শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে ভারত এখনো ইতিবাচক সাড়া দেয়নি : পররাষ্ট্র উপদেষ্টা
Published: 5th, December 2025 GMT
জুলাই গণ–অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে পাঠানোর বিষয়ে দেশটির সরকার এখনো ইতিবাচক সাড়া দেয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে রংপুর সার্কিট হাউসে তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই তথ্য জানান।
তৌহিদ হোসেন বলেন, ‘শেখ হাসিনার ব্যাপারে বিষয়টা হচ্ছে, আমরা চেয়েছি তাঁকে ফেরত পাঠানোর জন্য। যেহেতু উনি সাজাপ্রাপ্ত, সর্বোচ্চ বিচারিক সংস্থা তাঁকে একটি শাস্তি দিয়েছে। কিন্তু আমরা ইতিবাচক সাড়া এখনো পাইনি।’ বিষয়টি সময়সাপেক্ষ উল্লেখ করে তিনি আরও বলেন, ‘এটা নিয়ে আমার মনে হয় অনুমান না করাই ভালো। দেখা যাক, কী হয়। এ ধরনের ঘটনায় ঝট করে এক দিনে, সাত দিনে কোনো পরিবর্তন ঘটে না। আমরা অপেক্ষা করব, ভারতীয় কর্তৃপক্ষ থেকে দেখি কী প্রতিক্রিয়া পাওয়া যায়।’
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া প্রসঙ্গেও কথা বলেন পরারাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, ‘বেগম জিয়াকে আজকে লন্ডনে নেওয়া হচ্ছে না। একটু টেকনিক্যাল সমস্যা দেখা দিয়েছে এয়ারক্রাফট নিয়ে। সে ক্ষেত্রে এক-আধদিন দেরি হতে পারে।’ তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে তিনি বলেন, এ বিষয়ে তাঁর কাছে কোনো তথ্য নেই। ওনার (তারেক) স্ত্রী সম্ভবত আসছেন বা পৌঁছে গেছেন হয়তো।’
অন্তর্বর্তী সরকার ফেব্রুয়ারিতে নির্বাচন দেবে উল্লেখ করে তৌহিদ হোসেন বলেন, ‘আমাদের সময় খুব সীমিত। আমরা আশা করছি, সঠিকভাবে নির্বাচন হয়ে যাবে ফেব্রুয়ারিতে এবং নির্বাচিত প্রতিনিধিদের হাতে দেশের ভার দিয়ে আমরা সরে যাব। গত এক-দেড় বছরের মধ্যে আমরা চেষ্টা করছি, একটা পথনির্দেশ তৈরি করার, যেটা সহায়তা করবে আমাদের পরে যাঁরা আসবেন তাঁদের। সেই লক্ষ্যে আমরা এগোচ্ছি।’
সংস্কার কার্যক্রম নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘অনেকে আশা করেছিলেন, আমরা সব সংস্কার করে দিয়ে যাব। সেটা আসলে সম্ভব না, অনেক দীর্ঘ সময় প্রয়োজন হয়। আমরা শুরুটা করে দিয়ে যাব। বাকিটা যেটা জনগণের উপকারে আসবে বা জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটাবে যে পরিবর্তন, সেটা যাঁরাই ক্ষমতায় আসবে পরবর্তীতে তাঁরা সেটা থেকে সরে আসবেন না। এটা আমাদের প্রত্যাশা।’
চার দিনের সফরে তৌহিদ হোসেন গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় রংপুর সাকির্ট হাউসে আসেন। এ সফরে তিনি রংপুর ও নীলফামারীর বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেবেন।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: র ষ ট র উপদ ষ ট
এছাড়াও পড়ুন:
কুষ্টিয়ায় শিক্ষকদের কর্মবিরতি, পরীক্ষা নিলেন অভিভাবকেরা
তিন দফা দাবিতে শিক্ষকদের কর্মবিরতি ও বার্ষিক পরীক্ষা বর্জনের কারণে প্রাথমিক বিদ্যালয়ে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। শিক্ষকদের ডাকা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিতে ক্ষুব্ধ অভিভাবকরা বাধ্য হয়ে নিজেরাই শিক্ষার্থীদের পরীক্ষা নিয়েছেন।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে কুষ্টিয়া শহরতলীর ১৮নং লাহিনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঘটে এ ঘটনা। এ দিন নির্ধারিত সময়ে শিক্ষকরা পরীক্ষা না-নেওয়ায় উত্তেজিত হয়ে ওঠেন অভিভাবকরা। তারা শ্রেণিকক্ষে প্রবেশ করে নিজ উদ্যোগে পরীক্ষার আয়োজন করেন। খাতা সংগ্রহ, খাতা বিতরণ, শৃঙ্খলা রক্ষা, সব কিছুই সামলান তারা।
অভিভাবকদের অভিযোগ, শিক্ষকদের দাবি থাকতেই পারে, তবে পরীক্ষার সময় কর্মবিরতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা বলেন, সন্তানদের সারা বছরের পরিশ্রমের মূল্যায়ন এই পরীক্ষা। আন্দোলনের কারণে সেটা নষ্ট হতে দিতে পারি না। এ কারণে বাধ্য হয়ে নিজেরাই পরীক্ষার দায়িত্ব নিয়েছি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কুষ্টিয়া জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মাসুদুল করিম বলেন, ‘‘অভিভাবকদের তীব্র চাপ এবং উপজেলা শিক্ষা অফিসারের নির্দেশনার মুখে পরীক্ষা নিতে হয়েছে। পরীক্ষায় অভিভাবকরাই সহযোগিতা করছেন।’’
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মফিজুল ইসলাম বলেন, ‘‘অভিভাবকদের সহযোগিতায় আজকে লাহিনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের পরীক্ষা নিয়েছেন প্রধান শিক্ষক। কারণ সহকারী শিক্ষকরা কর্মবিরতিতে। অভিভাবকদের সহযোগিতা ছাড়া পরীক্ষা নেওয়া সম্ভব নয়। জেলায় ৮০৫টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। তার মধ্যে ৭৭টি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকরা পরীক্ষা নিচ্ছেন না। যেসব শিক্ষক আন্দোলনের জন্য পরীক্ষা নিচ্ছেন না তাদের তালিকা করা হচ্ছে।’’
আন্দোলনরত শিক্ষকরা জানান, ১১তম গ্রেডসহ তিন দফা দাবি বাস্তবায়নে ‘দৃশ্যমান অগ্রগতি’ না হওয়া পর্যন্ত তাদের কমপ্লিট শাটডাউন ও সর্বাত্মক কর্মবিরতি কর্মসূচি অব্যাহত থাকবে। দ্রুত দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা।
ঢাকা/কাঞ্চন//