গুলশানে ব্যবসায়ী কাজী আকরাম উদ্দিনের বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার
Published: 14th, March 2025 GMT
রাজধানীর গুলশান-২ নম্বরের একটি বাসা থেকে আজ শুক্রবার ভোরে ফরিদা বেগম (৫০) নামে এক গৃহকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি বেসরকারি স্ট্যান্ডার্ড ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আকরাম উদ্দিনের বাসায় গৃহকর্মীর কাজ করতেন বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় গুলশান থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। এ ঘটনা সম্পর্কে জানতে আজ দুপুরে গুলশান থানার কর্তব্যরত উপপরিদর্শক (এসআই) রুহুল আমিনের সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি প্রথম আলোকে বলেন, আজ ভোরে জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ নম্বরে ফোন পেয়ে পুলিশ গুলশান-২ নম্বরের ৪৭ নম্বর সড়কের ২০ নম্বর বাড়ির একটি ফ্ল্যাট থেকে এক নারীর মরদেহ উদ্ধার করে। তাঁর নাম ফরিদা বেগম। পেশায় গৃহকর্মী।
পুলিশের ধারণা, ফরিদা বেগম গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে একটা থেকে রাত পৌনে চারটার মধ্যে তার শোবার ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগিয়েছিলেন।
যে পুলিশ কর্মকর্তা ফরিদা বেগমের মরদেহ উদ্ধার করেন, তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তাই মরদেহটি দরজা ভেঙে উদ্ধার করা হয়েছে, নাকি দরজা খোলা ছিল, তা নিশ্চিত হওয়া যায়নি। উদ্ধারের পর মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান বলেন, ‘ফরিদা সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে গুলশান থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।’
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: গ হকর ম
এছাড়াও পড়ুন:
নর্ডিক স্কলারশিপে সম্পূর্ণ অর্থায়নে স্নাতকোত্তর ও পিএইচডির সুযোগ
উত্তর ইউরোপের দেশগুলোর আগ্রহী শিক্ষার্থীদের জন্য গবেষণার সুযোগ নিয়ে এসেছে নর্ডিক স্কলারশিপ প্রোগ্রাম ২০২৬। এই প্রোগ্রাম ঘোষণা করেছে সুইডেনের নর্ডিক আফ্রিকা ইনস্টিটিউট (NAI)। সামাজিক বিজ্ঞান ও মানবিক বিষয়ে যাঁরা আফ্রিকান স্টাডিজ বা সমসাময়িক আফ্রিকা নিয়ে গবেষণা করছেন, তাঁদের জন্য এই আন্তর্জাতিক বৃত্তি উন্মুক্ত।
এই বৃত্তির মাধ্যমে সুইডেন, ফিনল্যান্ড, ডেনমার্ক ও আইসল্যান্ডের কোনো বিশ্ববিদ্যালয় বা গবেষণাপ্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত মাস্টার্স, পিএইচডি ও পোস্টডক্টরাল গবেষকেরা এক মাসের জন্য নর্ডিক আফ্রিকা ইনস্টিটিউটে গবেষণার সুযোগ পাবেন। এই প্রোগ্রাম আবেদনকারীর নাগরিকত্বের ওপর নির্ভরশীল নয়। মূল লক্ষ্য হলো, আফ্রিকা–বিষয়ক গবেষণায় নর্ডিক অঞ্চলে সক্ষমতা বৃদ্ধি করা এবং নর্ডিক গবেষকদের মধ্যে সহযোগিতার নেটওয়ার্ক তৈরি করা।
নর্ডিক স্কলারশিপ প্রোগ্রাম ২০২৬–এর শেষ তারিখ আগামী ১২ অক্টোবর ২০২৫।