প্যারোলে মুক্তি পেয়ে বোনের জানাজায় আওয়ামী লীগ নেতা
Published: 7th, March 2025 GMT
দুই ঘণ্টার প্যারোলে মুক্তি পেয়ে বোনের জানাজায় অংশ নিয়েছেন বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির। শুক্রবার দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত তাঁকে প্যারোলে মুক্তি দেন জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম।
জাহাঙ্গীর কবিরের বড় বোন আনোয়ারা বেগম (৮৪) শুক্রবার ভোরে বার্ধক্যের কারণে মারা যান।
গত ১৪ আগস্ট সকাল পৌনে ৬টার দিকে শহরের আমতলা সড়কের নিজ বাসভবন থেকে পিবিআই ও বরগুনা থানা পুলিশের যৌথ অভিযানে জাহাঙ্গীর কবিরকে আটক করা হয়। পরে সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন-অর রশিদ হাওলাদারের করা চাঁদাবাজি মামলায় তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
১২ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলেন আওয়ামী লীগের এ নেতা। তিন মিনিটের ফোনালাপ সামাজিক মাধ্যম ফেসবুকে জড়িয়ে পড়ে। ১০ আগস্ট তাঁর নেতৃত্বে শেখ হাসিনার পক্ষে শহরে জেলা আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশ করা হয়।
উৎস: Samakal
কীওয়ার্ড: আওয় ম
এছাড়াও পড়ুন:
বিএসএফের গুলিতে নিহত যুবকের লাশ হস্তান্তর
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে নিহত শান্ত (২০) নামে এক বাংলাদেশি যুবকের লাশ হস্তান্তর করেছে বিএসএফ।
শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার জামালপুর সীমান্ত পিলার ১৫২/৭ এস মেইন পিলারের নিকট কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতের নিউ উদয় ক্যাম্পের বিএসএফ সদস্যরা লাশ হস্তান্তর করেন।
শান্ত উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের শিপন আলীর ছেলে।
বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, গত ৫ ডিসেম্বর রাতে শান্ত ১০-১২ জন সহযোগী নিয়ে জামালপুর সীমান্ত দিয়ে ভারতের প্রায় ৫০০ গজ অভ্যন্তরে প্রবেশ করেন। এ সময় ভারতের নিউ উদয় বিএসএফ ক্যাম্পের টহল সদস্যরা গুলি ছুঁড়লে শান্ত গুলিবিদ্ধ হন। পালিয়ে যান সঙ্গে থাকা সদস্যরা। আহতাবস্থায় শান্তকে উদ্ধার করে নিজ ক্যাম্পে নিয়ে যায় বিএসএফ। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ বিষয়ে বিজিবি-বিএসএফের মধ্যে দুই দফা পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পরে শনিবার বিকেলে তার লাশ হস্তান্তর করা হয়।
বিজিবি-৪৭ ব্যাটালিয়নের সহকারী পরিচালক (এডি) মো. জাকিরুল ইসলাম বলেন, ‘‘শনিবার সন্ধ্যায় বিএসএফের পক্ষ থেকে শান্তর লাশ হস্তান্তর করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’’
ঢাকা/কাঞ্চন/রাজীব