‘দ্য ম্যাট্রিক্স’ মুভিতে রেলস্টেশনে এজেন্ট স্মিথের সঙ্গে নিওর মারামারির দৃশ্য মনে আছে? কিছু মুহূর্তে নিও ও স্মিথের হাত দুটো এত দ্রুত চলেছে যে মনে হয়েছে, দুজনেরই হয়তো কয়েক শ হাত! কাল রাতে চ্যাম্পিয়নস লিগে আলিসন বেকার ও ভয়চেক সেজনিরও বুঝি কয়েক শ হাত গজিয়েছিল! তাঁদের সমর্থকেরা বলতে পারেন, প্রশংসায় এত কৃপণতা কেন? শুধু-ই কী হাত, পা দুটো এমনকি শরীরটাই তো গোলপোস্টের সামনে চীনের প্রাচীর হয়ে দাঁড়িয়েছিল।

রোমান্টিক সমর্থকেরা সব সময়ই এক কাঠি সরেস। ম্যাচের মধ্যে কল্পচোখে তাঁরা হয়তো দেখেছেন, পোস্টে আসলে আলিসন কিংবা সেজনি নয়, দাঁড়িয়ে নিও-র দুটি রূপ। প্রতিপক্ষ দলের এজেন্ট স্মিথরা যত খুশি শট নিচ্ছেন, আর নিও১ ও নিও২ ম্যাট্রিক্স সিনেমার আঙ্গিকে স্রেফ হাত তুলে সব ঠেকিয়ে দিচ্ছেন! লোকে বলে, ফুটবল গোলের খেলা। বটে! লিসবন ও সেখান থেকে ১৪৫০ কিলোমিটার দূরের শহর প্যারিসে কাল রাতে যে রাতটি নেমে এসেছিল, সেটা তো আসলে গোলকিপারদের রাত। ফুটবল তাই কখনো কখনো গোল না হওয়ার খেলাও।

কেন? সেটুকু বুঝিয়ে দেবে পরিসংখ্যান। লিসবনে ঘরের মাঠে শেষ ষোলো প্রথম লেগে বার্সেলোনার কাছে ১-০ গোলে হেরেছে বেনফিকা। পর্তুগিজ ক্লাবটি ২৬টি শট নিয়েছে, ৮টি সেভ করেছেন বার্সা গোলকিপার সেজনি। ২০০৩-০৪ মৌসুমের পর চ্যাম্পিয়নস লিগের ম্যাচে বার্সার কোনো গোলকিপারের গোল হজম না করে সর্বোচ্চ সেভের রেকর্ডটি এখন এই পোলিশ গোলকিপারের। অথচ অবসরের ঘোষণা দিয়েছিলেন গত অক্টোবরেই। অবসর ভেঙে মাঠে ফিরে ক্যারিয়ারের সেরা ম্যাচ খেলা প্রথম গোলকিপার সেজনি কি না, তা নিয়ে এখন গবেষণা হতে পারে! তবে সেজনির বিশ্বাস, সেরাটা এখনো আসেনি, ‘চিন্তা করবেন না, সেরাটা এখনো বাকি।’

আরও পড়ুনঅবিশ্বাস্য আলিসন, নেমেই গোল এলিয়টের, লিভারপুলের পিএসজি জয়১১ ঘণ্টা আগে

সেজনি তাই বলে ন্যায্য পাওনা ছাড়তে নারাজ। ‘ভুল করে’ পেদ্রিকে ম্যাচসেরার পুরস্কার দিলে কী হবে, সেজনি কিন্তু ভাগের কলা ছাড়তে নারাজ। ম্যাচসেরার ট্রফির অন্তত আধখানা ভাগ তাঁর চাই, ‘পেদ্রি ট্রফিটা পেয়েছে। তবে আমার মনে হয়, অর্ধেকটা আমারও।’ দলের ৩৪ বছর বয়সী সিনিয়র নিজ গুণে কোনো কিছু দাবি করে বসলে তাঁর চেয়ে ১২ বছরের ছোট পেদ্রির আর কী করার আছে। সেজনির গুণমুগ্ধ পেদ্রি বরং বলেছেন, ‘সিদ্ধান্ত নিয়েছি আমার ম্যাচসেরার ট্রফিটি সেজনিকে দিয়ে দেব। ড্রেসিংরুমে আমাদের এ নিয়ে কথা হয়েছে। অন্য যে কারও চেয়ে এটা তার বেশি প্রাপ্য। সে সবকিছু ঠেকিয়েছে।’

বার্সা তাঁদের এক্স হ্যান্ডলে সেজনির একটি ছবি পোস্ট করে লিখেছে, ‘আজকের (গত রাত) ক্লিন শিটের স্পনসর ভয়চেক সেজনি।’ কাতালান ক্লাবটির এক্স হ্যান্ডলের অ্যাডমিন সম্ভবত একটু ভুলোমনা। বার্সায় এসে ১৪ ম্যাচ খেলে সব কটিতেই অপরাজিত থাকা সেজনি এর মধ্যে ক্লিন শিট রেখেছেন ৮ ম্যাচ। অথচ অ্যাডমিন আগের ৭টি ক্লিন শিটে এ নিয়ে টুঁ শব্দটিও করেননি!

