সপ্তম ওয়ালটন কাপ গলফ টুর্নামেন্ট সমাপ্ত
Published: 1st, March 2025 GMT
ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র পৃষ্ঠপোষকতায় ও আর্মি গলফ ক্লাবের আয়োজনে গেল সোমবার থেকে শুরু হওয়া ‘সপ্তম ওয়ালটন কাপ গলফ টুর্নামেন্ট-২০২৫’ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাতে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়েছে।
এবারের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন— ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) মো.
আরো পড়ুন:
১০০ বিসিএস কর্মকর্তার ওয়ালটন হেডকোয়ার্টার্স পরিদর্শন
ওয়ালটন বিশ্বের বুকে বাংলাদেশের অ্যাম্বাসেডর: আইসিবি চেয়ারম্যান
ভ্যাটার্ন গ্রুপে বিজয়ী হয়েছেন ইউং কমান্ডার (অবঃ) এম. সাইফুল ইসলাম। আর বেস্ট গ্রোসে সেরা হয়েছেন কর্নেল (অবঃ) মোহাম্মদ আমিনুল ইসলাম। সিনিয়র গ্রুপে বিজয়ী হয়েছেন— ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) জি এম কামরুল ইসলাম, বেস্ট গ্রোসে সেরা হয়েছেন মেজর (অবঃ) মো. আরমান আলী ভূঁইয়া আর রানার্স-আপ হয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) আবু সোহেল।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন আর্মি গলফ ক্লাবের সভাপতি মেজর জেনারেল খান ফিরোজ আহমেদ (ওএসপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি)। এ সময় উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটনের পরিচালক এস এম নুরুল আলম রেজভী ও আর্মি গলফ ক্লাবের প্রধান নির্বাহী অফিসার ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) সৈয়দ আহমেদ আলী (পিবিজিএম, এনডিসি)।
এবারের এই প্রতিযোগিতায় দেশি ও বিদেশী ৮ শতাধিক অ্যামেচার গলফারের অংশগ্রহণ করেন। যেখানে ৪৮০ জন ছিলেন রেগুলার গলফার, ৭৬ জন ছিলেন ভ্যাটার্ন, ২০৬ জন ছিলেন সিনিয়র, ৪২ জন ছিলেন লেডিস আর ১৬ জন জুনিয়র। তার মধ্যে মোট ২৩ জনকে পুরস্কৃত করা হয়।
ঢাকা/আমিনুল/নাভিদ
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
সমতায় শেষ বার্সেলোনা-ইন্টারের ৬ গোলের রোমাঞ্চকর থ্রিলার
স্পোর্টস ডেস্ক
ছয় বছর পর চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে ফিরেছে বার্সেলোনা। প্রতিপক্ষ এমন একটি দল, যারা শেষ তিন ম্যাচে হেরে কিছুটা কোণঠাসা। কিন্তু তারপরও ম্যাচটি হলো ড্র, জয় আসেনি। দারুণ দৃঢ়তা দেখিয়ে বার্সেলোনার মাঠ থেকে সমতা নিয়ে মাঠ ছেড়েছে ইন্টার মিলান। বুধবার রাতে মন্তুজুইকে চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালের প্রথম লেগের ম্যাচে ইন্টার মিলানের সঙ্গে ৩-৩ গোলে ড্র করেছে বার্সেলোনা।
বিস্তারিত আসছে..