বন্দরে ছিনতাইকারী সন্দেহে স্থানীয় জনতা আকাশ (৩০) নামে বখাটেকে আটক করে মদনগঞ্জ ফাঁড়ি পুলিশে সোর্পদ করেছে। আটককৃত আকাশ বন্দর উপজেলার শান্তিনগর এলাকার উমা হাসনার বাড়ি ভাড়াটিয়া ও উক্ত এলাকার মৃত জলির মিয়ার ছেলে।

আটককৃতকে শুক্রবার (২৮ ফেব্রুয়ারী) দুপুরে পুলিশ আইনের ৫৪ ধারায় আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে শুক্রবার (২৮ ফেব্রুয়ারী) রাত সোয়া ৩টায় বন্দর থানার নাসিম ওসমান সেতুর নিচ থেকে স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশে সোর্পদ করে।

এলাকাবাসী তথ্য সূত্রে জানা গেছে, বন্দরে নাসিম ওসমান সেতুর উপরে ও নিচে ক্রাইম জোনে পরিনত হয়েছে। প্রতিদিনেই উল্লেখিত স্থানে  চুরি ও ছিনতাইয়ের ঘটনা আশংকা জনক ভাবে বৃদ্ধি পেয়েছে। ছিনতাইকারী ও চোরের দলের আক্রমনে প্রতিনিয়ত নিঃস্ব হচ্ছে সাধারন জনগন। ### 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ছ নত ই

এছাড়াও পড়ুন:

গাংনী সীমান্ত দিয়ে ১৮ জনকে ঠেলে পাঠিয়েছে বিএসএফ

মেহেরপুরের গাংনীর তিনটি সীমান্ত দিয়ে নারী-পুরুষসহ ১৮ জনকে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে বিএসএফ সদস্যরা তাদের সীমান্ত অতিক্রম করায়। পরে বিজিবি প্রবেশকারীদের আটক করে।

বিজিবি সূত্র জানায় আটককৃতরা ঠাকুরগাঁও, নড়াইল, যশোর, খুলনা ও নারায়ণগঞ্জ জেলার বাসিন্দা। তারা বৈধ কাগজপত্র ছাড়াই লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে শিলিগুড়ি হয়ে হরিয়ানা প্রদেশে গিয়েছিলেন। সেখানকার পুলিশ তাদের আটক করে শিলিগুড়ি কারাগারে রাখে। সাজার মেয়াদ শেষ হওয়ায় ভারতের বিএসএফ তাদের বাংলাদেশে ঠেলে দেয়। 

আরো পড়ুন:

বড়লেখা সীমান্ত দিয়ে ১০ রোহিঙ্গাকে ঠেলে দিয়েছে বিএসএফ

ঝিনাইদহ সীমান্তে পৌনে ৬ কোটি টাকার স্বর্ণ জব্দ

গাংনীর কাজীপুর বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার হাবিবুর রহমান বলেন, “গাংনী উপজেলার মথুরাপুর সীমান্ত থেকে ছয়জন, শেওড়াতলা সীমান্ত থেকে তিনজন ও কাজীপুর সীমান্ত থেকে ৯ জনকে আটক করা হয়। বিএসএফ তারকাঁটার বেড়া পার করে তিনটি সীমান্ত দিয়ে আটককৃতদের বাংলাদেশে পাঠায়। আটককৃতদের গাংনী থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।”

গাংনী থানার ওসি বানি ইসরাইল জানান, বিজিবি এখনো আটককৃতদের হস্তান্তর করেনি। হস্তান্তর করলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত নিবন্ধ

  • গাংনী সীমান্ত দিয়ে ১৮ জনকে ঠেলে পাঠিয়েছে বিএসএফ