ঢাকাস্থ ব্রাহ্মণবাড়িয়া সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত
Published: 11th, March 2025 GMT
ঢাকাস্থ ‘ব্রাহ্মণবাড়িয়া সোসাইটি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার রাজধানীর আশকোনা কমিউনিটি সেন্টারে আয়োজিত এ মাহফিলে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এতে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি মো. জসিম উদ্দিন মাস্টার।
অনুষ্ঠানের শুরুতে সংগঠনের প্রয়াত তিন সদস্য বীর মুক্তিযুদ্ধা সুবেদার আব্দুল মতিন (কসবা), আবু কাউছার (কসবা) ও আব্দূস সামাদ (নবীনগর) এর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়েছে। ইফতার মাহফিল পরিচালনা করেন বাইতুস সালাম জামে মসজিদের খতিব মাওলানা মুফতি আনিসুর রহমান নূর সালেহী।
সোসাইটির সভাপতি মো.
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী শাহাব উদ্দিন (সাগর), আব্দুস সালাম ডিলার, জাকিয়া সুলতানা পান্না, শাহে আলম, শাহাদৎ হোসেন মৃধা, কাজী ইকবাল হোসেন, আয়োজক সংগঠনের উপদেষ্টামন্ডলীর সদস্য মোসলেম উদ্দিন, অ্যাডভোকেট শামীম আল মামুন শামীম, সাদেক হোসেন ভুইয়া রিপন ও মনতাজ উদ্দিন, সিনিয়র সহ সভাপতি শামীম চৌধুরী, সহ সভাপতি আশরাফুল ইসলাম শরীফ, কোষাধ্যক্ষ মো. দেলোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক ছিদ্দিকুর রহমান বাবু, ফোরকানুর রহমান রণি, সাংগঠনিক সম্পাদক মো. আলাউদ্দিন, মোমিনুর রহমান আগুন, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলাম, আজিম উদ্দিন প্রমুখ।
উৎস: Samakal
কীওয়ার্ড: ইফত র ব র হ মণব র রহম ন স গঠন র স স ইট অন ষ ঠ সদস য
এছাড়াও পড়ুন:
বিএসএফের গুলিতে নিহত যুবকের লাশ হস্তান্তর
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে নিহত শান্ত (২০) নামে এক বাংলাদেশি যুবকের লাশ হস্তান্তর করেছে বিএসএফ।
শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার জামালপুর সীমান্ত পিলার ১৫২/৭ এস মেইন পিলারের নিকট কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতের নিউ উদয় ক্যাম্পের বিএসএফ সদস্যরা লাশ হস্তান্তর করেন।
শান্ত উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের শিপন আলীর ছেলে।
বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, গত ৫ ডিসেম্বর রাতে শান্ত ১০-১২ জন সহযোগী নিয়ে জামালপুর সীমান্ত দিয়ে ভারতের প্রায় ৫০০ গজ অভ্যন্তরে প্রবেশ করেন। এ সময় ভারতের নিউ উদয় বিএসএফ ক্যাম্পের টহল সদস্যরা গুলি ছুঁড়লে শান্ত গুলিবিদ্ধ হন। পালিয়ে যান সঙ্গে থাকা সদস্যরা। আহতাবস্থায় শান্তকে উদ্ধার করে নিজ ক্যাম্পে নিয়ে যায় বিএসএফ। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ বিষয়ে বিজিবি-বিএসএফের মধ্যে দুই দফা পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পরে শনিবার বিকেলে তার লাশ হস্তান্তর করা হয়।
বিজিবি-৪৭ ব্যাটালিয়নের সহকারী পরিচালক (এডি) মো. জাকিরুল ইসলাম বলেন, ‘‘শনিবার সন্ধ্যায় বিএসএফের পক্ষ থেকে শান্তর লাশ হস্তান্তর করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’’
ঢাকা/কাঞ্চন/রাজীব