ভিভ রিচার্ডসের এই গল্পগুলো হয়তো আপনি জানতেন না
Published: 7th, March 2025 GMT
১. অ্যান্টিগার গর্ব
পুরো নাম আইজ্যাক ভিভিয়ান আলেকজান্ডার রিচার্ডস। জন্ম ১৯৫২ সালের ৭ মার্চ ক্যারিবীয় দ্বীপপুঞ্জ অ্যান্টিগা ও বারবুডার রাজধানী সেন্ট জোন্সে। তাঁকে অ্যান্টিগার গর্ব মনে করা হয়।
ব্যাটিংকে অন্য মাত্রায় নিয়ে গিয়েছিলেন ভিভ রিচার্ডস.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
বাংলায় দেখা যাবে তুর্কি ধারাবাহিক ‘মোস্তফা’
জনপ্রিয় তুর্কি রোমান্টিক-থ্রিলার ধারাবাহিক ‘মোস্তফা’ এবার দেখা যাবে আরটিভির পর্দায়। শুক্রবার (১ আগস্ট) থেকে প্রতিদিন রাত ৯টায় প্রচার হবে ২৫০ পর্বের এই সিরিজ।
গল্পের কেন্দ্রীয় চরিত্র মোস্তফা একজন আদর্শবাদী পুলিশ কর্মকর্তা, যে নিজের ছেলেকে সবচেয়ে বেশি ভালোবাসে। চোরাচালান বিরোধী অভিযানে ফাঁদে পড়ে অন্যায়ভাবে বরখাস্ত ও এক বছরের জন্য বন্দি হন তিনি। এতে সন্তানের হেফাজত হারান। এরপর শুরু হয় তার লড়াই—পুনরায় ছেলেকে ফিরে পাওয়া এবং নিজেকে নির্দোষ প্রমাণ করার।
এই যাত্রায় তার জীবনে আসে চিকিৎসক আইসেগুল, যার সঙ্গে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। কিন্তু মোস্তফার অজান্তেই সে জড়িয়ে পড়ে গডফাদার বাহরির কন্যার সঙ্গে!
আরো পড়ুন:
ট্র্যাব স্টার অ্যাওয়ার্ড পেলেন এরশাদ হাসান
বিয়ের পর অভিনয় ছেড়ে দেব: তানিয়া বৃষ্টি
ধারাবাহিকটির মূল চরিত্রে রয়েছেন ইলকের কালেলি (মোস্তফা কারায়েল), সঙ্গে আছেন বুরসিন তেরজিওগুল, মুসা উজুনলারসহ জনপ্রিয় তুর্কি তারকারা। বাংলা ডাবিং পরিচালনা করেছেন তাপস কুমার মৃধা।
ঢাকা/রাহাত/শান্ত