Samakal:
2025-12-13@15:22:06 GMT

শান্তদের দক্ষতা নিয়ে প্রশ্ন

Published: 28th, February 2025 GMT

শান্তদের দক্ষতা নিয়ে প্রশ্ন

প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু দল ঘোষণার সংবাদ সম্মেলনে বলেছিলেন, ওপেনিংয়ে সৌম্য সরকার ও তানজিদ হাসান তামিমকে ব্যাক করবেন। তাই ফর্মে না থাকা লিটন কুমার দাসকে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে রাখার প্রয়োজন বোধ করেননি তিনি।

বিপিএলে রান করার পরও লিটনের ভাগ্যের শিকে ছিঁড়েনি। অথচ টুর্নামেন্টের এক ম্যাচ পরই ওপেনিং জুটিতে পরিবর্তন আনা হয়েছে। সৌম্যর জায়গায় ওপেন করেছেন নাজমুল হোসেন শান্ত। জানা গেছে, টপঅর্ডারে বাঁহাতি ব্যাটার কমাতে একজনকে বিশ্রাম দেওয়া হয়েছিল।

মজার ব্যাপার হলো, লিপুর নির্বাচিত ১৫ জনের স্কোয়াডে টপঅর্ডারের চারজন ব্যাটারই বাঁহাতি। প্রধান নির্বাচক ডানহাতি, বাঁহাতির সমীকরণ পছন্দ না করলেও প্রয়োজন হিসেবেই দেখেছে টিম ম্যানেজমেন্ট। তাই লিটনের মতো অভিজ্ঞ ডানহাতি ব্যাটার না থাকায় ওপেনিং স্লটের ভারসাম্যে ঘাটতি তৈরি করেছে বলে মনে করা হচ্ছে।

বাংলাদেশ দলের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো করতে না পারার পেছনে এটি বড় কোনো কারণ না হলেও মনস্তাত্ত্বিক অন্তরায়। বেশি প্রভাব ফেলেছে প্রস্তুতির ঘাটতি। বিপিএল শেষ করে ৫০ ওভারের ক্রিকেট নিয়ে চর্চা করার সময় ছিল না। অথচ চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বাকি সাত দল ব্যস্ত ছিল আন্তর্জাতিক সিরিজ খেলায়। ঢাকায় বিপিএল চলার সময় দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়ন্স ট্রফির ভেন্যুতে সিরিজ খেলেছে পাকিস্তানের সঙ্গে। নিউজিল্যান্ডও ওয়ানডে সিরিজ খেলেছে পাকিস্তানের মাটিতে।

ভারত প্রস্তুতি সেরেছে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলে। আফগানিস্তান খেলেছে জিম্বাবুয়ের বিপক্ষে। সেখানে বাংলাদেশ ব্যস্ত ছিল বিপিএল টি২০ ক্রিকেট নিয়ে। এই টুর্নামেন্টের প্রস্তুতির জন্য কোচিং স্টাফের পক্ষ থেকে কোনো পরিকল্পনা দেওয়া হয়েছিল কিনা, জানা যায়নি। তবে সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন পাকিস্তানের বিপক্ষে ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে প্রস্তুতির ঘাটতির কথা বলেছেন।

জাতীয় দলের সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদীন নান্নুও বিষয়টি সামনে এনেছেন, ‘আমাদের তো প্রস্তুতিই ঠিকমতো হয়নি। এর পরও এত বড় টুর্নামেন্টে এ ধরনের খেলা খেললে হয় না। টেস্ট খেলুড়ে অন্য দেশগুলো যেভাবে উন্নতি করেছে, আমরা তো পারিনি। ক্রিকেটারদের টেকনিক্যাল দিকগুলো দেখলেই বোঝা যায়, কতটা পিছিয়ে।’

নাজমুল হোসেন শান্তরা ব্যাটিং ভালো করতে না পারায় বোলাররা সফল হতে পারেননি। ভারত বা নিউজিল্যান্ডের বিপক্ষে আড়াইশ রানও করতে পারেনি ব্যাটিং ইউনিট। ফলে ম্যাজিক বোলিং করা সম্ভব হয়নি তাসকিন আহমেদদের পক্ষে।

