কদিন আগে পেপ গার্দিওলার একটু সমালোচনা করেছিলেন সাবেক ইংল্যান্ড কোচ ফাবিও কাপেলো। গার্দিওলার ঔদ্ধত্য উল্লেখ করে ইতালিয়ান কোচ বলেছিলেন, গার্দিওলা ফুটবলের অনেক ক্ষতি করেছেন।

মূলত গার্দিওলার কৌশল অনুসরণ করতে গিয়ে ইতালিয়ান ফুটবল কীভাবে তার স্বকীয়তা হারিয়েছে, সে প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে কথাটি বলেছিলেন কাপেলো। কাপেলোর সেই সমালোচনার জবাবে এবার মুখ খুলেছেন গার্দিওলা। তবে পাল্টা জবাব দিতে গিয়ে সাবেক গুরু কাপেলোকে তোপ দাগেননি গার্দিওলা। বরং আলিঙ্গনে জড়ানোর কথাই বলেছেন তিনি।

ব্রাইটন ম্যাচ সামনে রেখে সংবাদ সম্মেলনে কাপেলোর মন্তব্য নিয়ে জানতে চাইলে গার্দিওলা বলেন, ‘মানুষ আমার সম্পর্কে যা বলে, আমি সব শুনি। তাই খুব সাবধান। এমন না যে জনাব ফাবিও এবারই প্রথম এমন কথা বলেছেন। ইতালিয়ান ফুটবল নষ্ট করার জন্য আমি যথেষ্ট ভালো নই, এটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। ফাবিওর জন্য একবুক ভালোবাসা।’

আরও পড়ুন‘গার্দিওলা ফুটবলের অনেক ক্ষতি করেছেন’১০ মার্চ ২০২৫

গার্দিওলার সিটি নিজেদের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে বাজে সময় পার করছে। প্রিমিয়ার লিগ শিরোপা ধরে রাখার সম্ভাবনাও শেষ হয়ে গেছে। বিদায় হয়ে গেছে লিগ কাপ থেকেও। চ্যাম্পিয়নস লিগেও বিদায় নিতে হয়েছে শেষ ষোলোর আগে।

সদ্য শেষ হওয়া চ্যাম্পিয়নস লিগের লড়াই দর্শক হিসেবে দেখতে কষ্ট লেগেছে কি না, জানতে চাইলে গার্দিওলা বলেন, ‘না, কষ্ট লাগেনি। আমার কোনো হতাশা নেই। সেখানে থাকা আমাদের প্রাপ্য ছিল না। আমি একজন দর্শক হিসেবে শিখেছি এবং উপভোগ করেছি। লিভারপুল ও আতলেতিকোর মতো অবিশ্বাস্য দলও বিদায় নিয়েছে।’

ইতালির সাবেক কোচ ফাবিও ক্যাপেলো।.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ফ টবল

এছাড়াও পড়ুন:

আফগানিস্তানে মধ্যরাতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় হিন্দুকুশ অঞ্চলে ৬ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্র ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। দুই মাস আগেই দেশটিতে এক ভূমিকম্পে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছিল।

ইউএসজিএস জানায়, রোববার দিবাগত রাতে আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে মাজার-ই-শরিফ শহরের কাছে খোলম এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। স্থানীয় সময় রাত ১২টা ৫৯ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পের গভীরতা প্রথমে ১০ কিলোমিটার বলা হয়। পরে তা সংশোধন করে গভীরতা ২৮ কিলোমিটার বলে জানায় সংস্থাটি।

আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

উল্লেখ্য, গত ৩১ আগস্ট আফগানিস্তানের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্পটি আঘাত হেনেছিল। দেশটির পূর্বাঞ্চলে আঘাত হানা রিখটার স্কেলে ৬ মাত্রার ওই ভূমিকম্পে ২ হাজার ২০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারান।

আরও পড়ুনআফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২২০৫, খোলা আকাশের নিচে মানুষ০৫ সেপ্টেম্বর ২০২৫

আফগানিস্তানে প্রায়শই ভূমিকম্প আঘাত হানে। বিশেষ করে হিন্দুকুশ পর্বতমালা বরাবর, যেখানে ইউরেশীয় এবং ভারতীয় টেকটোনিক প্লেটগুলো মিলিত হয়েছে।

ব্রিটিশ ভূতাত্ত্বিক জরিপ সংস্থার ভূমিকম্পবিদ ব্রায়ান ব্যাপটির দেওয়া তথ্য মতে, ১৯০০ সাল থেকে উত্তর-পূর্ব আফগানিস্তানে রিখটার স্কেলে ৭ মাত্রার বেশি ১২টি ভূমিকম্প আঘাত হেনেছে।

আরও পড়ুন৩৫ বছরে আফগানিস্তানে ভয়াবহ যত ভূমিকম্প আঘাত হেনেছে০১ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