কিন্তু সমর্থকেরা তো চুপ করে নেই। পছন্দের খেলোয়াড়দের আগাপাশতলা তাঁদের জানা। সে জন্যই এক্সে দেখা যাচ্ছে এমন অনেক পোস্ট—‘রোমের দুই সাবেক দ্বাররক্ষীর রাত।’ বুঝলেন না? সেজনি ও আলিসন ইতালিয়ান ক্লাব এএস রোমায় সতীর্থ ছিলেন। ২০১৫ থেকে ২০১৭ পর্যন্ত আর্সেনাল থেকে ধারে রোমের ক্লাবটিতে কাটিয়েছেন সেজনি। আলিসন ছিলেন ২০১৬ থেকে ২০১৮ পর্যন্ত। দুজনে মিলে কাল রাতে কী করেছেন, সেটা বুঝিয়ে দেবে আরও একটি পরিসংখ্যান। ২০১৬-১৭ মৌসুম থেকে এ পর্যন্ত চ্যাম্পিয়নস লিগের নকআউটে মাত্র তিন ম্যাচে অন্তত ২৫টি শট নিয়েও গোল না পাওয়ার নজির দেখা গেছে, যেখানে দুটি ঘটনাই ঘটেছে কাল রাতে—বেনফিকার ২৬ শট ও পিএসজির ২৭ শট।

রোমায় সেজনির কারণে আলিসনকে বেঞ্চে বসতে হলেও কাল রাতে সাবেক সিনিয়র সিটিজেনকে পেছনে ফেলেছেন আলিসন। সেটা সেভ করার সংখ্যায়। ফরাসি ক্লাবটির ২৭ শটের মধ্যে ৯টি সেভ করেন লিভারপুলের এই ব্রাজিলিয়ান গোলকিপার।

আরও পড়ুন১০ জনের বার্সেলোনাকে জেতালেন রাফিনিয়া১১ ঘণ্টা আগে

চ্যাম্পিয়নস লিগের ম্যাচে লিভারপুলের কোনো গোলকিপারের এটাই সর্বোচ্চসংখ্যক সেভ। লিভারপুলের হয়ে আলিসনের ক্যারিয়ারেও এটি এক ম্যাচে সর্বোচ্চ সেভ এবং ক্লাব ফুটবলে সব প্রতিযোগিতা মিলিয়ে তাঁর নিজের ক্যারিয়ারেও এক ম্যাচে সর্বোচ্চ সেভ। চ্যাম্পিয়নস লিগে এবারের মৌসুমে আর কোনো গোলকিপারই ক্লিন শিট রাখার পাশাপাশি এক ম্যাচে ৯টি সেভ করতে পারেননি। আলিসন সেই কাজটিই করেছেন এমন এক দলের বিপক্ষে, যারা কাল রাতের আগে সর্বশেষ ১০ ম্যাচে প্রতিপক্ষের জালে ৪০ গোল করেছে!

ম্যাচ শেষে টিএনটি স্পোর্টসের সঙ্গে আলাপচারিতায় লিভারপুল কোচ আর্নে স্লট তাই বলেই ফেলেন, ‘মনে হয় না, এই পর্যায়ে খেলা অন্য কোনো গোলকিপারের সঙ্গে এর আগে কাজ করেছি, যেটা স্বাভাবিক কারণ সে বিশ্বসেরা। কোচ হিসেবে অনেক ভালো খেলোয়াড় পেয়েছি। কিন্তু বিশ্বের সেরা গোলকিপার কখনো পাইনি এবং আমার মনে হয় সে আজ (কাল রাতে) এটাই দেখাল।’

আলিসন নিজে অবশ্য মনে করছেন, এটাই তাঁর জীবনের সেরা পারফরম্যান্স। মৌসুমের সেরা পারফরম্যান্স কি না, এ প্রশ্নের উত্তরে বলেছেন, ‘হ্যাঁ, সম্ভবত আমার জীবনেরও।’

