‘টস’, ‘আলসেমি’—লিভারপুল–পিএসজি ম্যাচে পার্থক্য গড়েছে যা কিছু
Published: 12th, March 2025 GMT
গ্যারি নেভিলের ক্যারিয়ার কেটেছে ম্যানচেস্টার ইউনাইটেডে। খেলোয়াড়ি জীবনে তাই স্বাভাবিকভাবেই তাঁর লিভারপুলের মঙ্গল চাওয়ার কথা নয়। খেলা ছাড়ার পর নেভিল ফুটবল পণ্ডিত হওয়ার পর কেউ কেউ ভাবতে পারেন, এখন অন্তত লিভারপুল নিয়ে দু-একটা ভালো কথা বলবেন। কিন্তু ইউনাইটেড যাঁর রক্তে, তিনি তা পারেন কীভাবে! চ্যাম্পিয়নস লিগে লিভারপুল কাল রাতে মাঠে নামার আগে নেভিল স্কাই স্পোর্টস পডকাস্টে বলে রেখেছিলেন, অ্যানফিল্ডের ক্লাবটির এবার ‘ট্রেবল’ জয়ের সম্ভাবনা তিনি দেখেন না।
আরও পড়ুনমেসির ‘ধনুক’ পেয়েছেন ইয়ামাল২ ঘণ্টা আগেলিগ কাপের ফাইনালে উঠেছে লিভারপুল। হাতে ৯ ম্যাচ রেখে দ্বিতীয় দলের সঙ্গে ১৫ পয়েন্ট ব্যবধানে শীর্ষে আছে ইংলিশ প্রিমিয়ার লিগ পয়েন্ট টেবিলেও। কেউ কেউ এখনই অবশ্য লিভারপুলকে লিগজয়ী হিসেবে দেখছেন। ভাবখানা অনেকটাই এমন যে এখন চ্যাম্পিয়নস লিগ জিততে পারলেই ট্রেবল জয়টা হয়ে যায়!
নেভিলের আপত্তিটা ছিল ঠিক এখানেই। শেষ ষোলো পেরিয়ে লিভারপুলকে তিনি কোয়ার্টার ফাইনালে দেখেননি। ঘটলও ঠিক তা–ই। দুই লেগ মিলিয়ে ১-১ গোলে সমতার পর টাইব্রেকারে পিএসজির কাছে হেরে চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় নেওয়ায় ট্রেবল জয়ের স্বপ্ন বিসর্জন দিতে হয়েছে আর্নে স্লটের দলকে। গত বছর মে মাসে স্লট অ্যানফিল্ডে কোচ হয়ে আসার পর এটাই প্রথম বড় বিপর্যয় লিভারপুলের।
লিভারপুল অধিনায়ক ভার্জিল ফন ডাইক.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
এদের কোনো দিন শিক্ষা হবে না
আগের পর্বআরও পড়ুন‘বাংলাদেশের কি সুপারফোরে ওঠার চান্স আছে?’১৭ সেপ্টেম্বর ২০২৫