সারাদেশে নানা আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত হলেও ব্যতিক্রম ছিল ভোলার মনপুরা উপজেলা। মহিলাবিষয়ক কর্মকর্তা না থাকায় পালিত হয়নি দিবসটি। শনিবার সারাদিন উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্মতার কার্যালয় বন্ধ ছিল। 

এ বছর দিবসটি পালনে কোনো কর্মসূচির আয়োজন করেনি কর্তৃপক্ষ। মনপুরায় জাতীয় মহিলা সংস্থা কেন্দ্র ও নারী ফোরাম কেন্দ্র থাকলেও নারীদের নিয়ে কাজ করছে না সংস্থা দুটি। 

নারী দিবস পালিত না হওয়ার বিষয়ে জাতীয় মহিলা সংস্থা কর্মকর্তা (তথ্য আপা) শম্পা বলেন, হেড অফিস থেকে নারী দিবস পালনের কোনো নির্দেশনা না থাকায় কোনো কর্মসূচির আয়োজন করা হয়নি ।

মনপুরার দায়িত্বে থাকা চরফ্যাসন উপজেলার মহিলাবিষয়ক কর্মকর্তা নুর নবী ফোনে জানান, ‘আমি দুই উপজেলার দায়িত্বে আছি। তাই অতিরিক্ত দায়িত্ব থাকায় মনপুরায় নারী দিবস পালন করা হয়নি। তবে আগামী ১০ মার্চ দিবসটি পালন করা হবে।

মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বনিক বলেন, মনপুরা মহিলাবিষয়ক কার্যালয়ে জনবল কম থাকায় তারা এ দিবসটি যথা সময়ে পালন করতে পারেনি। আগামী ১০ মার্চ ২টি অনুষ্ঠান এক সঙ্গে পালন করা হবে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: কর মকর ত দ বসট উপজ ল

এছাড়াও পড়ুন:

মায়ের সঙ্গে ঘুমিয়ে ছিল কিশোরী, সাপের কামড়ে মৃত্যু

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সাপের কামড়ে এক কিশোরীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের সরেঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। পরিবারের সদস্যরা জানান, রাতে ঘুমন্ত অবস্থায় ওই কিশোরীকে একটি বিষধর সাপ ছোবল দেয়। হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয় তার।

নিহত কিশোরীর নাম নাঈমা আকতার (১৩)। সে আনোয়ারার রায়পুর ইউনিয়নের সরেঙ্গা গ্রামের বক্সি মিয়াজিবাড়ির মোহাম্মদ হাসানের মেয়ে। স্থানীয় একটি মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্রী ছিল সে।

পরিবারের সদস্যরা জানান, রাতে খাওয়াদাওয়া সেরে মা ও ছোট বোনের সঙ্গে ঘুমিয়ে ছিল নাঈমা। রাত তিনটার দিকে সাপের ছোবলে তার ঘুম ভাঙে। বিষয়টি পরিবারের সদস্যদের জানালে তাকে উদ্ধার করে রাতেই আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তবে ওই স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নাঈমাকে মৃত ঘোষণা করেন। জানতে চাইলে নাঈমার চাচা কফিল উদ্দিন প্রথম আলোকে বলেন বলেন, ‘সাপে কামড় দিয়েছে জানার পর আমরা নাঈমাকে হাসপাতালে নিয়েছিলাম। কিন্তু তাকে বাঁচানো যায়নি।’

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, সাপে কামড় দেওয়া এক কিশোরীকে হাসপাতালে আনা হয়ছিল। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