বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেডের ফ্লাইট স্টুয়ার্ড/স্টুয়ার্ডেস পদে আবেদনকারী প্রার্থীদের আইকিউ ও লিখিত পরীক্ষার তারিখ প্রকাশ করা হয়েছে। আগামী শনিবার (৮ মার্চ) বেলা দুইটায় রাজধানীর কুর্মিটোলা হাইস্কুল অ্যান্ড কলেজ, খিলক্ষেত, ঢাকা-১২২৯ কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

স্ক্রিনিং টেস্টে উত্তীর্ণ প্রার্থীরা http://bbal.

teletalk.com.bd/bbal6/admitcard/ লিংকে ক্লিক করে লিখিত পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। প্রার্থীদের রঙিন প্রবেশপত্র ডাউনলোড করতে হবে। প্রবেশপত্রসহ ৮ মার্চ (শনিবার) বেলা দেড়টায় কুর্মিটোলা হাইস্কুল অ্যান্ড কলেজ, খিলক্ষেত, ঢাকা-১২২৯ কেন্দ্রে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করেছে পরীক্ষা কমিটি।

আরও পড়ুনবেসরকারি প্রতিষ্ঠানে ৪০০ জনকে নিয়োগ২ ঘণ্টা আগে

এ–সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মুঠোফোন, ক্যালকুলেটর, ঘড়ি অথবা যেকোনো ধরনের ডিজিটাল/ইলেকট্রনিক ডিভাইসসহ পরীক্ষাকেন্দ্রে প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ। কোনোভাবেই এর ব্যত্যয় ঘটানো যাবে না। নির্ধারিত দিন ৮ মার্চ (শনিবার) পরীক্ষা শুরু হওয়ার (বেলা দুইটার) পর কোনো প্রার্থীকে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না।

আরও পড়ুনবিনা মূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, আছে দৈনিক ২০০ টাকা ভাতা৬ ঘণ্টা আগে

উৎস: Prothomalo

কীওয়ার্ড: পর ক ষ প রব শ

এছাড়াও পড়ুন:

বিএসএফের গুলিতে নিহত যুবকের লাশ হস্তান্তর

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে নিহত শান্ত (২০) নামে এক বাংলাদেশি যুবকের লাশ হস্তান্তর করেছে বিএসএফ।

শনিবার (১৩‌ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার জামালপুর সীমান্ত পিলার ১৫২/৭ এস মেইন পিলারের নিকট কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতের নিউ উদয় ক্যাম্পের বিএসএফ সদস্যরা লাশ হস্তান্তর করেন।

শান্ত উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের শিপন আলীর ছেলে।

বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, গত ৫ ডিসেম্বর রাতে শান্ত ১০-১২ জন সহযোগী নিয়ে জামালপুর সীমান্ত দিয়ে ভারতের প্রায় ৫০০ গজ অভ্যন্তরে প্রবেশ করেন। এ সময় ভারতের নিউ উদয় বিএসএফ ক্যাম্পের টহল সদস্যরা গুলি ছুঁড়লে শান্ত গুলিবিদ্ধ হন। পালিয়ে যান সঙ্গে থাকা সদস্যরা। আহতাবস্থায় শান্তকে উদ্ধার করে নিজ ক্যাম্পে নিয়ে যায় বিএসএফ। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ বিষয়ে বিজিবি-বিএসএফের মধ্যে দুই দফা পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পরে শনিবার বিকেলে তার লাশ হস্তান্তর করা হয়।

বিজিবি-৪৭ ব্যাটালিয়নের সহকারী পরিচালক (এডি) মো. জাকিরুল ইসলাম বলেন, ‘‘শনিবার সন্ধ্যায় বিএসএফের পক্ষ থেকে শান্তর লাশ হস্তান্তর করা হ‌য়ে‌ছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’’

ঢাকা/কাঞ্চন/রাজীব

সম্পর্কিত নিবন্ধ