সুদানে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৪৬
Published: 26th, February 2025 GMT
সুদানে একটি সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৪৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন। গতকাল মঙ্গলবার রাতে দেশটির রাজধানী খার্তুমের উপকণ্ঠে এ দুর্ঘটনা ঘটে। আজ বুধবার খার্তুমের আঞ্চলিক সরকার এ তথ্য জানিয়েছে।
ওয়াদি সেদিনা বিমানঘাঁটির পার্শ্ববর্তী একটি আবাসিক এলাকায় উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। সেনাবাহিনী জানিয়েছে, উড়োজাহাজটি উড্ডয়নের সময় বিধ্বস্ত হয়। এতে সেনাসদস্য ও সাধারণ মানুষ প্রাণ হারিয়েছেন।
খার্তুমের আঞ্চলিক সরকারের জনসংযোগ বিভাগ এক বিবৃতিতে ৪৬ জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। তবে এর আগে সেনা নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় ১৯ জনের মৃত্যুর তথ্য জানিয়েছিল।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তাঁরা বিকট বিস্ফোরণের শুনতে পান। এরপর ওই এলাকার কয়েকটি বাড়ি ধ্বংস হয়ে যায়। উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার কারণে আশপাশের এলাকায় বিদ্যুৎবিভ্রাট দেখা দেয়।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, দুর্ঘটনার পর জরুরি সেবাদানকারী কর্মীরা শিশুসহ আহত বেসামরিক লোকজনকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেছে। সামরিক বাহিনীর একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছে, কারিগরি ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটেছে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
চাঁদ দেখা কমিটির সভা মঙ্গলবার
হিজরি ১৪৪৭ সনের রবিউস সানি মাস কখন শুরু হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নিতে আগামীকাল মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বৈঠকে বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় (বাদ মাগরিব) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এ সভায় সভাপতিত্ব করবেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রবিউস সানি মাসের চাঁদ দেখা গেলে তা নিম্নোক্ত টেলিফোন নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।
টেলিফোন নম্বর: ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭
ঢাকা/নঈমুদ্দীন/রফিক