গোলাম দস্তগীর গাজীর নামে অবৈধ সম্পদ অর্জনের মামলা
Published: 6th, March 2025 GMT
জ্ঞাত আয়বহির্ভূত ৩৩ কোটি ২০ লাখ টাকার বেশি সম্পদ অর্জন ও ব্যাংক হিসাবে বিপুল পরিমাণ অস্বাভাবিক অর্থ লেনদেনের অভিযোগে সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজী এবং তাঁর স্ত্রী হাসিনা গাজীর নামে আলাদা মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গতকাল বুধবার দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১-এ মামলা দুটি হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন কমিশনের মহাপরিচালক (প্রতিরোধ) ও মুখপাত্র আক্তার হোসেন।
নারায়ণগঞ্জ-১ আসনে আওয়ামী লীগ দলীয় সাবেক এমপি এবং সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর নামে মামলায় ২৩ কোটি ৫১ লাখ ৩৩ হাজার ৫৮২ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। এ ছাড়া তাঁর ছয়টি ব্যাংক হিসাবে ২৫৭ কোটি ৭৫ হাজার ৪৮৯ টাকার সন্দেহজনক লেনদেন হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। এতে আরও বলা হয়, গোলাম দস্তগীর গাজীর নামে ৪৪৮ কোটি ৪২ লাখ টাকার সম্পদের তথ্য পাওয়া যায়, যার মধ্যে তাঁর গ্রহণযোগ্য আয় ৪২৪ কোটি ৯০ লাখ টাকা।
অন্য মামলায় গোলাম দস্তগীর গাজীর স্ত্রী হাসিনা গাজীর বিরুদ্ধে ৯ কোটি ৬৯ লাখ ২৪ হাজার ৫৫৫ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি তাঁর পাঁচটি ব্যাংক হিসাবে ৩১ কোটি ৬৯ লাখ ৩৮ হাজার ৫১৩ টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ করা হয়েছে।
অবৈধ সম্পদ অর্জন, ভোগদখল এবং অস্বাভাবিক লেনদেনে সহযোগিতার অভিযোগে এ মামলায় তাঁর স্বামী গোলাম দস্তগীরকেও আসামি করা হয়েছে।
গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালে ঢাকায় গেরিলা আক্রমণ পরিচালনাকারী তরুণ মুক্তিযোদ্ধাদের দল ক্র্যাক প্লাটুনের সদস্য ছিলেন তিনি।
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর গোলাম দস্তগীর গাজীর বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। গত ২৫ আগস্ট ঢাকার শান্তিনগর এলাকার এক আত্মীয়ের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় স্কুলছাত্র রোমান মিয়া হত্যা মামলায় গোলাম দস্তগীরকে গ্রেপ্তার দেখানো হয়।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ল নদ ন
এছাড়াও পড়ুন:
দলের প্রতি অনুগত থাকার অঙ্গীকার, জামায়াতে যোগ দিলেন মেজর (অব.) আ
বিএনপির সাবেক নেতা, সাবেক এমপি ও মুক্তিযোদ্ধা মেজর (অব.) আক্তারুজ্জামান বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।
শনিবার (১৩ ডিসেম্বর) সকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করে দলের প্রাথমিক সহযোগী সদস্য ফরম পূরণ করার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে তিনি জামায়াতে যোগ দেন।
মেজর (অব.) আক্তারুজ্জামান বাংলাদেশ জামায়াতে ইসলামীর নীতি ও আদর্শ, দেশপ্রেম এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দলটির অবিচল অবস্থানের প্রতি গভীর আস্থা ও সন্তোষ প্রকাশ করেন।
দলটিতে যোগ দিয়ে তিনি ইসলাম ও ইসলামী মূল্যবোধ, দেশের স্বার্থ এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় অবশিষ্ট জীবন অতিবাহিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিয়ম-নীতি, আদর্শ, দলীয় শৃঙ্খলা ও আনুগত্যের প্রতি সর্বদা অনুগত থাকার অঙ্গীকার করেন।
ডা. শফিকুর রহমান এ সময় তাকে ফুল দিয়ে বরণ করেন এবং তার দীর্ঘ নেক হায়াত কামনা করেন।
যোগদান অনুষ্ঠানে সংগঠনের সেক্রেটারি জেনারেল, সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মেজর (অব.) আক্তারুজ্জামান মুক্তিযোদ্ধা ও প্রবীণ রাজনীতিক। বিএনপিতে থাকা অবস্থায় দলটির বিরুদ্ধে মন্তব্য করাসহ নানা বিতর্কিত কর্মকাণ্ডের জন্য তিনি আলোচিত হন।
বিএনপি থেকে দুইবার কিশোরগঞ্জ-২ আসন থেকে তিনি জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
ঢাকা/নঈমুদ্দীন//