চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা বলেছেন, ‘‘২০০৭ সালে ওয়ান ইলেভেনের সময় বেগম খালেদা জিয়াকে দেশত্যাগের প্রস্তাব দেওয়া হলেও তিনি জনগণের অধিকার রক্ষার সংগ্রাম থেকে সরে আসেননি। মিথ্যা মামলা দিয়ে তাকে বছরের পর বছর কারাবন্দি রাখা হয়েছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময় তার ওপর জেলখানায় নির্যাতন চালানো হয়েছে। এমনকি জেলখানায় বেগম খালেদা জিয়াকে ফুড পয়জনিং করে হত্যার চেষ্টা করা হয়। তিনি কখনো অন্যায়ের সঙ্গে আপস করেননি।’’

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বাদ মাগরিব চাঁদপুরের মতলবে পাঠান বাজার আবেদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে খতমে কুরআন ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।  

তানভীর হুদা বলেন, ‘‘বেগম খালেদা জিয়া গণমানুষের অধিকার আদায়ের নেত্রী। সাধারণ মানুষের বাঁচার অধিকার, চিকিৎসার অধিকার, ভোটাধিকার প্রতিষ্ঠায় এবং দেশের সংকটময় মুহূর্তে মানুষের পাশে দাঁড়ানোই তার রাজনৈতিক দর্শন। আজ তিনি গুরুতর অসুস্থ অবস্থায় আছেন। সারাদেশে মসজিদে মসজিদে তার রোগমুক্তির জন্য দোয়া করা হচ্ছে।’’

‘‘বিদেশি ষড়যন্ত্র এবং রাজনৈতিক প্রতিহিংসার কারণে তারেক রহমান দেশে আসতে পারছেন না। তিনি ধৈর্য ধরে সংগ্রাম চালিয়ে যাচ্ছেন,’’ বলে মন্তব্য করেন তিনি। 

দোয়া মাহফিলে বিভিন্ন মাদরাসার হাফেজ শিক্ষার্থীদের মাধ্যমে খতমে কুরআন শেষে বিশেষ মোনাজাত করা হয়।

উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মো.

তাজুল ইসলামের সভাপতিত্বে এবং সাবেক ছাত্র নেতা নাজমুল হাসান বাবুর সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন, থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান কবির, মতলব পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শাহ্ গিয়াস প্রমুখ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা ফারুক আহাম্মদ।

এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সমর্থক এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। 

ঢাকা/অমরেশ//

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব গম খ ল দ ব এনপ র

এছাড়াও পড়ুন:

বেগম জিয়াকে কারাগারে স্লো পয়জন দেওয়া হয়েছিল: সালাহউদ্দিন আহমেদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনের প্রার্থী সালাহউদ্দিন আহমেদ দাবি করেছেন, “সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে স্লো পয়জন দেওয়া হয়েছিল।”

মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়ন বিএনপি আয়োজিত নির্বাচনী পথসভায় তিনি এ দাবি করেন।

আরো পড়ুন:

খালেদা জিয়া বিদেশে নেওয়ার মতো অবস্থায় কি না, দেখার পর তারেকের ফেরার সিদ্ধান্ত

বরগুনায় বিএনপির ৪৬৬ ইউনিটের কমিটি বিলুপ্ত

সালাহউদ্দিন আহমেদ বলেন, “ফ্যাসিস্ট হাসিনা সরকারের সময়ে আমি নিজে এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সাধারণ মানুষের মতো নানাভাবে নির্যাতনের শিকার হয়েছি। বিভিন্ন রিপোর্ট আমাদের হাতে এসেছে—বেগম জিয়াকে কারাগারে স্লো পয়জন দেওয়া হয়েছিল।”

তিনি বলেন, “ইজ্জত ও মর্যাদার মালিক আল্লাহ। তিনি যাকে ইজ্জত দেন, তাকেই সম্মানিত রাখেন। আমরা দোয়া করি, আল্লাহ যেন বেগম খালেদা জিয়ার মর্যাদা বৃদ্ধি করেন এবং দেশের উন্নতি, গণতন্ত্র ও মানুষের ঐক্যের স্বার্থে তাকে জীবিত রাখেন।”

পথসভায় স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন সালাহউদ্দিন আহমেদ। পরে তিনি বিশেষ মোনাজাত পরিচালনা করেন। তিনি দেশের শান্তি, আইনশৃঙ্খলা, জাতীয় ঐক্য ও জনগণের কল্যাণ কামনা করেন।

ঢাকা/তারেকুর/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ

  • বেগম জিয়াকে কারাগারে স্লো পয়জন দেওয়া হয়েছিল: সালাহউদ্দিন আহমেদ