বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির সাত দফা দাবি বাস্তবায়ন করা না হলে সারাদেশে আগামী ২৫ মার্চ থেকে টানা ১৫ দিন ইট বিক্রি বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ-সমাবেশ থেকে ওই ঘোষণা দেন বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির সভাপতি ফিরোজ হায়দার খান। এর পরও দাবি না মানলে আগামী বছর থেকে দেশে ইট উৎপাদন বন্ধেরও হুঁশিয়ারি দেন তিনি।
এর আগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলার বিভিন্ন স্থান থেকে ইটভাটার মালিক ও শ্রমিকরা জেলা সদরে সমবেত হন। সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দেন ইট প্রস্তুতকারী মালিক সমিতির নেতারা।
বিক্ষেভ-সমাবেশে আরও বক্তব্য দেন বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির সিনিয়র যুগ্ম মহাসচিব শাহজাহান সরকার, কেন্দ্রীয় কমিটির সদস্য ছানোয়ার হোসেন খান, জেলা ইট প্রস্তুতকারী মালিক সমিতির সাধারণ সম্পাদক ফারুক হোসেন ধলা, মধুপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক খন্দকার মোতালেব হোসেন, কালিহাতী শাখার সভাপতি শহীদ মিয়া, মির্জাপুর শাখার সাধারণ সম্পাদক জাকির হোসেন, সদস্য জুলহাস মিয়া প্রমুখ।
বক্তারা বলেন, প্রায় দুই কেটি মানুষের কর্মসংস্থান হয়েছে। অবিলম্বে ইট প্রস্তুতকে শিল্পের মর্যাদা দিতে হবে। ইটভাটা মালিকদের প্রায় ৮ হাজার কোটি টাকা ব্যাংক ঋণ রয়েছে। ইটভাটা বন্ধ হলে ঋণের টাকা অনাদায় থাকার আশঙ্কা রয়েছে। 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ইট

এছাড়াও পড়ুন:

চকবাজারে প্রিজন ট্রাকের ধাক্কায় ঠেলাগাড়ির শ্রমিক নিহত

রাজধানীর চকবাজারে প্রিজন ট্রাকের ধাক্কায় সোহাগ হাওলাদার (৩০) নামের ঠেলাগাড়ির এক শ্রমিক নিহত হয়েছেন।

আজ রোববার বেলা সোয়া একটার দিকে চকবাজারের নাজিমুদ্দিন রোডে এই দুর্ঘটনা ঘটে।

সহকারী প্রধান কারারক্ষী সাইফুল ইসলাম বলেন, দুপুরে কেরানীগঞ্জ থেকে কারা সদর দপ্তরের দিকে যাচ্ছিল ট্রাকটি। ট্রাকটি চালাচ্ছিলেন মনসুর নামের এক চালক। নাজিমুদ্দিন রোডে পৌঁছালে এই দুর্ঘটনা ঘটে।

সোহাগের সহকর্মীরা বলেন, দুপুরে আগামাছি লেন থেকে তাঁরা চারজন মিলে ঠেলাগাড়িতে ইট বহন করে নাজিমুদ্দিন রোড দিয়ে যাচ্ছিলেন। নাজিমুদ্দিন রোডের বড় মসজিদের সামনে পৌঁছালে দ্রুতগতির একটি প্রিজন ট্রাক ঠেলাগাড়িতে ধাক্কা দেয়। এতে সোহাগ সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে সোহাগকে উদ্ধার করে বেলা দেড়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

সোহাগের সহকর্মী আশরাফুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর এলাকাবাসী ট্রাক ও চালককে আটক করেছেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, সোহাগের মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

নিহত সোহাগের বাড়ি বরিশালের মুলাদী উপজেলায়। বাবার নাম দুলাল হাওলাদার। স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে নিয়ে সোহাগ কেরানীগঞ্জের জিনজিরা এলাকায় থাকতেন।

সম্পর্কিত নিবন্ধ