প্যারোলে এসে মায়ের জানাজায় অংশ নিলেন সাবেক ইউপি চেয়ারম্যান
Published: 15th, March 2025 GMT
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিলেন ঝালকাঠির নলছিটি উপজেলার মোল্লারহাট ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ও প্রয়াত সাবেক সংসদ সদস্য মোকিম হাওলাদারের ছেলে কবির হোসেন হাওলাদার।
শুক্রবার (১৫ মার্চ) বিকেলে কারাগার থেকে মুক্তি পেয়ে পুলিশি পাহারায় তিনি তার মায়ের জানাজায় অংশ নেন। জানাজা শেষে তাকে আবার কারাগারে পাঠানো হয়।
সাবেক ইউপি চেয়ারম্যান কবির হোসেনের মা মেহেরুন নিসা (৭৫) বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার দিকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। শেষবারের মতো মায়ের মুখ দেখা ও জানাজায় অংশগ্রহণের জন্য পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়। পরে তাকে প্যারোলে মুক্তির অনুমতি দেওয়া হয়। এরপর পুলিশ পাহারায় নলছিটি উপজেলার মোল্লারহাট ইউনিয়নের দক্ষিণ কামদেবপুর গ্রামে জানাজার জন্য নিয়ে আসা হয় কবির হোসেনকে।
এর আগে, ২০২৪ সালের ১২ জুন নলছিটিতে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় করা মামলায় কবির হোসেন হাওলাদারকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, আদালতের নির্দেশে সাবেক ইউপি চেয়ারম্যান কবির হোসেন তার মায়ের জানাজায় অংশ নেওয়ার সুযোগ পান। জানাজা শেষে তাকে আবার কারাগারে পাঠানো হয়।
ঢাকা/অলোক/টিপু
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর স ব ক ইউপ নলছ ট
এছাড়াও পড়ুন:
দলের প্রতি অনুগত থাকার অঙ্গীকার, জামায়াতে যোগ দিলেন মেজর (অব.) আ
বিএনপির সাবেক নেতা, সাবেক এমপি ও মুক্তিযোদ্ধা মেজর (অব.) আক্তারুজ্জামান বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।
শনিবার (১৩ ডিসেম্বর) সকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করে দলের প্রাথমিক সহযোগী সদস্য ফরম পূরণ করার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে তিনি জামায়াতে যোগ দেন।
মেজর (অব.) আক্তারুজ্জামান বাংলাদেশ জামায়াতে ইসলামীর নীতি ও আদর্শ, দেশপ্রেম এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দলটির অবিচল অবস্থানের প্রতি গভীর আস্থা ও সন্তোষ প্রকাশ করেন।
দলটিতে যোগ দিয়ে তিনি ইসলাম ও ইসলামী মূল্যবোধ, দেশের স্বার্থ এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় অবশিষ্ট জীবন অতিবাহিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিয়ম-নীতি, আদর্শ, দলীয় শৃঙ্খলা ও আনুগত্যের প্রতি সর্বদা অনুগত থাকার অঙ্গীকার করেন।
ডা. শফিকুর রহমান এ সময় তাকে ফুল দিয়ে বরণ করেন এবং তার দীর্ঘ নেক হায়াত কামনা করেন।
যোগদান অনুষ্ঠানে সংগঠনের সেক্রেটারি জেনারেল, সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মেজর (অব.) আক্তারুজ্জামান মুক্তিযোদ্ধা ও প্রবীণ রাজনীতিক। বিএনপিতে থাকা অবস্থায় দলটির বিরুদ্ধে মন্তব্য করাসহ নানা বিতর্কিত কর্মকাণ্ডের জন্য তিনি আলোচিত হন।
বিএনপি থেকে দুইবার কিশোরগঞ্জ-২ আসন থেকে তিনি জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
ঢাকা/নঈমুদ্দীন//