বাংলাদেশের একটি ছবিতে নায়িকা হিসেবে থাকছেন পাকিস্তানের মডেল ও অভিনেত্রী জারা আহমেদ। ‘ফোর্স’ নামের একটি  সিনেমায় সম্প্রতি জারা চুক্তিবদ্ধ হয়েছেন বলে জানিয়েছেন ছবিটির পরিচালক আসিফ ইকবাল জুয়েল। তিনি জানান, জারা আহমেদের সঙ্গে আমাদের চুক্তি সম্পাদন হয়েছে। এ সিনেমায় পাকিস্তানের এই মডেলকে পুলিশের চরিত্রে দেখা যাবে। এক নারীর প্রতিশোধের গল্প ঘিরে এই সিনেমা।

 সিনেমায় পাকিস্তানের মডেলকে নেওয়ার কারণ জানতে চাইলে এ তরুণ নির্মাতা জানান  ‘পুলিশ চরিত্রের জন্য আমরা অনেক দিন ধরে নারী অভিনয়শিল্পী খুঁজছিলাম। আমাদের চাওয়া ছিল, নিয়মিত জিম করেন, এমন একজন অভিনয়শিল্পী, যিনি মারপিট করতে পারবেন, যাঁকে দেখতে পরিশ্রমী মনে হবে, মুখটা হতে হবে লম্বাটে, চোয়াল কিছুটা ভাঙা—মোটকথা, যে মেয়েটাকে অ্যাকশনে মানায়। অনেক খোঁজার পর আমরা পাকিস্তানের মডেলকে পছন্দ করেছি।’

কীভাবে খোঁজ পেলেন এই মডেলের, এ প্রসঙ্গে পরিচালক জানান, সিরিয়ালে জারার অভিনয় দেখে পছন্দ হয় তাঁর। পরে তিনি ‘ফোর্স’ সিনেমার ৩০ সেকেন্ডের একটি লুক এই মডেলের সঙ্গে ভাগাভাগি করেন। নির্মাতার ভাষ্যে, ‘আমাদের অ্যাকশন লুক দেখেই পাকিস্তানের মডেল অবাক হয়ে যান। পরে তাঁকে সিনেমার চিত্রনাট্যসহ পুরো পরিকল্পনা পাঠাই। তিনি দেখে পছন্দ করেছেন। ব্যাটে–বলে মিলে যাওয়ায় আমরা কাজটি করছি।’

আসিফ জানান, বর্তমানে সিনেমাটির প্রি–প্রোডাকশনের কাজ চলছে। আগামী ১০ এপ্রিল এফডিসিতে শুটিং শুরু করবেন। এফডিসি ছাড়াও কেরানীগঞ্জ, গাজীপুরে শুটিং করবেন এই তরুণ নায়িকা। প্রায় দুই সপ্তাহ 

পরিচালক আসিফ এর আগে ‘চোখ’ সিনেমা নির্মাণ করেছিলেন। এদিকে পাকিস্তানি এই মডেল ‘ছু লে আসমান’ নামে একটি সিনেমায় নাম লিখিয়েছেন। মডেলিংয়ে বেশি দেখা গেলেও এর আগে ‘হাম কাহা কে সোচে থে’, ‘খুদসার’সহ একাধিক টিভি সিরিজে তিনি পরিচিতি পেয়েছেন। ‘ফোর্স’ সিনেমায় জারার নায়ক হিসেবে থাকছেন বাংলাদেশের ম্যাক দিদার।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: অভ ন ত র

এছাড়াও পড়ুন:

গণঅভ্যুত্থান বৃথা হতে দেওয়া যাবে না: গিয়াস উদ্দিন

নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি ও জেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ গিয়াস উদ্দিন বলেছেন, ‘ছাত্র-জনতার অভ্যুত্থান কোনোভাবেই বৃথা যেতে দেওয়া যাবে না। শেখ হাসিনা এ দেশকে ধ্বংস করে দিয়েছে। অনেক ত্যাগ লড়াই করে ফ্যাসিবাদী বিদায় করে আজ আমরা মানুষের পাশে দাঁড়াতে সক্ষম হয়েছি।’

বৃহস্পতিবার সিদ্ধিরগঞ্জের উত্তর আজিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ঈদ উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন গিয়াস উদ্দিন। ইকরা ইসলামী পাঠাগার ও সমাজকল্যাণ সংস্থার উদ্যাগে আর্থিক অসচ্ছল ও পাঁচ শাতাধিক দরিদ্র পরিবারের মধ্যে এসব বিতরণ করা হয়।

ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়ে বিএনপির এ নেতা বলেন, সমাজে যারা অসহায় বিপদগ্রস্ত রয়েছে, তাদের খুঁজে খুঁজে বের করতে হবে। তাদের পাশে গিয়ে সাহায্য সহযোগিতা করারও আহ্বান জানান তিনি।

সংস্থার সভাপতি নাছির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সিদ্দিকীয়া ইসলামিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা হোসাইন আহমদ, মাহাদ আব্দুল লতিফ, মো. ফয়সাল নেওয়াজ রানা, উত্তর আজিবপুর আউলাবন বাইতুল মামুর জামে মসজিদের সভাপতি ও থানা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আবুল হোসেন আবুল, জেলা তরুণ দলের সভাপতি টিএইচ তোফা প্রমুখ।

সম্পর্কিত নিবন্ধ