ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) গত নভেম্বর মাসে নগরজুড়ে মোট ২ লক্ষ ৪৭ হাজার অবৈধ ব্যানার- ফেস্টুন ও পোস্টার অপসারণ করেছে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) নগরভবনে ‘ব্যানার-ফেস্টুন অপসারণ কার্যক্রম’ বিষয়ক বিভাগীয় পর্যালচনা সভা শেষে ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ এ তথ্য জানান।

সভায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১০টি অঞ্চলের ৫২টি ওয়ার্ডে পরিচালিত ব্যানার-ফেস্টুন, পোস্টার অপসারণ কার্যক্রমের বিস্তারিত পরিসংখ্যান উপস্থাপন করা হয়। 

এসময় ডিএনসিসি প্রশাসক বলেন, “আমরা গত এক মাসে শুধু প্রধান সড়ক, রাজপথ এবং গুরুত্বপূর্ণ এলাকাগুলো থেকে এ বিপুল সংখ্যক ব্যানার-ফেস্টুন ও পোস্টার অপসারণ করেছি। বিভিন্ন অলিগলিতে ব্যানার ফেস্টুনের পরিমাণ আরো বেশি।”

ডিএনসিসি প্রশাসক আরো বলেন, “অপসারণ করা ব্যানার ফেস্টুনের ২৮ শতাংশ রাজনৈতিক, ২১ শতাংশ বানিজ্যিক প্রতিষ্ঠানের এবং ১৭ শতাংশ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের।”

ডিএনসিসি প্রশাসক দূষণকারীদের উদ্দেশ্যে বলেন, “পরিবর্তনের অংশীদার হিসেবে আমরা আশা করি কেউ আর এভাবে শহর নোংরা করবেন না। এ ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করে কোনো ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব নয়। নগরবাসীর কেউই এমন ভিজ্যুয়াল দূষণকে ভালোভাবে নিচ্ছেন না।”

একটি পরিচ্ছন্ন, সুশৃঙ্খল ও নান্দনিক ঢাকা গড়তে রাজনৈতিক নেতৃবৃন্দ ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর প্রতি অনুরোধ জানিয়ে প্রশাসক বলেন, আপনারা এ ধরনের অবৈধ প্রচারণা থেকে বিরত থাকবেন এবং আপনাদের অনুসারী বা সংশ্লিষ্টদেরও নসিহত করবেন।

প্রতিবেদন অনুযায়ী, অঞ্চল-৩ এ সর্বাধিক ৬৫ হাজার ১৫০টি ব্যানার ও ফেস্টুন অপসারণ করা হয়েছে। এছাড়া অঞ্চল-৫ থেকে প্রায় ৪৭ হাজার, অঞ্চল-২ থেকে ৩৭ হাজার, অঞ্চল-৭ থেকে ৩৩ হাজার ব্যানার ও ফেস্টুন উচ্ছেদ করা হয়েছে।
ডিএনসিসির আওতাধীন ১০টি অঞ্চলের ৫২টি ওয়ার্ডে মাসব্যাপী এ অভিযান পরিচালিত হয়। নগর পরিচ্ছন্নতার এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

ঢাকা/এএএম/এস

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ড এনস স

এছাড়াও পড়ুন:

খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ

খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রাজস্ব খাতের আওতায় ৩য় ও ৫ম গ্রেডের তিনটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আবেদনের শেষ সময় ৩১ ডিসেম্বর ২০২৫।

পদের নাম ও বিবরণ—

১. পরীক্ষা নিয়ন্ত্রক

বিভাগ/দপ্তর: পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তর

পদসংখ্যা: ০১টি

বেতন স্কেল ও গ্রেড: ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা (গ্রেড–৩)

বয়সসীমা: সর্বোচ্চ ৫০ বছর

২. পরিচালক

বিভাগ/দপ্তর: পরিকল্পনা ও উন্নয়ন দপ্তর

পদসংখ্যা: ০১টি

বেতন স্কেল ও গ্রেড: ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা (গ্রেড-৩)

বয়সসীমা: সর্বোচ্চ ৫০ বছর

৩. উপপরিচালক

বিভাগ/দপ্তর: পরিকল্পনা ও উন্নয়ন দপ্তর

পদসংখ্যা: ০১টি

বেতন স্কেল ও গ্রেড: ৪৩,০০০- ৬৯,৮৫০ টাকা (গ্রেড-৫)

বয়সসীমা: সর্বোচ্চ ৪৫ বছর

আরও পড়ুন৫০তম বিসিএসে প্রিলির নম্বরে এল পরিবর্তন, কমেছে ৩ বিষয়ে, বৃদ্ধি ৩টির০১ ডিসেম্বর ২০২৫আবেদনের নিয়ম

আবেদনপত্র বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস চলাকালীন হাতে হাতে অথবা ডাকযোগে পাঠাতে হবে। আবেদন ফরম বিশ্ববিদ্যালয়ের অফিস অথবা ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে।

আরও পড়ুনসরকারি আবাসন পরিদপ্তরে নিয়োগ, পদ ৮১০৪ ডিসেম্বর ২০২৫আবেদন ফি

৬০০ টাকা (বিশ্ববিদ্যালয়ের হিসাব শাখায় নগদ জমা দিয়ে জমা রশিদ অথবা জনতা ব্যাংকের যেকোনো শাখায় জমা দিতে হবে)।

আবেদনের শেষ তারিখ

৩১ ডিসেম্বর ২০২৫

আরও পড়ুনচাকরির প্রস্তুতি: কপ৩০ সম্মেলন–বিষয়ক সাধারণ জ্ঞান০৪ ডিসেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