দাবি না মানলে ১৫ দিন ইট বিক্রি বন্ধের ঘোষণা
Published: 11th, March 2025 GMT
বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির সাত দফা দাবি বাস্তবায়ন করা না হলে সারাদেশে আগামী ২৫ মার্চ থেকে টানা ১৫ দিন ইট বিক্রি বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ-সমাবেশ থেকে ওই ঘোষণা দেন বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির সভাপতি ফিরোজ হায়দার খান। এর পরও দাবি না মানলে আগামী বছর থেকে দেশে ইট উৎপাদন বন্ধেরও হুঁশিয়ারি দেন তিনি।
এর আগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলার বিভিন্ন স্থান থেকে ইটভাটার মালিক ও শ্রমিকরা জেলা সদরে সমবেত হন। সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দেন ইট প্রস্তুতকারী মালিক সমিতির নেতারা।
বিক্ষেভ-সমাবেশে আরও বক্তব্য দেন বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির সিনিয়র যুগ্ম মহাসচিব শাহজাহান সরকার, কেন্দ্রীয় কমিটির সদস্য ছানোয়ার হোসেন খান, জেলা ইট প্রস্তুতকারী মালিক সমিতির সাধারণ সম্পাদক ফারুক হোসেন ধলা, মধুপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক খন্দকার মোতালেব হোসেন, কালিহাতী শাখার সভাপতি শহীদ মিয়া, মির্জাপুর শাখার সাধারণ সম্পাদক জাকির হোসেন, সদস্য জুলহাস মিয়া প্রমুখ।
বক্তারা বলেন, প্রায় দুই কেটি মানুষের কর্মসংস্থান হয়েছে। অবিলম্বে ইট প্রস্তুতকে শিল্পের মর্যাদা দিতে হবে। ইটভাটা মালিকদের প্রায় ৮ হাজার কোটি টাকা ব্যাংক ঋণ রয়েছে। ইটভাটা বন্ধ হলে ঋণের টাকা অনাদায় থাকার আশঙ্কা রয়েছে।
উৎস: Samakal
কীওয়ার্ড: ইট
এছাড়াও পড়ুন:
তিন সাংবাদিকের চাকুরিচ্যুতির ঘটনায় ডিআরইউ’র উদ্বেগ
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য সাংবাদিক রফিকুল বাসার, মুহাম্মদ ফজলে রাব্বি ও মিজানুর রহমানসহ কয়েকজন সংবাদকর্মীর চাকরিচ্যুতির ঘটনায় উদ্বেগ জানিয়েছে ডিআরইউ।
বুধবার (৩০ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল সংবাদকর্মীদের চাকুরিচ্যুতির ঘটনায় এ উদ্বেগ জানান।
উল্লেখ্য, চ্যানেল আই’র সাংবাদিক রফিকুল বাসার, এটিএন বাংলার মুহাম্মদ ফজলে রাব্বি ও দীপ্ত টিভির সাংবাদিক মিজানুর রহমানকে মঙ্গলবার কোনো রকম পূর্ব নোটিশ ছাড়াই চাকরিচ্যুত করে কর্তৃপক্ষ।
ডিআরইউ নেতৃবৃন্দ তিন সাংবাদিককে চাকরিচ্যুতির কারণ ব্যাখ্যা করার দাবি জানিয়েছেন।
এএএম//