এনড্রিকের গোলে ফাইনালের পথে এগিয়ে রিয়াল
Published: 27th, February 2025 GMT
রিয়াল মাদ্রিদের দলে ছিলেন না কিলিয়ান এমবাপ্পে। খেলতে পারেননি ফেদে ভালভার্দে। গোলরক্ষক থিবো কর্তুয়া ছিলেন বেঞ্চে। রদ্রিগো গোয়েস মাঠে নামেন ৮৪ মিনিটে। তারপরও কোপা দেল রে’র সেমিফাইনালের প্রথম লেগে জয় আটকায়নি রিয়াল মাদ্রিদের।
শুরুর একাদশে সুযোগ পেয়ে মন জিতেছেন রিয়ালের তরুণ ব্রাজিলিয়ান স্ট্রাইকার এনড্রিক। তার একমাত্র গোলে রিয়াল সোসিয়েদাদের মাঠে ১-০ গোলের জয় পেয়েছে লস ব্লাঙ্কোসরা। কোপা দেল রে’র ফাইনালের পথে খানিকটা এগিয়ে গেছে দল।
রিয়াল মাদ্রিদ ও রিয়াল সোসিয়েদাদ কোপা দেল রে’র দ্বিতীয় লেগে ২ এপ্রিল মুখোমুখি হবে। ম্যাচটি হবে রিয়াল মাদ্রিদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে। ফাইনালের পথে তাই কার্লো আনচেলত্তির দল বেশ এগিয়েই আছে বলা যায়।
বুধবার রাতে সোসিয়েদাদের আনোয়েতা স্টেডিয়ামে ম্যাচের ১৯ মিনিটে দারুণ এক গোল করেন এনড্রিকে। বক্সের বাইরের উইঙ্গ ব্যাক পজিশন থেকে লম্বা করে বক্সের মুখে ভলি বাড়ান রিয়ালের ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহাম। দারুণ দক্ষতায় বল ধরে মুহূর্তের শটে জালে পাঠিয়ে দেন এনড্রিক।
ম্যাচে রিয়াল মাদ্রিদ যেমন লিড বাড়িয়ে নেওয়ার সুযোগ পেয়েছিল। তেমনি গোল শোধ করার সুযোগ পেয়েছিল রিয়াল সোসিয়েদাদও। ব্লাঙ্কোসদের গোলবারে আন্দ্রে লুনিন এদিন দেয়াল হয়ে দাঁড়িয়েছিলেন। তিনি ম্যাচের ৪ ও ২৬ মিনিটে দারুণ দুই সেভ দেন। ৪৩ মিনিটের সেভটি ছিল ম্যাচের সেরা। ভিনিসিয়াস ২৮ মিনিটে লিড ডাবল করার সুযোগ হারান। দ্বিতীয়ার্ধের ৫০ মিনিটেও সমতায় ফেরায় সুযোগ হারায় সোসিয়েদাদ।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ফ ইন ল র প এনড র ক
এছাড়াও পড়ুন:
প্রেমিকার বিয়ের দিনে প্রেমিকের লাশ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের
নড়াইলের লোহাগড়ায় প্রেমিকার বিয়ের দিনে প্রেমিক সৈয়দ মাসুম বিল্লাহর (২০) মরদেহ উদ্ধার করা হয়েছে। মাসুমের বাম হাতের একটি আঙুলের নখ উপড়ে ফেলার আলামত থাকায় তার পরিবার অভিযোগ করছে, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড।
শুক্রবার (১ আগস্ট) দুপুরে কালনা মধুমতি সেতুর পশ্চিম পাশে রাস্তার ওপর মাসুমকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে ইজিবাইকের চালক সুজন শেখ তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। বিকেলে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
মাসুম বিল্লাহ লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের মাকড়াইল গ্রামের মৃত সৈয়দ রকিবুল ইসলামের ছেলে।
আরো পড়ুন:
জুলাই হত্যাকাণ্ডের মামলায় চট্টগ্রামে প্রথম অভিযোগপত্র দাখিল
সিলেটে স্কুলছাত্র সুমেল হত্যা: ৮ জনের মৃত্যুদণ্ড, ৭ জনের যাবজ্জীবন
মাসুমের স্বজনরা জানিয়েছেন, শালনগর ইউনিয়নের এক কিশোরীর সঙ্গে মাসুমের প্রেমের সম্পর্ক ছিল। মেয়েটির বিয়ের খবর পেয়ে শুক্রবার (১ আগস্ট) সকালে তিনি ঢাকা থেকে লোহাগড়ায় আসেন। সকালে পরিবারের সঙ্গে তার শেষবার কথা হয়, এরপর থেকে যোগাযোগ বিচ্ছিন্ন ছিল।
মাসুম বিল্লাহর চাচা শরিফুল ইসলাম বলেছেন, “আমরা শুনেছি, সকালে লোহাগড়া বাজারের একটি পার্লারে মেয়েটির সঙ্গে মাসুমের কথা হয়। এর পর মেয়েটির বাবার কাছ থেকে হুমকি পায় সে। পরে হাসপাতাল থেকে ফোন পেয়ে মাসুমের মৃত্যুর খবর জানি। তার বাম হাতের নখ উপড়ানো ছিল। সব মিলিয়ে মনে হচ্ছে, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।”
মাসুমকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া ইজিবাইক চালক সুজন বলেছেন, “ঘটনাস্থলে কোনো দুর্ঘটনার চিহ্ন ছিল না। তবে মনে হয়েছে, কেউ মাসুমকে গাড়ি থেকে ফেলে দিয়েছে।”
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম শনিবার (২ আগস্ট) সকালে সাংবাদিকদের বলেছেন, “আমরা মাসুম বিল্লাহকে মৃত অবস্থায় লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে থানায় নিয়ে আসি। মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।”
ঢাকা/শরিফুল/রফিক