ফতুল্লার কাশীপুরে তিন ছিনতাইকারীকে গণধোলাই দিয়েছে উত্তেজিত জনতা। সোমবার (৩ মার্চ) ভোরে ছিনতাই করার সময় জনতা তাদের হাতেনাতে আটক করে। 

স্থানীয়রা জানায়, কাশীপুর ব্রীজ এলাকায় ছিনতাই করার সময় জনতা এলাকার চিহিৃত মাদক বিক্রেতা ও ছিনতাইকারী জাহাঙ্গীর (৪৬), জাবেদ (৪০) ও ওসমান (৪২)। ছিনতাইকারীদের আটকের পরে গণধোলাই দিয়ে পরে সামাজিক যোগাযোগমাধ্যমে  ছবি ছড়িয়ে দেয়া হয়। 

ছবি দেখে বেশ কয়েকটি সূত্র নিশ্চিত করেছে ছিনতাইকারী জাহাঙ্গীর (৪৬) কাশীপুর ওয়ারিশ সরদার বাড়ির মৃত ফজর আলীর ছেলে, জাবেদ একই এলাকার মৃত আবু মিয়ার ছেলে। এরা দুইজন সর্ম্পকে আত্মীয়। উভয়ে কাশীপুর ইউনিয়ন যুবলীগের ৪নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রনির কর্মী। তাদেরকে রনির সঙ্গে মিছিল মিটিংয়ে দেখা যেতো। 
অপর ছিনতাইকারী ওসমানও পেশাদার ছিনতাইকারী। এর আগেও কয়েকবার সে জনতার হাতে আটক হয়ে গণধোলাইয়ের শিকার হয়। 

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম জানান, বিভিন্ন এলাকায় ছিনতাই বেড়েছে বলে অভিযোগ রয়েছে। তবে আমাদের কাছে কোন অভিযোগ এলে আমরা আন্তরিকতার সাথে সর্বোচ্চ চেষ্টা করছি। ওই তিন ছিনতাইকারীকে স্থানীয় জনতা আটকের পরে ছেড়ে দিয়েছে।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ছ নত ই গণধ ল ই

এছাড়াও পড়ুন:

শেফালি আর দীপ্তিতে নতুন মুম্বাইয়ে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

নাবি মুম্বাই। নয়া মুম্বাই। নতুন সেই মুম্বাইয়ে কাল নতুন বিশ্ব চ্যাম্পিয়ন পেল মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারত।

দীপ্তি শর্মার করা ৪৬তম ওভারের তৃতীয় বলে নাদিন ডি ক্লার্কের তোলা ক্যাচটি এক্সট্রা কাভারে ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌরের হাতে জমা হতেই বিশ্ব চ্যাম্পিয়নের আনন্দে মাতল পুরো ভারত। দক্ষিণ আফ্রিকা ২৪৬ রানে অলআউট, ভারত ৫২ রানে জয়ী।

ভারতের জয়ের উৎসব অবশ্য শুরু হয়ে গিয়েছিল পাঁচ ওভার আগেই। লরা ভলভার্টকে ফিরিয়ে পথের কাঁটা উপড়ে ফেলেই উদ্‌যাপন শুরু করেছিল ভারতীয়রা। অসাধারণ এক সেঞ্চুরি করে দক্ষিণ আফ্রিকান অধিনায়ক চোখ রাঙাছিলেন ভারতের উৎসব ভন্ডুল করার। কিন্তু সেঞ্চুরি করার পরপরই ক্যাচ তুললেন ভলভার্ট। আর সেই ক্যাচ নিতে গিয়ে আমানজোত কৌর ভারতের প্রায় শত কোটি মানুষের হৃৎস্পন্দন প্রায় থামিয়ে দিয়েছিলেন। একবার নয়, দুবার নয়, তৃতীয়বারের চেষ্টাতেই ক্যাচ নিতে পারেন আমানজোত। এবারও বোলার সেই অফ স্পিনার দীপ্তি শর্মা।

৯৮ বলে ১০১ রান করে ভলভার্ট যখন ফিরলেন দক্ষিণ আফ্রিকার স্কোর ৪১.১ ওভারে ২২০/৭। এরপর শুধু আনুষ্ঠানিকতাই ছেড়েছে ভারত। দীপ্তি আরও ২টি উইকেট নিয়ে পেয়ে গেছেন ৫ উইকেট। আর ভারত হয়ে গেছে চ্যাম্পিয়ন। এর আগে ব্যাট হাতেও ৫৮ বলে ৫৮ রানের দারুণ এক ইনিংস খেলেছেন দীপ্তি।

ব্যাট হাতে ৮৭ রান করা শেফালি বর্মা বল হাতে নিয়েছেন ২ উইকেট

সম্পর্কিত নিবন্ধ