সাবেক দ্রুততম মানবী জুঁই এখন নারী ক্রিকেট দলের কোচ
Published: 6th, March 2025 GMT
বাংলাদেশের সাবেক দ্রুততম মানবী তিনি। ২১ বছর ধরে নারী লং জাম্পে দেশের রেকর্ডধারী। দক্ষিণ এশিয়ান গেমস লং জাম্পে দুটি রুপা জিতেছেন। সম্প্রতি ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন। বর্তমানে সাভার বিকেএসপিতে অ্যাথলেটিকস কোচ হিসেবে কাজ করছেন। সারা জীবন অ্যাথলেটিকস নিয়েই ছিলেন ব্যস্ত। কিন্তু হঠাৎ করে ফৌজিয়া হুদা জুঁইয়ের নামের পাশে আরেকটি পরিচয় যোগ হচ্ছে। তাঁকে বাংলাদেশ নারী ক্রিকেট দলের স্ট্রেনথ ও কন্ডিশনিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বিসিবি। আপাতত তাঁর সঙ্গে বিসিবির চুক্তি ছয় মাসের জন্য।
নতুন ভূমিকায় এখনো কাজ শুরু করেননি জুঁই। বিকেএসপি থেকে অনুমতি পাওয়ার অপেক্ষায় আছেন। আজ দুপরে ফোনে যোগাযোগ করলে বিকেএসপি থেকে সাবেক অলিম্পিয়ান প্রথম আলোকে বলেন, ‘বিসিবি থেকে বিকেএসপিকে চিঠি দেওয়া হয়েছে। এখন বিকেএসপি অনুমতি দিলে নারী ক্রিকেট দলের সঙ্গে কাজ করব। আজই হয়তো জানতে পারব বিকেএসপির সিদ্ধান্ত।’
অ্যাথলেটিকস থেকে এখন ক্রিকেট দলের সঙ্গে কাজ করবেন, কখনো কী ভেবেছেন এমন কিছু? জুঁই বলেন, ‘আসলে এটা ফাহিম স্যারের (বিসিবির পরিচালক নাজমুল আবেদীন ফাহিম) অবদান। তিনি চেয়েছেন বলে হয়েছে। ফাহিম স্যার অনেক দিন ধরে এ নিয়ে ভাবছিলেন। এখন সুযোগ এসেছে।’
ফৌজিয়া হুদা জুঁই.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ক র ক ট দল র ব ক এসপ
এছাড়াও পড়ুন:
বিএসএফের গুলিতে নিহত যুবকের লাশ হস্তান্তর
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে নিহত শান্ত (২০) নামে এক বাংলাদেশি যুবকের লাশ হস্তান্তর করেছে বিএসএফ।
শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার জামালপুর সীমান্ত পিলার ১৫২/৭ এস মেইন পিলারের নিকট কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতের নিউ উদয় ক্যাম্পের বিএসএফ সদস্যরা লাশ হস্তান্তর করেন।
শান্ত উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের শিপন আলীর ছেলে।
বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, গত ৫ ডিসেম্বর রাতে শান্ত ১০-১২ জন সহযোগী নিয়ে জামালপুর সীমান্ত দিয়ে ভারতের প্রায় ৫০০ গজ অভ্যন্তরে প্রবেশ করেন। এ সময় ভারতের নিউ উদয় বিএসএফ ক্যাম্পের টহল সদস্যরা গুলি ছুঁড়লে শান্ত গুলিবিদ্ধ হন। পালিয়ে যান সঙ্গে থাকা সদস্যরা। আহতাবস্থায় শান্তকে উদ্ধার করে নিজ ক্যাম্পে নিয়ে যায় বিএসএফ। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ বিষয়ে বিজিবি-বিএসএফের মধ্যে দুই দফা পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পরে শনিবার বিকেলে তার লাশ হস্তান্তর করা হয়।
বিজিবি-৪৭ ব্যাটালিয়নের সহকারী পরিচালক (এডি) মো. জাকিরুল ইসলাম বলেন, ‘‘শনিবার সন্ধ্যায় বিএসএফের পক্ষ থেকে শান্তর লাশ হস্তান্তর করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’’
ঢাকা/কাঞ্চন/রাজীব