তরুণ রোনালদোকে ছাড়িয়ে গেলেন বুড়ো রোনালদো
Published: 11th, March 2025 GMT
এবার আক্ষরিক অর্থেই তরুণ ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়িয়ে গেলেন বুড়ো রোনালদো। ফুটবলে বয়স ৩০ পেরিয়ে যাওয়াকে সাধারণত ধরা হয় বুড়ো হিসেবে। এ সময় ধীরে ধীরে খেলোয়াড়দের ক্ষিপ্রতা ও তীব্রতাও কমে আসে এবং ক্যারিয়ারও শেষের দিকে বাঁক নিতে শুরু করে।
কিন্তু খেলোয়াড়টি যদি রোনালদো হন তবে ভিন্ন কথা। বুড়ো রোনালদো যে এবার তরুণ রোনালদোকেও ছাড়িয়ে গেলেন। বয়স ত্রিশ হওয়ার আগে রোনালদো করেছিলেন ৪৬৩ গোল। আর ত্রিশের পর রোনালদোর গোল সংখ্যা এখন ৪৬৪। অর্থাৎ বয়স যতই বাড়ছে রোনালদো যেন আরও ক্ষুরধার হচ্ছেন।
তারুণ্যকে ছাড়িয়ে যাওয়া গোলটি গতকাল রাতে রোনালদো করেছেন এএফসি চ্যাম্পিয়নস লিগে। রোনালদোর গোলের রাতে ইরানি ক্লাব এস্তেগলালের বিপক্ষে আল নাসর জিতেছে ৩-০ গোলে। এর ফলে দুই লেগ মিলিয়ে ৩-০ গোলে জিতে (প্রথম লেগ গোল শূন্য ড্র হয়েছিল) শেষ আটে পৌঁছে গেল আল নাসর। আল নাসরের জয়ে বাকি ২ গোল জন ডুরানের।
আরও পড়ুন৯৯ দোররার ভয়, না নিরাপত্তাশঙ্কা—রোনালদো কেন ইরানে যাননি০৩ মার্চ ২০২৫এই ম্যাচে গোল করার মধ্য দিয়ে এএফসি চ্যাম্পিয়নস লিগে রোনালদোর গোল এখন ৬ ম্যাচে ৭টি। আর সব মিলিয়ে চলতি মৌসুমে রোনালদোর গোল সংখ্যা এখন ৩২ ম্যাচে ২৭টি, সঙ্গে আছে ৪টি অ্যাসিস্টও (গোলে সহায়তা)। পাশাপাশি আল নাসরের হয়ে এখন ১১০ গোলে অবদান রাখলেন রোনালদো, যেখানে ১০২ ম্যাচে তিনি গোল করেছেন ৯১টি।
আল নাসরের দুই জয়ের নায়ক ডুরান ও রোনালদো.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
জুনিয়র এএফসি বাছাইয়ে কঠিন গ্রুপে বাংলাদেশ
এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ ফুটবলের বাছাইপর্বে চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়ার গ্রুপে পড়েছে বাংলাদেশ। ‘এইচ’ গ্রুপে বাংলাদেশের অপর দুই প্রতিপক্ষ লাওস ও তিমুরলেস্তে। সোমবার এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) সদর দপ্তর মালয়েশিয়ার কুয়ালালামপুরে এই ড্র অনুষ্ঠিত হয়েছে।
আগামী বছরের এপ্রিলে থাইল্যান্ডে এএফসি অনূধর্ব-২০ নারী ফুটবলের মূল পর্ব শুরু হবে। স্বাগতিক থাইল্যান্ডসহ মূল পর্বে অংশ নেবে ১২ দল। ৩৩ দল ২ থেকে ১০ আগস্ট পর্যন্ত বাছাই পর্ব খেলবে। তাদের ৮ গ্রুপে ভাগ করা হয়েছে। ওই আট গ্রুপের চ্যাম্পিয়ন ও সেরা তিন রানার্স-আপ মূল পর্বের টিকিট পাবে।
বাংলাদেশের গ্রুপে রয়েছে দক্ষিণ কোরিয়া। যাদের জুনিয়র এএফসি কাপ জয়ের কীর্তি রয়েছে। বাছাইপর্ব পেরিয়ে তারা মূল পর্বে যাওয়ার দাবিদার। বাংলাদেশ যদি দক্ষিণ কোরিয়ার বিপক্ষে নাও পারে লাওস ও তিমুরলেস্তেকে বড় ব্যবধানে হারাতে পারলে রানার্স-আপ হয়ে মূল পর্বে যেতে পারবে।