বিশ্বের ১২৫ নগরীর মধ্যে আজ মঙ্গলবার সকালে বায়ুদূষণে তৃতীয় স্থানে আছে ঢাকা। আজ সকাল ৯টার দিকে আইকিউএয়ারের মানসূচকে ঢাকার গড় বায়ুমান ১৭৩। এ মানকে ‘অস্বাস্থ্যকর’ বলে গণ্য করা হয়।

বায়ুদূষণে ঢাকার অবস্থান তুলে ধরেছে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটি বায়ুদূষণের পরিস্থিতি নিয়মিত তুলে ধরে। বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় ও সতর্ক করে।

পুরো নগরীর বায়ু আজ অস্বাস্থ্যকর। এর মধ্যে ১০ স্থানের বায়ুর মান বেশি খারাপ। সেই স্থানগুলোর মধ্যে আছে মিরপুরের ইস্টার্ন হাউজিং, ঢাকার মার্কিন দূতাবাস এলাকা, কল্যাণপুর, মাদানী অ্যাভিনিউর বে’জ এজওয়াটার, পশ্চিম নাখালপাড়া সড়ক, তেজগাঁওয়ের শান্তা ফোরাম, গুলশান-২–এর রব ভবন, গ্রেস ইন্টার‌ন্যাশনাল স্কুল, গুলশান লেক পার্ক ও মহাখালীর আইসিডিডিআরবি।

আজ আইকিউএয়ারের দেওয়া সতর্কবার্তায় ঢাকাবাসীর উদ্দেশে পরামর্শ, বাইরে বের হলে সুস্বাস্থ্যের জন্য অবশ্যই মাস্ক পরতে হবে। খোলা স্থানে ব্যায়াম করা যাবে না। আরও একটি পরামর্শ, ঘরের জানালা বন্ধ রাখতে হবে।

গত ডিসেম্বর, জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে এক দিনও নির্মল বায়ু পাননি রাজধানীবাসী। চলতি মাসেরও একই হাল।

আজ অন্য বিভাগীয় শহরগুলোর মধ্যে চট্টগ্রামে বায়ুর মান ১৩৪, রাজশাহীতে ১৫০ ও খুলনায় ১৩৬। প্রতিটি শহরের বায়ুমান অস্বাস্থ্যকর।

রাজধানীর বায়ুদূষণের প্রধান উৎসগুলোর মধ্যে আছে কলকারখানা ও যানবাহনের দূষিত ধোঁয়া, ইটভাটা, বর্জ্য পোড়ানো। দূষণ রোধে হাঁকডাক এবং নানা ধরনের প্রকল্পও কম হয়নি সরকারি স্তরে, কিন্তু দূষণ কমছে না।

দূষণসংক্রান্ত বিষয় নিয়ে গবেষণাপ্রতিষ্ঠান ক্যাপসের এক জরিপে দেখা গেছে, ডিসেম্বরে যত বায়ুদূষণ ছিল, তা গত ৯ বছরে সর্বোচ্চ। আবার গত জানুয়ারি ও ফেব্রুয়ারিতেও দূষণের মান ছিল ৯ বছরের মধ্যে সর্বোচ্চ।

ঢাকার বায়ুদূষণের প্রধান উপাদান হলো বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা বা পিএম ২.

৫-এর উপস্থিতি। ঢাকার বাতাসে এর উপস্থিতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানমাত্রার চেয়ে প্রায় ১৬ গুণ বেশি।

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

বাংলায় দেখা যাবে তুর্কি ধারাবাহিক ‘মোস্তফা’

জনপ্রিয় তুর্কি রোমান্টিক-থ্রিলার ধারাবাহিক ‘মোস্তফা’ এবার দেখা যাবে আরটিভির পর্দায়। শুক্রবার (১ আগস্ট) থেকে প্রতিদিন রাত ৯টায় প্রচার হবে ২৫০ পর্বের এই সিরিজ। 

গল্পের কেন্দ্রীয় চরিত্র মোস্তফা একজন আদর্শবাদী পুলিশ কর্মকর্তা, যে নিজের ছেলেকে সবচেয়ে বেশি ভালোবাসে। চোরাচালান বিরোধী অভিযানে ফাঁদে পড়ে অন্যায়ভাবে বরখাস্ত ও এক বছরের জন্য বন্দি হন তিনি। এতে সন্তানের হেফাজত হারান। এরপর শুরু হয় তার লড়াই—পুনরায় ছেলেকে ফিরে পাওয়া এবং নিজেকে নির্দোষ প্রমাণ করার। 

এই যাত্রায় তার জীবনে আসে চিকিৎসক আইসেগুল, যার সঙ্গে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। কিন্তু মোস্তফার অজান্তেই সে জড়িয়ে পড়ে গডফাদার বাহরির কন্যার সঙ্গে! 

আরো পড়ুন:

ট্র্যাব স্টার অ্যাওয়ার্ড পেলেন এরশাদ হাসান

বিয়ের পর অভিনয় ছেড়ে দেব: তানিয়া বৃষ্টি

ধারাবাহিকটির মূল চরিত্রে রয়েছেন ইলকের কালেলি (মোস্তফা কারায়েল), সঙ্গে আছেন বুরসিন তেরজিওগুল, মুসা উজুনলারসহ জনপ্রিয় তুর্কি তারকারা। বাংলা ডাবিং পরিচালনা করেছেন তাপস কুমার মৃধা।

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত নিবন্ধ