মোহাম্মদপুরে ‘র্যাব পরিচয়’ দেওয়া ডাকাত চক্রের প্রধানসহ ৪ জন গ্রেপ্তার
Published: 9th, March 2025 GMT
রাজধানীর মোহাম্মদপুরে র্যাব পরিচয়ে ডাকাতি ও ছিনতাইয়ের অভিযোগে একটি চক্রের প্রধান মো. বিল্লু মিয়া (৩৫) ও তাঁর তিন সহযোগীকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল শনিবার মোহাম্মদপুর থানা এলাকা থেকে আগ্নেয়াস্ত্র ও লুট করা সিএনজি অটোরিকশাসহ তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব।
গ্রেপ্তার বিল্লু মিয়ার তিন সহযোগী হলেন আবু জাহের (৩০), আল আমিন (২০) ও মো.
র্যাব বলছে, র্যাব পরিচয়ে মোহাম্মদপুর এলাকায় নানা অপরাধ করতেন এ চক্রের সদস্যরা। সম্প্রতি মোহাম্মদপুর এলাকা থেকে জেনেভা ক্যাম্পের মাদক ব্যবসায়ী ভূঁইয়া সোহেল ওরফে বুনিয়া সোহেল, চুয়া সেলিম গ্রুপের প্রধান মো. সেলিম আশরাফী ওরফে চুয়া সেলিম ও ‘কবজিকাটা গ্রুপ’–এর প্রধান মো. আনোয়ার ওরফে শুটার আনোয়ার ও তাঁর সহযোগী রাফাত, টুন্ডা বাবুকে গ্রেপ্তার করা হয়। এরই ধারাবাহিকতায় বিল্লু ও তাঁর সহযোগীদের গ্রেপ্তার করা হয়।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: গ র প ত র কর ম হ ম মদপ র সহয গ
এছাড়াও পড়ুন:
নাটোরে ছুরিকাঘাতে প্রাণ গেল একজনের
নাটোরে ছুরিকাঘাতে খোরশেদ আলম (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (৩০ এপ্রিল) সন্ধ্যা ৬টায় সদর উপজেলার তেগাছি এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত খোরশেদ ওই এলাকার ইউনুস আলীর ছেলে ও পেশায় রিকশাচালক ছিলেন। অভিযুক্ত সালমান (১৭) একই এলাকার সিরাজুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সালমানের বিরুদ্ধে মোবাইল চুরির অভিযোগ আনেন খোরশেদ আলম। এ ঘটনায় সালমান ক্ষিপ্ত হয়ে খোরশেদকে কুপিয়ে জখম করে। স্বজনেরা তাকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরো পড়ুন:
নোয়াখালীর মাদরাসায় শিক্ষার্থীর মৃত্যু, পরিবারের দাবি হত্যা
পুলিশ পরিদর্শক মাসুদুর রহমান আত্মগোপনে
নাটোর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুর রহমান বলেন, ‘‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্ত সালমানকে গ্রেপ্তারের চেষ্টা করছে। এ বিষয়ে মামলাসহ পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’
ঢাকা/আরিফুল/রাজীব