নিয়ম না মানার শাস্তি কড়ায়-গন্ডায় পেল দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেট দল ওয়ারিয়র্স। দক্ষিণ আফ্রিকার জাতীয় দলের জন্য যেমন বর্ণ কোটা রয়েছে, দেশটির ঘরোয়া ক্রিকেটেও আছে তেমনই কোটা। সেই কোটার নিয়ম ভঙ্গ করে একাদশ সাজিয়ে বিপদে পড়েছে ওয়ারিয়র্স। দেশটির শীর্ষ ওয়ানডে টুর্নামেন্ট ওয়ান ডে কাপের প্লে-অফে উঠে গিয়েছিল দলটি। কোটার নিয়ম ভাঙায় পয়েন্ট কাটা পড়ায় এখন আর প্লে-অফ খেলতে পারছে না ওয়ারিয়র্স।

ফেব্রুয়ারির ১৬ তারিখে ডলফিনসের বিপক্ষে ম্যাচটিই বিপদে ফেলেছে ওয়ারিয়র্সকে। ১২৬ রানে ডলফিনসকে হারানো দলটি লিগ পর্ব শেষ করেছিল তিনে থেকে। তবে শাস্তি হিসেবে ৫ পয়েন্ট কাটা যাওয়ায় দলটি নেমে গেছে চারে। পয়েন্ট তালিকায় দলটিকে টপকে গেছে টাইটানস। এই টুর্নামেন্টে প্রথম তিনটি দল প্লে-অফ খেলার সুযোগ পায়।

ডলফিনসের বিপক্ষে ম্যাচটিতে মাত্র দুজন কৃষ্ণাঙ্গ আফ্রিকান খেলোয়াড় রাখাতেই শাস্তি পেতে হলো ওয়ারিয়র্সকে। নিয়মানুযায়ী কমপক্ষে তিনজন কৃষ্ণাঙ্গ আফ্রিকান খেলোয়াড় একাদশে রাখা বাধ্যতামূলক। তবে পরিস্থিতির কারণে কোটা পূরণ করতে অপারগ হলে আগেভাগে তা বোর্ডকে জানালে অনুমতি পাওয়া যায়। ওয়ারিয়র্স সেই কাজ না করে বিপদে পড়েছে।

ওয়ারিয়র্সের সর্বনাশে পৌষ মাস পেয়েছে ডলফিনস.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

আজ প্রথম প্রেম দিবস

বেশিরভাগ ক্ষেত্রে প্রথম প্রেম পূর্ণতা পায় না। কিন্তু প্রথম প্রেমের মিষ্টিমধুর সময়টা মনে গেঁথে থাকে। কখনও কবিতায়, কখনও গানে সেই প্রেমের স্মৃতি ফিরে পায় মানুষ। আজ প্রথম প্রেম দিবস। আজ ১৮ সেপ্টেম্বর, প্রথম প্রেম দিবস। ২০১৫ সালে যুক্তরাষ্ট্রে দিবসটি পালন করা হয়।এরপর থেকে প্রতিবছরই উদ্‌যাপিত হচ্ছে দিবসটি।

প্রথম প্রেম মানুষ ভোলে না কেন? 
মানুষ প্রথম প্রেমে পড়ে কৈশোর কিংবা প্রথম তারুণ্যে। এ সময়  শরীরে হ্যাপি হরমোনের প্রভাব থাকে প্রবল। যার ফলে ভালোবাসার মানুষের প্রতি আকর্ষণ থাকে বেশি। 

আরো পড়ুন:

আজ বিশ্ব বাঁশ দিবস

কাজাকিস্তানের যাযাবর জাতির করুণ ইতিহাস 

ভালো লাগার মুহূর্তগুলোত মানুষকে সুখের অনুভূতি দেয়। যাকে ভাবলে এই সুখ অনুভূতি হয়, যে কাছে থাকলে নিজেকে পৃথিবীর সেরা সুখী মানুষ মনে হয়-সেই মানুষটিকে কোনো কারণে হারিয়ে ফেললেও ভোলা যায় না। 

আক্ষরিক অর্থে কেউ কাউকে ভালোবাসা শেখায় না, কিন্তু ভালোবাসার উপলক্ষ্য এনে দেয়। ভালোবাসার অনুভূতিগুলো যাকে প্রথম বলা যায়, তাকে তো ভোলার কথা না!

ন্যাশনাল ডে ক্যালেন্ডার অবলম্বনে

ঢাকা/লিপি

সম্পর্কিত নিবন্ধ