তুচ্ছ ঘটনায় সিলেট সদর উপজেলার নাজিরেরগাঁও ও নয়াখুররমখলা গ্রামের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। 

বৃহস্পতিবার রাত ১২টার দিকে দুই গ্রামের লোকজন মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী সংঘর্ষ চলাকালে উভয়পক্ষের প্রায় ২০ জন আহত হয়েছেন। এদের মধ্যে আটজনকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষ চলাকালে সিলেট-সুনামগঞ্জ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
 
সংঘর্ষের খবর পেয়ে প্রথমে এসএমপির জালালাবাদ থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে সেনাবাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।  

পুলিশ জানায়, একটি দোকানে চা পান নিয়ে দুই জনের মধ্যে হাতাহাতি হয়। এর জের ধরে তুই গ্রামের বাসিন্দারা তাদের পক্ষ নিয়ে সংঘর্ষে জড়ায়।  

আহতরা হলেন, জালালাবাদ থানার নয়াখুররমখলা ওয়ারিস (৫৫), তকদির ইসলাম (৩৫), তছির আলী (৬০), নাজিরগাঁও গ্রামের সাহব আলী, আতাউর (৫২), আব্দুস সামাদ, সুমন মিয়া (৩৫) ও উত্তরবাগ এলাকার দীপক গরাইটকে (২৪) ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হারুনুর রশিদ জানিয়েছেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সংঘর্ষের ঘটনায় আজ শুক্রবার সকাল ১১ টা  পর্যন্ত কোন পক্ষ অভিযোগ দেয়নি। 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: স ঘর ষ স ঘর ষ

এছাড়াও পড়ুন:

‘দেশটা তোমার বাপের নাকি’ গাওয়ার পর পালিয়ে থাকতে হয়েছিল

শিল্পীর সৌজন্যে

সম্পর্কিত নিবন্ধ