাহীন। তাই কার্ডনির্ভর লেনদেনে সবাইকে উদ্বুদ্ধ করতে প্রথম আলো ডটকম দ্বিতীয়বারের মতো এ মেলার আয়োজন করেছে।

এবারের আয়োজনে অংশ নিয়েছে দেশের শীর্ষস্থানীয় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি), ইস্টার্ণ ব্যাংক, ঢাকা ব্যাংক, প্রাইম ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) ও সাউথইস্ট ব্যাংক। এই আয়োজনে রয়েছে ব্যাংকগুলোর কার্ড–সংক্রান্ত খোঁজখবর, কার্ড ব্যবহারে সতর্কতা ও নিরাপদ লেনদেনে করণীয় বিষয়ে পরামর্শ, ব্যাংকগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাক্ষাৎকার, ব্যাংক কার্ডের আদ্যোপান্ত নিয়ে প্রয়োজনীয় ফিচার ও টক শো। এ ছাড়াও থাকছে নানা ধরনের কার্ডের আকর্ষণীয় সব সুবিধা ও ছাড়ের খোঁজখবর। এ মেলা সম্পর্কে বিস্তারিত জানা যাবে bankcardayojon.

com এই ওয়েবসাইটে।

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

দমদমিয়া আলোর পাঠশালায় গিয়ে শিক্ষার্থীদের খোঁজখবর নিলেন ইউএনও

দুপুরবেলা বিদ্যালয়ে উপস্থিত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। এরপর শ্রেণিকক্ষে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে আলাপে মেতে ওঠেন তিনি। শিক্ষার্থীদের শিক্ষামূলক নানা প্রশ্নোত্তরে জমে ওঠে সেই আলাপ। গতকাল রোববার কক্সবাজারের টেকনাফের হ্নীলার দমদমিয়া আলোর পাঠশালায় দেখা যায় এমন চিত্র।

গতকাল দুপুরে প্রথম আলো ট্রাস্ট পরিচালিত বিদ্যালয়টি পরিদর্শনে যান টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন। তাঁর সঙ্গে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) হাবীবুর রহমান উপস্থিত ছিলেন। এ সময় তাঁদের অভ্যর্থনা জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজেশ কান্তি কানু, সহকারী শিক্ষক মোহাম্মদ জুনায়েদ, সৈয়দ নুর, আমানুল্লাহ, রবিউল আলম প্রমুখ।

পরিদর্শনকালে বিদ্যালয়ের মাঠ, বিদ্যমান ভবন, নির্মাণাধীন একটি ভবন ঘুরে দেখেন শেখ এহসান উদ্দিন। এ সময় শিক্ষার্থীদের জন্য খেলার সরঞ্জাম এবং বিদ্যালয়ের জন্য অনুদানের আশ্বাস দেন তিনি।

টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নে নাফ নদীর তীর–সংলগ্ন দমদমিয়ার গরিব শিক্ষার্থীদের জন্য ২০২০ সাল থেকে আলোর পাঠশালাটি পরিচালনা করে আসছে প্রথম আলো ট্রাস্ট। বিদ্যালয়টিতে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পাঠদান করা হয়। বর্তমানে বিদ্যালয়ে শিক্ষার্থী রয়েছে ১৫০ জনের মতো।

বিদ্যালয়টি পরিদর্শনের সময় ইউএনও শেখ এহসান উদ্দিন বলেন, প্রত্যন্ত অঞ্চলে শিক্ষা বিস্তারে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে দমদমিয়া আলোর পাঠশালা। প্রথম আলো ট্রাস্টের এমন উদ্যোগ প্রশংসনীয়।

সম্পর্কিত নিবন্ধ

  • ‘বিএনপি ক্ষমতায় না আসা পর্যন্ত ভাত খাব না’ বলা সেই নাজিমউদ্দিন অসুস্থ, নেওয়া হলো ঢাকায়
  • বিএনপি ক্ষমতায় না আসা পর্যন্ত ভাত না খাওয়ার পণ করা নাজিমউদ্দিন অসুস্থ, নেওয়া হলো ঢাকায়
  • দমদমিয়া আলোর পাঠশালায় গিয়ে শিক্ষার্থীদের খোঁজখবর নিলেন ইউএনও