একই রাতে এক গোলকিপার অবিশ্বাস্য খেলেও বলেন তাঁর সেরাটা এখনো বাকি আছে। সেখান থেকে প্রায় দেড় হাজার কিলোমিটার দূরে আরেক গোলকিপারের কাছ থেকে দেখা গেল জীবনের সেরা পারফরম্যান্স। এমন একটা রাত আর যা–ই হোক গোলের কিংবা স্ট্রাইকারদের নয়, গোলকিপারদের।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: চ য ম প য়নস ল গ স ভ কর স জন র

এছাড়াও পড়ুন:

সোনার টয়লেট ‘আমেরিকা’ নিলামে উঠছে, সর্বনিম্ন দর কত জানেন

নিলামঘর সদবিস গতকাল শুক্রবার ইতালীয় শিল্পী মরিজিও ক্যাটেলানের তৈরি সম্পূর্ণ সোনার টয়লেটটি নিলামে তোলার কথা ঘোষণা করেছে। এ ভাস্কর্যটির নাম ‘আমেরিকা’।

সদবিস জানিয়েছে, এ শিল্পকর্ম এটাই দেখাতে চায়, কখনো কখনো শিল্পের ‘মূল্য’ আর তার বাজারে বিক্রির ‘মূল্য’ এক নয়। এটি শুধু শিল্পকর্মই নয়, একটি পুরোপুরি ব্যবহারযোগ্য টয়লেটও। এ টয়লেটেরই অনুরূপ একটি সংস্করণ ২০১৯ সালে ইংল্যান্ডের বিখ্যাত ব্লেনহাইম প্রাসাদ থেকে চুরি হয়ে বিশ্বজুড়ে আলোচনায় আসে।

১৮ নভেম্বর নিউইয়র্কে এ নিলাম অনুষ্ঠিত হবে। টয়লেটটির সর্বনিম্ন দর ধরা হয়েছে এর সোনার বর্তমান বাজারমূল্য অনুযায়ী। এতে ব্যবহৃত হয়েছে প্রায় ১০১ দশমিক ২ কিলোগ্রাম (২২৩ পাউন্ড) খাঁটি সোনা, যার দাম এখন প্রায় ১০ মিলিয়ন (১ কোটি) মার্কিন ডলার (প্রায় ১২২ কোটি টাকা)।

সদবিসের নিউইয়র্ক শাখার সমসাময়িক শিল্প বিভাগের প্রধান ডেভিড গ্যালপারিন বলেন, ক্যাটেলান হচ্ছেন এমন একজন শিল্পী, যিনি তাঁর কাজের মাধ্যমে সবাইকে ভাবাতে ও চমক দিতে পছন্দ করেন।

ক্যাটেলান শুধু বিতর্ক সৃষ্টিকারীই নন; বরং অত্যন্ত সফল শিল্পী। তাঁর আরেকটি কাজ, ‘কমেডিয়ান’। অর্থাৎ দেয়ালে টেপ দিয়ে আটকানো একটি কলা। গত বছর নিউইয়র্কের এক নিলামে ৬২ লাখ ডলারে বিক্রি হয়েছিল শিল্পকর্মটি।

‘আমেরিকা’র দুটি সংস্করণ ২০১৬ সালে তৈরি করা হয়েছিল। যেটি এবার নিলামে উঠছে, সেটি ২০১৭ সাল থেকে এক অজ্ঞাত সংগ্রাহকের কাছে রয়েছে। অন্য সংস্করণটি ২০১৬ সালে নিউইয়র্কের গুগেনহাইম জাদুঘরের একটি বাথরুমে প্রদর্শনের জন্য স্থাপন করা হয়। সেখানে ১ লাখের বেশি দর্শক সার বেঁধে এসেছিলেন।

এর আগে ২০১৬ সালে ক্রিস্টিস নিলামে ক্যাটেলানের আরেকটি ভাস্কর্য ‘হিম’ ১ কোটি ৭২ লাখ ডলারে বিক্রি হয়। ভাস্কর্যটিতে নাৎসি নেতা অ্যাডলফ হিটলারকে হাঁটু গেড়ে প্রার্থনার ভঙ্গিতে দেখা যায়।

ক্যাটেলান নিজেই বলেছেন, তাঁর ‘আমেরিকা’ ভাস্কর্যটি অতিরিক্ত সম্পদ ও বিলাসিতাকে ব্যঙ্গ করে তৈরি করা হয়েছে। তিনি একবার বলেছিলেন, ‘তুমি ২০০ ডলারের দুপুরের খাবার খাও বা ২ ডলারের হটডগ, শেষ ফলাফল টয়লেটে গিয়ে একই হয়।’

