কাপেলোর সমালোচনার জবাবে ‘আলিঙ্গনের’ কথা বললেন গার্দিওলা
Published: 15th, March 2025 GMT
কদিন আগে পেপ গার্দিওলার একটু সমালোচনা করেছিলেন সাবেক ইংল্যান্ড কোচ ফাবিও কাপেলো। গার্দিওলার ঔদ্ধত্য উল্লেখ করে ইতালিয়ান কোচ বলেছিলেন, গার্দিওলা ফুটবলের অনেক ক্ষতি করেছেন।
মূলত গার্দিওলার কৌশল অনুসরণ করতে গিয়ে ইতালিয়ান ফুটবল কীভাবে তার স্বকীয়তা হারিয়েছে, সে প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে কথাটি বলেছিলেন কাপেলো। কাপেলোর সেই সমালোচনার জবাবে এবার মুখ খুলেছেন গার্দিওলা। তবে পাল্টা জবাব দিতে গিয়ে সাবেক গুরু কাপেলোকে তোপ দাগেননি গার্দিওলা। বরং আলিঙ্গনে জড়ানোর কথাই বলেছেন তিনি।
ব্রাইটন ম্যাচ সামনে রেখে সংবাদ সম্মেলনে কাপেলোর মন্তব্য নিয়ে জানতে চাইলে গার্দিওলা বলেন, ‘মানুষ আমার সম্পর্কে যা বলে, আমি সব শুনি। তাই খুব সাবধান। এমন না যে জনাব ফাবিও এবারই প্রথম এমন কথা বলেছেন। ইতালিয়ান ফুটবল নষ্ট করার জন্য আমি যথেষ্ট ভালো নই, এটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। ফাবিওর জন্য একবুক ভালোবাসা।’
আরও পড়ুন‘গার্দিওলা ফুটবলের অনেক ক্ষতি করেছেন’১০ মার্চ ২০২৫গার্দিওলার সিটি নিজেদের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে বাজে সময় পার করছে। প্রিমিয়ার লিগ শিরোপা ধরে রাখার সম্ভাবনাও শেষ হয়ে গেছে। বিদায় হয়ে গেছে লিগ কাপ থেকেও। চ্যাম্পিয়নস লিগেও বিদায় নিতে হয়েছে শেষ ষোলোর আগে।
সদ্য শেষ হওয়া চ্যাম্পিয়নস লিগের লড়াই দর্শক হিসেবে দেখতে কষ্ট লেগেছে কি না, জানতে চাইলে গার্দিওলা বলেন, ‘না, কষ্ট লাগেনি। আমার কোনো হতাশা নেই। সেখানে থাকা আমাদের প্রাপ্য ছিল না। আমি একজন দর্শক হিসেবে শিখেছি এবং উপভোগ করেছি। লিভারপুল ও আতলেতিকোর মতো অবিশ্বাস্য দলও বিদায় নিয়েছে।’
ইতালির সাবেক কোচ ফাবিও ক্যাপেলো।.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ফ টবল
এছাড়াও পড়ুন:
দলের প্রতি অনুগত থাকার অঙ্গীকার, জামায়াতে যোগ দিলেন মেজর (অব.) আ
বিএনপির সাবেক নেতা, সাবেক এমপি ও মুক্তিযোদ্ধা মেজর (অব.) আক্তারুজ্জামান বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।
শনিবার (১৩ ডিসেম্বর) সকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করে দলের প্রাথমিক সহযোগী সদস্য ফরম পূরণ করার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে তিনি জামায়াতে যোগ দেন।
মেজর (অব.) আক্তারুজ্জামান বাংলাদেশ জামায়াতে ইসলামীর নীতি ও আদর্শ, দেশপ্রেম এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দলটির অবিচল অবস্থানের প্রতি গভীর আস্থা ও সন্তোষ প্রকাশ করেন।
দলটিতে যোগ দিয়ে তিনি ইসলাম ও ইসলামী মূল্যবোধ, দেশের স্বার্থ এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় অবশিষ্ট জীবন অতিবাহিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিয়ম-নীতি, আদর্শ, দলীয় শৃঙ্খলা ও আনুগত্যের প্রতি সর্বদা অনুগত থাকার অঙ্গীকার করেন।
ডা. শফিকুর রহমান এ সময় তাকে ফুল দিয়ে বরণ করেন এবং তার দীর্ঘ নেক হায়াত কামনা করেন।
যোগদান অনুষ্ঠানে সংগঠনের সেক্রেটারি জেনারেল, সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মেজর (অব.) আক্তারুজ্জামান মুক্তিযোদ্ধা ও প্রবীণ রাজনীতিক। বিএনপিতে থাকা অবস্থায় দলটির বিরুদ্ধে মন্তব্য করাসহ নানা বিতর্কিত কর্মকাণ্ডের জন্য তিনি আলোচিত হন।
বিএনপি থেকে দুইবার কিশোরগঞ্জ-২ আসন থেকে তিনি জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
ঢাকা/নঈমুদ্দীন//