যুক্তরাষ্ট্র বিশ্বব্যবস্থাকে ধ্বংস করছে: ইউক্রেন
Published: 6th, March 2025 GMT
যুক্তরাজ্যে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত বলেছেন, যুক্তরাষ্ট্র প্রতিষ্ঠিত বিশ্বব্যবস্থাকে ‘ধ্বংস’ করছে। বৃহস্পতিবার ট্রাম্প প্রশাসনের বৈদেশিক নীতি পরিচালনার পদ্ধতির সমালোচনা করে ভ্যালেরি জালুঝনি জানিয়েছেন, হোয়াইট হাউস ‘সমগ্র পশ্চিমা বিশ্বের ঐক্যকে প্রশ্নবিদ্ধ করেছে।’
গত শুক্রবার ওভাল অফিসে প্রকাশ্যে বাগবিতণ্ডার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে উত্তেজনা শীতল হওয়ার মধ্যে তার মন্তব্য এলো।
জেলেনস্কিকে আলোচনার টেবিলে আনার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনে সামরিক সহায়তা এবং গোয়েন্দা তথ্য ভাগাভাগি বন্ধ করার পর, সাম্প্রতিক দিনগুলিতে কিয়েভ ওয়াশিংটনের সাথে সম্পর্ক পুনরুদ্ধারের চেষ্টা করেছে। কিন্তু বৃহস্পতিবার লন্ডনের চ্যাথাম হাউসে এক সম্মেলনে জালুঝনির মন্তব্য ইঙ্গিত দেয় যে মার্কিন যুক্তরাষ্ট্রের পদক্ষেপের উপর কিয়েভের অসন্তোষ রয়ে গেছে।
আরো পড়ুন:
ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের কাছে পরিকল্পনা জমা দেবে ফ্রান্স ও যুক্তরাজ্য
ট্রাম্পের সঙ্গে ঝড় তুলে লন্ডনে জেলেনস্কি, যুদ্ধের পরিণতি কী
জালুঝনি এক শ্রোতাকে বলেন, “আমরা দেখতে পাচ্ছি যে এটি কেবল মন্দের অক্ষ এবং রাশিয়া-ই নয় যারা বিশ্বব্যবস্থা সংশোধন করার চেষ্টা করছে, বরং মার্কিন যুক্তরাষ্ট্র অবশেষে এই ব্যবস্থা ধ্বংস করছে।”
ইউক্রেনীয় রাষ্ট্রদূত জানান, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে আলোচনা দেখায় যে হোয়াইট হাউস ‘ক্রেমলিনের পক্ষে পদক্ষেপ নিচ্ছে।’
ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর কমান্ডার-ইন-চিফ হিসেবে তিন বছর দায়িত্ব পালনের পর ২০২৪ সালে লন্ডনে কিয়েভের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব নেন জালুঝনি।
তিনি জানিয়েছেন, ওয়াশিংটনের অবস্থান পরিবর্তনের ফলে ন্যাটোর অস্তিত্ব বিলুপ্ত হতে পারে। মস্কোর পরবর্তী লক্ষ্য ‘ইউরোপ হতে পারে’ বলেও সতর্ক করেছেন জালুঝনি।
ঢাকা/শাহেদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর র শ য় ইউক র ন য দ ধ ব যবস থ ইউক র ন
এছাড়াও পড়ুন:
দলের প্রতি অনুগত থাকার অঙ্গীকার, জামায়াতে যোগ দিলেন মেজর (অব.) আ
বিএনপির সাবেক নেতা, সাবেক এমপি ও মুক্তিযোদ্ধা মেজর (অব.) আক্তারুজ্জামান বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।
শনিবার (১৩ ডিসেম্বর) সকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করে দলের প্রাথমিক সহযোগী সদস্য ফরম পূরণ করার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে তিনি জামায়াতে যোগ দেন।
মেজর (অব.) আক্তারুজ্জামান বাংলাদেশ জামায়াতে ইসলামীর নীতি ও আদর্শ, দেশপ্রেম এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দলটির অবিচল অবস্থানের প্রতি গভীর আস্থা ও সন্তোষ প্রকাশ করেন।
দলটিতে যোগ দিয়ে তিনি ইসলাম ও ইসলামী মূল্যবোধ, দেশের স্বার্থ এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় অবশিষ্ট জীবন অতিবাহিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিয়ম-নীতি, আদর্শ, দলীয় শৃঙ্খলা ও আনুগত্যের প্রতি সর্বদা অনুগত থাকার অঙ্গীকার করেন।
ডা. শফিকুর রহমান এ সময় তাকে ফুল দিয়ে বরণ করেন এবং তার দীর্ঘ নেক হায়াত কামনা করেন।
যোগদান অনুষ্ঠানে সংগঠনের সেক্রেটারি জেনারেল, সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মেজর (অব.) আক্তারুজ্জামান মুক্তিযোদ্ধা ও প্রবীণ রাজনীতিক। বিএনপিতে থাকা অবস্থায় দলটির বিরুদ্ধে মন্তব্য করাসহ নানা বিতর্কিত কর্মকাণ্ডের জন্য তিনি আলোচিত হন।
বিএনপি থেকে দুইবার কিশোরগঞ্জ-২ আসন থেকে তিনি জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
ঢাকা/নঈমুদ্দীন//