সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়াহরিপুর ইউনিয়ন বিএনপির সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক বাবলু মিয়ার হাত-পা ভেঙে দেওয়ায় দুই নেতার পদ স্থগিত করা হয়েছে। তারা হলেন, একই ইউনিয়নের সদ্য সাবেক সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য রেজা তালুকদার ও তাঁর ভাই বোরহান উদ্দিন তালুকদার। 

অভিযোগ থেকে জানা যায়, কালিয়া কান্দাপাড়া হাট ইজারা নিয়ে ইউনিয়ন বিএনপির দুই পক্ষে দ্বন্দ্ব শুরু হয়। এর জেরে রোববার রাতে বোরহান তালুকদারের নেতৃত্বে লোহার রড, হকিস্টিক, রামদা দিয়ে পিটিয়ে বাবলু মিয়ার দুই হাত ও দুই পায়ের হাড় ভেঙে ফেলা হয়। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে রাতেই ঢাকায় চিকিৎসার জন্য পাঠানো হয়।

হামলার ঘটনার পর সোমবার বিকেলে ইউনিয়ন বিএনপি নেতা রেজা তালুকদার এবং তাঁর ভাই বোরহান উদ্দিন তালুকদারের প্রাথমিক সদস্য পদসহ দলীয় সকল পদ স্থগিত করা হয়েছে। জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক শেখ মো.

এনামুল হক স্বাক্ষরিত চিঠি থেকে এ তথ্য জানা যায়। 

চিঠিতে বলা হয়, রেজা তালুকদার ও তাঁর ভাই বোরহান উদ্দিন তালুকদার সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। এ কারণে তাদের বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পদ স্থগিত করা হয়েছে। তাদের সঙ্গে যোগাযোগ না রাখতে দলের নেতাকর্মীকে নির্দেশ দেওয়া হয়েছে। তাদের কোনো অপকর্মের দায় বিএনপি নেবে না বলেও ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে রেজা তালুকদার ও তাঁর ভাই বোরহান উদ্দিন তালুকদারের মোবাইল ফোনে একাধিকবার কল দেওয়া হলেও তারা সাড়া দেননি।

উৎস: Samakal

কীওয়ার্ড: স র জগঞ জ ব এনপ ব এনপ র

এছাড়াও পড়ুন:

কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩৫ কিলোমিটারজুটে যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার নিমশার থেকে দাউদকান্দি পর্যন্ত প্রায় ৩৫ কিলোমিটারজুড়ে যানজট দেখা দিয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন মহাসড়কে চলাচলকারী যাত্রী ও চালকেরা। নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাভার্ড ভ্যান উল্টে যাওয়ায় আজ বৃহস্পতিবার ভোর থেকে এ যানজট দেখা দেয়। 

হাইওয়ে পুলিশ  জানায়, বৃহস্পতিবার ভোরে মহাসড়কে কুমিল্লার চান্দিনা উপজেলার নূরীতলা এলাকায় একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ফেনী থেকে রেকার এনে কাভার্ড ভ্যানটি উদ্ধারের কাজ শুরু করে পুলিশ। 

সকাল সাড়ে ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত মহাসড়কে যানজট দেখা গেছে। 

ঢাকাগামী রয়েল পরিবহনের চালক রমিজ উদ্দিন বলেন, সকাল সাড়ে ৮টায় ঢাকার উদ্দেশে রওয়ানা করে বুড়িচংয়ের নিমশার বাজারে যানজটে এক ঘণ্টা বসে থাকতে হয়েছে। ৫ মিনিট গাড়ি চললে ২০ মিনিট বসে থাকতে হয়। এভাবে ১০টা ৪০ মিনিটে চান্দিনায় পৌঁছেছি। এ সময়ে ঢাকার কাছাকাছি থাকার কথা ছিল। 

নিমশার বাজারে আটকে থাকা প্রাইভেট কারের যাত্রী তৌহিদুল ইসলাম বলেন, ভোর থেকে যানজট অথচ সড়কে হাইওয়ে পুলিশ দেখছি না। 

ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন বলেন, মহাসড়কের নূরীতলা এলাকায় উল্টে কাভার্ড ভ্যানটি আড়াআড়িভাবে পড়ে ছিল। পরে ঢাকামুখী লেনের বেশ কিছু গাড়ি উল্টো পথে ঢোকায় যানজটের সৃষ্টি হয়েছে। ফেনী থেকে ক্রেন এনে গাড়িটি উদ্ধার করা হয়েছে। যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। 

হাইওয়ে কুমিল্লা রিজিওনের পুলিশ সুপার অতিরিক্ত ডিআইজি মো. খাইরুল আলম সমকালকে বলেন, দুর্ঘটনার কারণেই যানজট দেখা দিয়েছে। দুর্ঘটনা কবলিত কাভার্ড ভ্যানটি উদ্ধার করা হয়েছে। যান চলাচল স্বাভাবিক হচ্ছে।

সম্পর্কিত নিবন্ধ