নেত্রকোনায় একটি ধানখেত থেকে দুটি মেছো বিড়ালের ছানা উদ্ধার হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে নেত্রকোনা পৌরসভার চকপাড়া এলাকার রেললাইনের পাশ থেকে এগুলো উদ্ধারের পর বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

স্থানীয় কয়েকজন বাসিন্দা ও বন বিভাগ সূত্রে জানা গেছে, গতকাল সকালে নেত্রকোনা-মোহনগঞ্জ রেলপথের পাশে চকপাড়া এলাকার এক ব্যক্তির জমিতে ধান কাটছিলেন শ্রমিকেরা। একপর্যায়ে বেলা তিনটার দিকে ধানখেত থেকে একটি মা মেছো বিড়াল দৌড়ে পালিয়ে যায়। আর তার দুটি ছানা খোলা জায়গায় বেরিয়ে আসে।

ওই সময় শ্রমিকেরা মিলে ছানা দুটিকে আটক করেন। এর মধ্যে কয়েকজন কিশোর এগুলোকে মেরে ফেলতে চায়। বিষয়টি দেখতে পেয়ে পাশের চায়ের দোকানদার মাসুদ মিয়া এগিয়ে গিয়ে বাধা দেন। পরে এগুলো তিনি একটি লোহার খাঁচায় আবদ্ধ করে রাখেন। খবর পেয়ে পরিবেশ ও বন্য প্রাণী রক্ষায় স্বেচ্ছাসেবী সংগঠন সেভ দ্য অ্যানিমেলস অব সুসং ও নেত্রকোনা পেট রেসকিউ টিমের স্বেচ্ছাসেবকেরা সেখান থেকে ছানা দুটিকে উদ্ধার করেন। পরে এগুলোকে বন বিভাগের লোকজনের কাছে হস্তান্তর করা হয়।

প্রত্যক্ষদর্শীদের একজন আবুল হাসান বলেন, ধানখেতে একটি বড় মেছো বিড়ালসহ মোট তিনটি ছানা ছিল। কিন্তু ধান কাটার শ্রমিকদের উপস্থিতি টের পেয়ে মা মেছো বিড়াল ও একটি ছানা দৌড়ে পালিয়ে চলে যায়। এ সময় শ্রমিকদের হাতে ধরা পড়ে অন্য ছানা দুটি।

মেছো বিড়াল পরিবেশের জন্য ক্ষতিকর নয় জানিয়ে নয় সেভ দ্য অ্যানিমেলস অব সুসংয়ের সভাপতি রিফাত আহমেদ প্রথম আলোকে বলেন, ছানা দুটিকে পর্যবেক্ষণ শেষে উদ্ধার করা এলাকার আশপাশে অবমুক্ত করা হবে। সম্ভবত এর আশপাশেই তাদের মা মেছো বিড়ালটি অবস্থান করছে। ধানখেতটির এক পাশের নদী এবং অন্য পাশে বেশ কিছু পুকুর ও জলাশয় আছে। এমন পরিবেশে মেছো বিড়ালের থাকাটা একেবারেই স্বাভাবিক। এরা জলাশয়ের ধারেই বসবাস করে এবং মাছের সঙ্গে সরীসৃপ–জাতীয় বিভিন্ন প্রাণী খেয়ে বেঁচে থাকে।

এর আগে গত রোববার দুর্গাপুর উপজেলার বালিকান্দি গ্রাম থেকে আরও দুটি মেছো বিড়ালের ছানা উদ্ধারের পর বনে অবমুক্ত করা হয়।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ন ত রক ন উদ ধ র ধ নখ ত

এছাড়াও পড়ুন:

মুন্সীগঞ্জ-৩: বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ

মুন্সীগঞ্জ-৩ আসনে (সদর-গজারিয়া) বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছেন দলটির এক পক্ষের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মুন্সীগঞ্জ শহরের থানারপুল এলাকায় মনোনয়ন বঞ্চিত জেলা বিএনপির সদস্য সচিব মো. মহিউদ্দিনের সমর্থকরা মুন্সীগঞ্জ-মুক্তারপুর সড়কে বিক্ষোভ করেন। 

আরো পড়ুন:

গোপালগঞ্জে পরিবার পরিকল্পনা সহকারীদের কর্মবিরতি

মুন্সীগঞ্জে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আরো ৩৬টি আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেল পৌনে ৪টায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই প্রার্থীদের নাম ঘোষণা করেন। মুন্সীগঞ্জ-৩ আসনে দলটির মনোনয়ন দেওয়া হয়েছে বিএনপির কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. কামরুজ্জামান রতনকে।

মনোনয়ন বঞ্চিত মো. মহিউদ্দিন সমর্থিত নেতাকর্মীরা জানান, বিকেল ৫টার দিকে শহরের উপকন্ঠ পঞ্চসার ইউনিয়নের মুক্তারপুর পুরাতন ফেরিঘাট এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করেন তারা। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদিক্ষণ করে। পরে মুন্সীগঞ্জ শহরের থানারপুল এলাকার জেলা বিএনপির কার্যালয়ের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন নেতাকর্মীরা। এরই এক পর্যায়ে ব্যানার-ফেস্টুনে আগুন দেন তারা। 

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সদস্য আতোয়ার হোসেন বাবুল, সাইদুর রহমান ফকির, কাজী আবু সুফিয়ান বিপ্লব, শহিদুল ইসলাম শহীদ, শহর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহবুব-উল-আলম স্বপন, পঞ্চসার ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মো. আব্দুল মতিন, জেলা যুবদলের সাবেক সদস্য সচিব মু. মাসুদ রানা, জেলা ছাত্রদলের সভাপতি মো. আবুল হাসেমসহ যুবদল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

ঢাকা/রতন/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