সাম্প্রতিক পারফরম্যান্স, মুখোমুখি লড়াই, দলীয় অর্জন—সবকিছুতেই ভারতের চেয়ে পিছিয়ে পাকিস্তান। এ নিয়ে বিতর্কের কোনো সুযোগ নেই।  

চ্যাম্পিয়নস ট্রফিতেও চিরপ্রতিন্দ্বী পাকিস্তানকে হেসেখেলে হারিয়েছে ভারত। এ–ই যখন অবস্থা, তখন ভারতকে নতুন চ্যালেঞ্জ ছুড়ে দিলেন পাকিস্তান কিংবদন্তি সাকলায়েন মুশতাক। পাকিস্তানের বিপক্ষে তিন সংস্করণেই ১০টি করে ম্যাচ খেলে ভারত ভালো দল কি না, তা প্রমাণ করতে বলেছেন সাবেক এই স্পিনার।

ভারতের বিপক্ষে পাকিস্তান সর্বশেষ ওয়ানডে জিতেছে ২০১৭ সালে। সেই বছর চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে স্রেফ উড়িয়ে দিয়েছিল পাকিস্তান। এরপর বিশ্বকাপ, এশিয়া কাপ ও সর্বশেষ চ্যাম্পিয়নস ট্রফি মিলিয়ে ভারতের বিপক্ষে ৭টি ওয়ানডে খেলেছে পাকিস্তান, যেখানে হেরেছে ৬টিতে, অন্যটি পরিত্যক্ত।

তোমরা যদি এতই ভালো হও, তাহলে পাকিস্তানের সঙ্গে ১০ টেস্ট, ১০ ওয়ানডে ও ১০ টি-টোয়েন্টি খেলো। তাহলে সব পরিষ্কার হয়ে যাবে।সাকলায়েন মুশতাক

২০১১ সাল থেকে ভারত ও পাকিস্তান মোট ১৭টি ওয়ানডে ম্যাচে মুখোমুখি হয়েছে, যার মধ্যে ভারত জিতেছে ১২টি, পাকিস্তান মাত্র ৪টি, একটি ম্যাচ হয়েছে পরিত্যক্ত। সর্বশেষ ৫ টি-টোয়েন্টিতেও ভারত জিতেছে ৩ ম্যাচে।

সাদা পোশাকের ক্রিকেটের প্রসঙ্গ আপাতত সরিয়ে রাখলেও চলছে। কারণ, সর্বশেষ এই দুটি দেশ টেস্টে মুখোমুখি হয়েছে ২০০৭ সালে। বাকি দুই সংস্করণে ভারত সাম্প্রতিক ফর্মে এগিয়ে থাকলেও তাদের প্রমাণ দিতে বললেন সাকলায়েন।

আরও পড়ুনভারতের সামনে কী অপেক্ষা করছে, ‘সেইম সেইম’ না ‘ডিফারেন্ট’৪৪ মিনিট আগে

পাকিস্তানের সংবাদমাধ্যম ২৪ নিউজ এইচডি চ্যানেলে মুশতাক বলেছেন এভাবে, ‘তাদের ক্রিকেটাররা ভালো। তারা দারুণ ক্রিকেট খেলছে। কিন্তু তোমরা যদি এতই ভালো হও, তাহলে পাকিস্তানের সঙ্গে ১০ টেস্ট, ১০ ওয়ানডে ও ১০ টি-টোয়েন্টি খেলো। তাহলে সব পরিষ্কার হয়ে যাবে।’

পাকিস্তানের হয়ে ৪৯৬ উইকেট নেওয়া এই স্পিনার আরও বলেছেন, ‘আমরা যদি ভালো প্রস্তুতি নিই, সঠিক পথে কাজ করি, তাহলে ভারতকে ও বিশ্বকে মোক্ষম জবাব দিতে পারব।’

ভারতের কাছে চ্যাম্পিয়নস ট্রফিতেও হেরেছে পাকিস্তান.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: স কল য় ন

এছাড়াও পড়ুন:

কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩৫ কিলোমিটারজুটে যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার নিমশার থেকে দাউদকান্দি পর্যন্ত প্রায় ৩৫ কিলোমিটারজুড়ে যানজট দেখা দিয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন মহাসড়কে চলাচলকারী যাত্রী ও চালকেরা। নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাভার্ড ভ্যান উল্টে যাওয়ায় আজ বৃহস্পতিবার ভোর থেকে এ যানজট দেখা দেয়। 

হাইওয়ে পুলিশ  জানায়, বৃহস্পতিবার ভোরে মহাসড়কে কুমিল্লার চান্দিনা উপজেলার নূরীতলা এলাকায় একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ফেনী থেকে রেকার এনে কাভার্ড ভ্যানটি উদ্ধারের কাজ শুরু করে পুলিশ। 

সকাল সাড়ে ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত মহাসড়কে যানজট দেখা গেছে। 

ঢাকাগামী রয়েল পরিবহনের চালক রমিজ উদ্দিন বলেন, সকাল সাড়ে ৮টায় ঢাকার উদ্দেশে রওয়ানা করে বুড়িচংয়ের নিমশার বাজারে যানজটে এক ঘণ্টা বসে থাকতে হয়েছে। ৫ মিনিট গাড়ি চললে ২০ মিনিট বসে থাকতে হয়। এভাবে ১০টা ৪০ মিনিটে চান্দিনায় পৌঁছেছি। এ সময়ে ঢাকার কাছাকাছি থাকার কথা ছিল। 

নিমশার বাজারে আটকে থাকা প্রাইভেট কারের যাত্রী তৌহিদুল ইসলাম বলেন, ভোর থেকে যানজট অথচ সড়কে হাইওয়ে পুলিশ দেখছি না। 

ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন বলেন, মহাসড়কের নূরীতলা এলাকায় উল্টে কাভার্ড ভ্যানটি আড়াআড়িভাবে পড়ে ছিল। পরে ঢাকামুখী লেনের বেশ কিছু গাড়ি উল্টো পথে ঢোকায় যানজটের সৃষ্টি হয়েছে। ফেনী থেকে ক্রেন এনে গাড়িটি উদ্ধার করা হয়েছে। যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। 

হাইওয়ে কুমিল্লা রিজিওনের পুলিশ সুপার অতিরিক্ত ডিআইজি মো. খাইরুল আলম সমকালকে বলেন, দুর্ঘটনার কারণেই যানজট দেখা দিয়েছে। দুর্ঘটনা কবলিত কাভার্ড ভ্যানটি উদ্ধার করা হয়েছে। যান চলাচল স্বাভাবিক হচ্ছে।

সম্পর্কিত নিবন্ধ