জাবির ৪৫তম ব্যাচের রাজা–রানী নির্বাচন শুক্রবার
Published: 20th, November 2025 GMT
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ৪৫তম ব্যাচের শিক্ষা সমাপনী উৎসব উপলক্ষে রাজা–রানী নির্বাচন শুক্রবার (২১ নভেম্বর) অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয়ের ট্রান্সপোর্ট সংলগ্ন র্যাগজোন ভবনে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। একইদিন রাত আনুমানিক ১০টার দিকে ফলাফল ঘোষণা করা হবে।
আরো পড়ুন:
নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় ছাত্রী নিহত, ট্রাক ভাঙচুর
প্রাণীসম্পদ অধিদপ্তরের নিয়োগ বিধি সংশোধনের দাবিতে বিক্ষোভে শিক্ষার্থীরা
বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর সংলগ্ন র্যাগজোন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনার এবং উৎসবের আয়োজকরা এ তথ্য জানান।
এ সময় প্রধান নির্বাচন কমিশনার হাসান নাঈম বলেন, “ভোটগ্রহণ সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে আয়োজনের জন্য সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। যারা দেশের বাইরে থাকবেন, তারা নির্ধারিত নিয়ম মেনে অনলাইনের মাধ্যমে ভোট দিতে পারবেন।”
তিনি বলেন, “জুলাই হামলার ঘটনায় যাদের সংশ্লিষ্টতা পাওয়া গেছে, তারা এই নির্বাচনে ভোটাধিকার থেকে বঞ্চিত থাকবেন। এখন পর্যন্ত অন্তত ৬৫০ জন ভোটার রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন। তবে এখনো রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলমান রয়েছে।”
এ বছর রাজা পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন, মার্কেটিং বিভাগের শিক্ষার্থী ইমরান হোসাইন আবির এবং নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী আকাশ সরকার।
এছাড়া রানী পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন, ফার্মেসি বিভাগের শিক্ষার্থী নুসরাত জাহান (মনিয়া) ও চারুকলা বিভাগের শিক্ষার্থী মালিহা ফাইরুজ ফাহিন।
আয়োজকরা আশা করছেন, শিক্ষা সমাপনী উৎসবের এই রাজা–রানী নির্বাচন ব্যাচের শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও ঐক্যের বন্ধনকে আরো সুদৃঢ় করবে।
সংবাদ সম্মেলনে র্যাগ ৪৫ এর আহ্বায়ক নুরসহ নির্বাচনের অন্যান্য কমিশনারবৃন্দ উপস্থিত ছিলেন।
ঢাকা/আহসান/মেহেদী
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ভারতের সঙ্গে জয়ের পর শ্রীমঙ্গলের বাড়িতে শমিত, মানুষের ভিড়, উৎসব
বাংলাদেশ জাতীয় দলে যোগ দেওয়ার পর প্রথমবারের মতো মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পৈতৃক বাড়িতে গিয়েছেন ফুটবলার শমিত সোম। ভারতের বিরুদ্ধে ২২ বছর পর জয়ের আনন্দ নিয়ে আজ বুধবার বেলা ১১টার দিকে তিনি শ্রীমঙ্গলের দক্ষিণ উত্তরসুর গ্রামে পৌঁছালে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।
পরিবারের সদস্যদের উচ্ছ্বাসের পাশাপাশি কানাডায় জন্ম নেওয়া বাংলাদেশি বংশোদ্ভূত এই ফুটবলারকে একনজর দেখতে আশপাশের মানুষ ছুটে আসেন। শমিত সোম গাড়ি থেকে নামতেই মঙ্গলপ্রদীপ জ্বালিয়ে বরণ করে নেন পরিবারের সদস্যরা। পরে বাড়িতে প্রবেশ করেন ২৭ বছর বয়সী এই ফুটবলার।
আগে অনেকবার এসেছি। তবে জাতীয় দলে খেলার পর এটাই প্রথমবার। এবারের অনুভূতিটা একদমই আলাদা।শমিত সোম, ফুটবলার, বাংলাদেশ জাতীয় ফুটবল দলশমিত সোমের আসার খবরে কয়েক দিন ধরেই তাঁর পৈতৃক বাড়িতে উৎসবের আমেজ। স্বজনেরা সুন্দর করে ঘরবাড়ি সাজিয়েছেন। বাড়িতে তাঁর ফুটবল খেলার ছবি দিয়ে ব্যানার টানানো হয়েছে। আগে অনেকবার এসেছেন, তবে বাংলাদেশ দলে যোগ দেওয়ার পর এবারই প্রথম যাওয়া। এর মধ্যে গতকাল মঙ্গলবার ভারতের বিপক্ষে জয় নিয়ে ফেরায় উৎসব আরও বেড়ে যায়।
শমিত সোম গাড়ি থেকে নামতেই মঙ্গলপ্রদীপ জ্বালিয়ে বরণ করে নেন পরিবারের সদস্যরা। বুধবার সকালে শ্রীমঙ্গলের দক্ষিণ উত্তরসুর গ্রামে