‘আমেরিকা’র দুটি সংস্করণ ২০১৬ সালে তৈরি করা হয়েছিল। যেটি এবার নিলামে উঠছে, সেটি ২০১৭ সাল থেকে এক অজ্ঞাত সংগ্রাহকের কাছে রয়েছে। অন্য সংস্করণটি ২০১৬ সালে নিউইয়র্কের গুগেনহাইম জাদুঘরের একটি বাথরুমে প্রদর্শনের জন্য স্থাপন করা হয়। সেখানে ১ লাখের বেশি দর্শক সার বেঁধে এসেছিলেন।

মরিজিও ক্যাটেলান হচ্ছেন এমন একজন শিল্পী, যিনি তাঁর কাজের মাধ্যমে সবাইকে ভাবাতে ও চমক দিতে পছন্দ করেন।ডেভিড গ্যালপারিন, সদবিস-এর নিউইয়র্ক শাখার সমসাময়িক শিল্প বিভাগের প্রধান

ওই সময় গুগেনহাইম ভাস্কর্যটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তাঁর প্রথম দফায় ক্ষমতায় থাকাকালে ধার দেওয়ার প্রস্তাব দেয়। কারণ তিনি জাদুঘর থেকে একটি ভ্যান গঘ চিত্রকর্ম ধার নিতে চেয়েছিলেন।

২০১৯ সালে ‘আমেরিকা’ প্রদর্শিত হয় উইনস্টন চার্চিলের জন্মস্থান হিসেবে বিখ্যাত ব্লেনহাইম প্রাসাদে। কিন্তু প্রদর্শনীর কয়েক দিনের মধ্যেই একদল চোর ভবনে ঢুকে সেটি পাইপলাইন থেকে খুলে নিয়ে পালিয়ে যায়।

চলতি বছরের শুরুতে দুই ব্যক্তিকে ওই চুরির দায়ে দোষী সাব্যস্ত করে কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে সোনার টয়লেটটি আজও উদ্ধার করা যায়নি। তদন্তকারীরা ধারণা করছেন, এটি সম্ভবত ভেঙে গলিয়ে ফেলা হয়েছে।

গ্যালপারিন বলেন, তিনি অনুমান করতে চান না ‘আমেরিকা’ শেষ পর্যন্ত কত দামে বিক্রি হতে পারে। তবে তাঁর ভাষায়, ক্যাটেলানের ‘ডাকটেপে আটকানো কলা’ শিল্পকর্মটি যেমন ‘অমূল্য ধারণা থেকে মূল্য তৈরি করা’ নিয়ে প্রশ্ন তুলেছিল, ‘আমেরিকা’ ঠিক তার উল্টো। এখানে মূল উপকরণটিই (সোনা) অত্যন্ত মূল্যবান, যা বেশির ভাগ শিল্পকর্মে থাকে না।

ক্যাটেলান বলেছেন, তাঁর ‘আমেরিকা’ ভাস্কর্যটি অতিরিক্ত সম্পদ ও বিলাসিতাকে ব্যঙ্গ করে তৈরি করা হয়েছে। তিনি একবার বলেছিলেন, ‘তুমি ২০০ ডলারের দুপুরের খাবার খাও বা ২ ডলারের হটডগ, শেষ ফলাফল টয়লেটে গিয়ে একই হয়।’

‘আমেরিকা’ প্রদর্শিত হবে সদবিসের নতুন নিউইয়র্ক কার্যালয় ব্রয়্যার বিল্ডিংয়ে, ৮ নভেম্বর নিলাম শুরু হওয়ার আগপর্যন্ত। এটি একটি বাথরুমে স্থাপন করা হবে, যা দর্শকেরা কাছ থেকে দেখতে পাবেন।

তবে গুগেনহাইম ও ব্লেনহাইম প্রাসাদের মতো এবার দর্শকদের টয়লেটটি ব্যবহার করার সুযোগ থাকবে না। তাঁরা শুধু দেখতে পারবেন, কিন্তু ফ্লাশ করতে পারবেন না।

আরও পড়ুনসোনার আস্ত একটি কমোড চুরি করেছিলেন তিনি০৩ এপ্রিল ২০২৪

সম্পর্কিত নিবন্ধ

  • সোনার টয়লেট ‘আমেরিকা’ নিলামে উঠছে, সর্বনিম্ন দর কত জানেন
  • অ্যালবামের গল্প বলবে ‘পেনোয়া’