‘টস’, ‘আলসেমি’—লিভারপুল–পিএসজি ম্যাচে পার্থক্য গড়েছে যা কিছু
Published: 12th, March 2025 GMT
গ্যারি নেভিলের ক্যারিয়ার কেটেছে ম্যানচেস্টার ইউনাইটেডে। খেলোয়াড়ি জীবনে তাই স্বাভাবিকভাবেই তাঁর লিভারপুলের মঙ্গল চাওয়ার কথা নয়। খেলা ছাড়ার পর নেভিল ফুটবল পণ্ডিত হওয়ার পর কেউ কেউ ভাবতে পারেন, এখন অন্তত লিভারপুল নিয়ে দু-একটা ভালো কথা বলবেন। কিন্তু ইউনাইটেড যাঁর রক্তে, তিনি তা পারেন কীভাবে! চ্যাম্পিয়নস লিগে লিভারপুল কাল রাতে মাঠে নামার আগে নেভিল স্কাই স্পোর্টস পডকাস্টে বলে রেখেছিলেন, অ্যানফিল্ডের ক্লাবটির এবার ‘ট্রেবল’ জয়ের সম্ভাবনা তিনি দেখেন না।
আরও পড়ুনমেসির ‘ধনুক’ পেয়েছেন ইয়ামাল২ ঘণ্টা আগেলিগ কাপের ফাইনালে উঠেছে লিভারপুল। হাতে ৯ ম্যাচ রেখে দ্বিতীয় দলের সঙ্গে ১৫ পয়েন্ট ব্যবধানে শীর্ষে আছে ইংলিশ প্রিমিয়ার লিগ পয়েন্ট টেবিলেও। কেউ কেউ এখনই অবশ্য লিভারপুলকে লিগজয়ী হিসেবে দেখছেন। ভাবখানা অনেকটাই এমন যে এখন চ্যাম্পিয়নস লিগ জিততে পারলেই ট্রেবল জয়টা হয়ে যায়!
নেভিলের আপত্তিটা ছিল ঠিক এখানেই। শেষ ষোলো পেরিয়ে লিভারপুলকে তিনি কোয়ার্টার ফাইনালে দেখেননি। ঘটলও ঠিক তা–ই। দুই লেগ মিলিয়ে ১-১ গোলে সমতার পর টাইব্রেকারে পিএসজির কাছে হেরে চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় নেওয়ায় ট্রেবল জয়ের স্বপ্ন বিসর্জন দিতে হয়েছে আর্নে স্লটের দলকে। গত বছর মে মাসে স্লট অ্যানফিল্ডে কোচ হয়ে আসার পর এটাই প্রথম বড় বিপর্যয় লিভারপুলের।
লিভারপুল অধিনায়ক ভার্জিল ফন ডাইক.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
মুক্তিযুদ্ধের চেতনা রক্ষার শপথ ন্যাপ-কমিউনিস্ট পার্টি-ছাত্র ইউনিয়নের গেরিলা যোদ্ধাদের
বিজয়ের মাস ঢাকায় এক হলেন একাত্তরে ন্যাপ-কমিউনিস্ট পার্টি-ছাত্র ইউনিয়নের যৌথ গেরিলা বাহিনীর যোদ্ধারা; তাঁরা শপথ নিলেন মুক্তিযুদ্ধের চেতনা রক্ষার।
আজ শনিবার ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে গেরিলা যোদ্ধাদের এই মিলনমেলায় এই বাহিনীর জীবিত সদস্যদের পাশাপাশি শহীদ পরিবারের সদস্যরা অংশ নেন। দিনভর এই আয়োজন করে ন্যাপ-কমিউনিস্ট পার্টি-ছাত্র ইউনিয়ন বিশেষ গেরিলা বাহিনী সমন্বয় কমিটি।
একাত্তরে মুক্তিযুদ্ধে আলাদা গেরিলা বাহিনী গঠন করে অংশ নিয়েছিলেন ন্যাপ-কমিউনিস্ট পার্টি-ছাত্র ইউনিয়নের সদস্যরা। কয়েক হাজার গেরিলা যোদ্ধার এই বাহিনীর নেতৃত্বে ছিলেন কমিউনিস্ট পার্টির তৎকালীন সাধারণ সম্পাদক মোহাম্মদ ফরহাদ। কুমিল্লার চৌদ্দগ্রামের বেতিয়ারার যুদ্ধে এই বাহিনীর সদস্যদের আত্মদান মুক্তিযুদ্ধের ইতিহাসে আলোচিত ঘটনা।
স্বাধীনতার পর এই গেরিলা বাহিনীর সদস্যরা মোহাম্মদ ফরহাদের নেতৃত্বে অস্ত্র সমর্পণ করেছিলেন। দেড় যুগ আগে আওয়ামী লীগ সরকার গঠনের পর মুক্তিযোদ্ধাদের যে তালিকা করেছিল, তাতে এই বাহিনীর সদস্যদের রাখা হয়নি। পরে উচ্চ আদালতের নির্দেশে ন্যাপ-কমিউনিস্ট পার্টি-ছাত্র ইউনিয়নের গেরিলা বাহিনীর সদস্যদের মুক্তিযোদ্ধার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়।
শহীদ মিনারে মিলনমেলার ঘোষণাপত্র পাঠ করেন কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। তিনি এই গেরিলা বাহিনীর সদস্য ছিলেন, স্বাধীনতার পর অনুষ্ঠিত প্রথম ডাকসু নির্বাচনে ভিপি হয়েছিলেন তিনি।
ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে আজ শনিবার একাত্তরে ন্যাপ-কমিউনিস্ট পার্টি-ছাত্র ইউনিয়নের যৌথ গেরিলা বাহিনীর মিলনমেলায় সিপিবির সাবেক সভাপতি, বীর মুক্তিযোদ্ধা মুজাহিদুল ইসলাম সেলিম