গুলশানে ব্যবসায়ী কাজী আকরাম উদ্দিনের বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার
Published: 14th, March 2025 GMT
রাজধানীর গুলশান-২ নম্বরের একটি বাসা থেকে আজ শুক্রবার ভোরে ফরিদা বেগম (৫০) নামে এক গৃহকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি বেসরকারি স্ট্যান্ডার্ড ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আকরাম উদ্দিনের বাসায় গৃহকর্মীর কাজ করতেন বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় গুলশান থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। এ ঘটনা সম্পর্কে জানতে আজ দুপুরে গুলশান থানার কর্তব্যরত উপপরিদর্শক (এসআই) রুহুল আমিনের সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি প্রথম আলোকে বলেন, আজ ভোরে জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ নম্বরে ফোন পেয়ে পুলিশ গুলশান-২ নম্বরের ৪৭ নম্বর সড়কের ২০ নম্বর বাড়ির একটি ফ্ল্যাট থেকে এক নারীর মরদেহ উদ্ধার করে। তাঁর নাম ফরিদা বেগম। পেশায় গৃহকর্মী।
পুলিশের ধারণা, ফরিদা বেগম গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে একটা থেকে রাত পৌনে চারটার মধ্যে তার শোবার ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগিয়েছিলেন।
যে পুলিশ কর্মকর্তা ফরিদা বেগমের মরদেহ উদ্ধার করেন, তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তাই মরদেহটি দরজা ভেঙে উদ্ধার করা হয়েছে, নাকি দরজা খোলা ছিল, তা নিশ্চিত হওয়া যায়নি। উদ্ধারের পর মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান বলেন, ‘ফরিদা সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে গুলশান থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।’
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: গ হকর ম
এছাড়াও পড়ুন:
কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩৫ কিলোমিটারজুটে যানজট
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার নিমশার থেকে দাউদকান্দি পর্যন্ত প্রায় ৩৫ কিলোমিটারজুড়ে যানজট দেখা দিয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন মহাসড়কে চলাচলকারী যাত্রী ও চালকেরা। নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাভার্ড ভ্যান উল্টে যাওয়ায় আজ বৃহস্পতিবার ভোর থেকে এ যানজট দেখা দেয়।
হাইওয়ে পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোরে মহাসড়কে কুমিল্লার চান্দিনা উপজেলার নূরীতলা এলাকায় একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ফেনী থেকে রেকার এনে কাভার্ড ভ্যানটি উদ্ধারের কাজ শুরু করে পুলিশ।
সকাল সাড়ে ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত মহাসড়কে যানজট দেখা গেছে।
ঢাকাগামী রয়েল পরিবহনের চালক রমিজ উদ্দিন বলেন, সকাল সাড়ে ৮টায় ঢাকার উদ্দেশে রওয়ানা করে বুড়িচংয়ের নিমশার বাজারে যানজটে এক ঘণ্টা বসে থাকতে হয়েছে। ৫ মিনিট গাড়ি চললে ২০ মিনিট বসে থাকতে হয়। এভাবে ১০টা ৪০ মিনিটে চান্দিনায় পৌঁছেছি। এ সময়ে ঢাকার কাছাকাছি থাকার কথা ছিল।
নিমশার বাজারে আটকে থাকা প্রাইভেট কারের যাত্রী তৌহিদুল ইসলাম বলেন, ভোর থেকে যানজট অথচ সড়কে হাইওয়ে পুলিশ দেখছি না।
ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন বলেন, মহাসড়কের নূরীতলা এলাকায় উল্টে কাভার্ড ভ্যানটি আড়াআড়িভাবে পড়ে ছিল। পরে ঢাকামুখী লেনের বেশ কিছু গাড়ি উল্টো পথে ঢোকায় যানজটের সৃষ্টি হয়েছে। ফেনী থেকে ক্রেন এনে গাড়িটি উদ্ধার করা হয়েছে। যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।
হাইওয়ে কুমিল্লা রিজিওনের পুলিশ সুপার অতিরিক্ত ডিআইজি মো. খাইরুল আলম সমকালকে বলেন, দুর্ঘটনার কারণেই যানজট দেখা দিয়েছে। দুর্ঘটনা কবলিত কাভার্ড ভ্যানটি উদ্ধার করা হয়েছে। যান চলাচল স্বাভাবিক হচ্ছে।