এই ব্যাটিং ব্যর্থতার কারণ ব্যাখ্যা করতে গিয়ে নান্নু বলেন, ‘আমাদের খেলোয়াড়রা মনমানসিকতা ও টেকনিক্যালি পিছিয়ে। উন্নতিটা নিজেকে করতে হবে। এটা তো ফুটবল না যে, পাসিং করে খেলতে হবে। ক্রিকেটে ব্যক্তিগত পারফরম্যান্স ভালো হলে দল লাভবান হয়। কেউ সেঞ্চুরি করলে দলের রান বড় হয়। কেউ ৫ উইকেট নিলে দলের লাভ হয়। এই কাজগুলো ঠিকঠাক করার জন্য নিজেদের সক্ষমতা বাড়াতে হয়। ব্যক্তিগভাবে টেকনিক্যাল দিকগুলো উন্নতি করতে না পারলে হবে না। টিম ম্যানেজমেন্টের দায়িত্ব আছে অনেক। স্কিল প্রোগ্রামগুলো বাড়াতে হবে।’

যে কোনো বড় টুর্নামেন্টের আগে কোচিং স্টাফে পরিবর্তন করা হলে ফোকাস নড়ে যেতে বাধ্য। কারণ, কোচিং স্টাফ দল গোছানোরই সময় পান না। খণ্ডকালীন চাকরিতে যোগ দেওয়া ফিল সিমন্সও পরিকল্পনা দেওয়ার সময় পাননি।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ব প এল

এছাড়াও পড়ুন:

দলের প্রতি অনুগত থাকার অঙ্গীকার, জামায়াতে যোগ দি‌লেন মেজর (অব.) আ

বিএনপির সা‌বেক নেতা, সাবেক এমপি ও মুক্তিযোদ্ধা মেজর (অব.) আক্তারুজ্জামান বাংলা‌দেশ জামায়াতে ইসলামী‌তে যোগদান ক‌রে‌ছেন।

শনিবার (১৩ ডিসেম্বর) সকালে দ‌লের কেন্দ্রীয় কার্যালয়ে আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করে দলের প্রাথমিক সহযোগী সদস্য ফরম পূরণ ক‌রার মধ‌্য দি‌য়ে আনুষ্ঠা‌নিকভা‌বে তিনি জামায়া‌তে যোগ দেন। 

মেজর (অব.) আক্তারুজ্জামান বাংলাদেশ জামায়াতে ইসলামীর নীতি ও আদর্শ, দেশপ্রেম এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দলটির অবিচল অবস্থানের প্রতি গভীর আস্থা ও সন্তোষ প্রকাশ করেন। 

দল‌টি‌তে যোগ‌ দি‌য়ে তিনি ইসলাম ও ইসলামী মূল্যবোধ, দেশের স্বার্থ এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় অবশিষ্ট জীবন অতিবাহিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিয়ম-নীতি, আদর্শ, দলীয় শৃঙ্খলা ও আনুগত্যের প্রতি সর্বদা অনুগত থাকার অঙ্গীকার করেন।

ডা. শফিকুর রহমান এ সময় তাকে ফুল দি‌য়ে বরণ ক‌রেন এবং তার দীর্ঘ নেক হায়াত কামনা করেন।

যোগদান অনুষ্ঠানে সংগঠনের সেক্রেটারি জেনারেল, সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মেজর (অব.) আক্তারুজ্জামান মুক্তিযোদ্ধা ও প্রবীণ রাজনীতিক। বিএন‌পিতে থাকা অবস্থায় দলটির বিরু‌দ্ধে মন্তব‌্য করাসহ নানা ‌বিত‌র্কিত কর্মকা‌ণ্ডের জন‌্য তিনি আলোচিত হন।  

বিএনপি থেকে দুইবার কিশোরগঞ্জ-২ আসন থেকে তিনি জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। 

ঢাকা/নঈমুদ্দীন// 

সম্পর্কিত নিবন্ধ