চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম নগরের খুলশী এলাকার একটি ফ্ল্যাটে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার হয়। এ সময় তাঁর পাশ থেকে একটি চিরকুট উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পরিবার।

নিহত শিক্ষার্থীর নাম ওমর ফারুক ওরফে সুমন (২৪)। তিনি বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তাঁর বাড়ি নোয়াখালীর সুবর্ণচর উপজেলায়। তিনি খুলশী এলাকায় একটি ফ্ল্যাটে বড় ভাইসহ মামার বাসায় থাকতেন।

সুমনের সহপাঠী ও পরিবার সূত্রে জানা গেছে, দুই দিন আগে মামার পুরো পরিবার তুরস্কে বেড়াতে যাওয়ায় বাসায় কেবল ফারুক ও তাঁর ভাই ছিলেন। গতকাল সকাল আটটার দিকে তাঁর বড় ভাই কাজের উদ্দেশ্যে বাসা থেকে বের হন। সারা দিন ফারুক বাসায় একাই ছিলেন। বিকেলে তাঁর মা তাঁকে মুঠোফোনে কল করেন। তবে সাড়া পাননি। একপর্যায়ে তাঁর বড় ভাইকে মা বিষয়টি জানান। এরপর বাসার দারোয়ানের মুঠোফোনে কল করে ফারুকের খোঁজ নেন তাঁর ভাই। দারোয়ান ফ্ল্যাটে এসে কলিং বেল বাজিয়েও সাড়া পাননি। পরে ফারুকের বড় ভাই এসে দরজা খুলে ঝুলন্ত লাশ দেখতে পান।

লাশ উদ্ধারের সময় ফারুকের পাশে একটি হাতে লেখা চিরকুটও পাওয়া গেছে। পরিবার ও সহপাঠীদের দাবি, চিরকুটের লেখা ফারুকের। এতে কারও প্রতি কোনো অভিযোগ না থাকার বিষয়টি লেখা ছিল।

জানতে চাইলে নগরের খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুর আলম প্রথম আলোকে বলেন, ‘লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পরে লাশ হস্তান্তর করা হবে। বিষয়টি আমরা তদন্ত করছি।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হোসেন শহীদ সরওয়ার্দী বলেন, খবর শুনে শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল নগরে গেছে। সবার ধারণা, এটি আত্মহত্যা। পুলিশ বিষয়টি যাচাই করে দেখছে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব শ বব দ য ল শ উদ ধ র চ রক ট বড় ভ ই পর ব র ব ষয়ট

এছাড়াও পড়ুন:

ওয়াশিংটনে জমকালো আয়োজনে থাকছেন ট্রাম্পসহ মার্কিন ক্রীড়া তারকারা

ফুটবলপ্রেমীদের অপেক্ষার অবসান ঘটিয়ে আজ শুক্রবার (০৫ ডিসেম্বর) নির্ধারিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপে কোন দল কার মুখোমুখি হবে। ওয়াশিংটন ডিসির জন এফ. কেনেডি সেন্টারে আয়োজিত এই ড্র অনুষ্ঠানকে ঘিরে ইতোমধ্যেই জমেছে বর্ণিল উৎসব। স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহর ঘুরে ‘গোল্ডেন ট্রফি’ এসে থেমেছে রাজধানীতে। যেখানে আজ বাংলাদেশের সময় রাত ১১টায় শুরু হবে আনুষ্ঠানিক ড্র।

এবারের ড্রয়ের মঞ্চে বিশেষ আকর্ষণ সাবেক ইংলিশ অধিনায়ক ও ম্যানচেস্টার ইউনাইটেড কিংবদন্তি রিও ফার্ডিনান্ড। ইতিহাসঘেরা এই দায়িত্ব হাতে পেয়ে তিনি রীতিমতো উচ্ছ্বসিত। তার সঙ্গে কো-হোস্ট হিসেবে থাকছেন পুরস্কারপ্রাপ্ত ব্রিটিশ–জ্যামাইকান সাংবাদিক ও বিশ্বব্যাপী পরিচিত ব্রডকাস্টার সামান্থা জনসন। যিনি জাতিসংঘসহ বহু আন্তর্জাতিক আয়োজনে উপস্থাপনা করে প্রশংসা কুড়িয়েছেন।

যদিও কোনো টেলিভিশন চ্যানেল ড্র অনুষ্ঠানটি সরাসরি দেখাবে না, দর্শকদের হতাশ হতে হচ্ছে না। ফিফা নিশ্চিত করেছে- ফিফা+ প্ল্যাটফর্ম ও ফিফা ইউটিউব চ্যানেল থেকে বিনামূল্যে উপভোগ করা যাবে পুরো আয়োজন।

৩২ বছর পর আবারো বিশ্বকাপ ফুটবলের ঘরে ফিরছে যুক্তরাষ্ট্রে। তাই ফুটবলের পাশাপাশি দেশটির অন্যান্য জনপ্রিয় খেলাকে এক মঞ্চে আনতে চায় আয়োজকেরা। এ কারণেই ড্র অনুষ্ঠানে উপস্থিত থাকছেন মার্কিন ক্রীড়া অঙ্গনের বেশ কিছু সুপারস্টার- এনএফএল লিজেন্ড টম ব্র্যাডি, এনবিএ গ্রেট শাকিল ও’নিল, আইস হকির কিংবদন্তি ওয়েইন গ্রেটজকি, এবং বেসবল তারকা অ্যারন জাজ।

এতসব চোখধাঁধানো তারকার সঙ্গে যোগ দিচ্ছেন আরেক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পারফরম্যান্স, আলো–আতশবাজি এবং বিশ্বকাপকে ঘিরে রোমাঞ্চকর পরিবেশে আজ রাতেই ফুটবলভক্তরা পেয়ে যাবেন ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ এর পূর্ণাঙ্গ ম্যাচআপ।

সম্পর্কিত নিবন্ধ