গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় টেন্ডার ছাড়াই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি টিনশেড ঘর বিক্রির অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে। শিক্ষা বিভাগ বলছে, তদন্ত করে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়রা জানান, উপজেলার ১৮নং জহরের কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাদাৎ হোসেন হাওলাদার সম্প্রতি তার নিজ এলাকার এক ভাঙ্গারি ব্যবসায়ীর কাছে বিদ্যালয়টির একটি টিনশেড ঘর বিক্রি করে দেন। টাকা আত্মসাৎ করতেই তিনি এমনটি করছেন বলে ধারণা তাদের। 

আরো পড়ুন:

লক্ষ্মীপুরে আন্দোলনকারী ৭ শিক্ষককে শোকজ 

পরীক্ষা নিতে বাধা, শিক্ষকের মাথা ফাটালেন যুবদল নেতা 

এলাকার সমাজসেবক অশোক বিশ্বাস বলেন, “কোনো নিয়ম-কানুন ছাড়াই প্রধান শিক্ষক শাহাদাৎ হোসেন হাওলাদার বিদ্যালয়ের টিনশেড ঘরটি বিক্রি করে দিয়েছেন। আমরা এলাকাবাসী চেয়েছিলাম, ঘরটি কিনে বিদ্যালয়ের পাশে থাকা মন্দিরের কাজে লাগাব। প্রধান শিক্ষক টাকা আত্মসাৎ করার জন্য আমাদের কাছে বিক্রি না করে তার নিজ এলাকার ভাঙ্গারি ব্যবসায়ীর কাছে ঘরটি বিক্রি করেছেন।”

বিদ্যালয়টির অফিস সহকারী সমর অধিকারী বলেন, “শুনেছি, প্রধান শিক্ষক উপজেলা থেকে টেন্ডার বিজ্ঞপ্তি দিয়েই টিনশেড ঘরটি বিক্রি করেছেন। বিক্রির টাকা প্রধান শিক্ষকের কাছেই রয়েছে।” কত টাকায় ঘরটি বিক্রি হয়েছে তা তিনি বলেননি।

জহরের কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক শাহাদাৎ হোসেন হাওলাদার বলেন, “বিদ্যালয়ের টিনশেড ঘরটি অকেজো হওয়ায় উপজেলা শিক্ষা অফিস ও এলাকাবাসীকে জানিয়ে ১০ হাজার টাকায় এক ভাঙ্গারি ব্যবসায়ীর কাছে বিক্রি করে দিয়েছি। এই ঘর বিক্রির টাকায় বিদ্যালয়ের উন্নয়নে কাজ করব।”

কোটালীপাড়া উপজেলা শিক্ষা অফিসার শেখর রঞ্জন ভক্ত বলেন, “জহরের কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একটি টিনশেড ঘর বিক্রি করবেন বলে আমাকে জানিয়েছিলেন। আমি তাকে বিক্রি করতে বলিনি। তিনি যদি টিনশেড ঘরটি বিক্রি করে থাকেন তাহলে তার বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”

ঢাকা/বাদল/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর অভ য গ উপজ ল ব যবস সরক র

এছাড়াও পড়ুন:

হাটহাজারীতে ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ১

চট্টগ্রামের হাটহাজারীতে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখী সংঘর্ষে মো. কাওসার (২৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি মাইক্রোবাসের চালক বলে জানা গেছে। 

শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে হাটহাজারী উপজেলার নয়াহাট এলাকায় চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

আরো পড়ুন:

কুমিল্লায় ট্রলি উল্টে খালে, গোসলরত ৩ নারীর মৃত্যু

কিশোরগঞ্জে গাড়িচাপায় মাদরাসা শিক্ষকের মৃত্যু

নাজিরহাট হাইওয়ে থানার উপ-পরিদর্শক মো. শাহেদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, শুক্রবার সকালে ফটিকছড়ি থেকে চট্টগ্রাম বিমানবন্দর অভিমুখী মাইক্রোবাসটি নয়াহাট ফরহাদাবাদ স্কুল অতিক্রম করার সময় বিপরীতমুখী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের চালক কাওসার ঘটনাস্থলেই নিহত হন। আহত হন মাইক্রোবাসের ৫ যাত্রী।

মো. শাহেদ আরো জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো জব্দ করা হয়েছে। আহত ব্যক্তিদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

ঢাকা/রেজাউল/রফিক

সম্পর্কিত নিবন্ধ