ফটিকছড়িতে থামানো যাচ্ছে না মাটিখেকোদের তৎপরতা। অভিযান চালিয়ে জরিমানা করে এবং কারাদণ্ড দিলেও থামছে না তাদের দৌরাত্ম্য। আওয়ামী লীগ সরকারের পতনের পর বিএনপি নেতাদের ছত্রছায়ায় দেদার চলছে মাটি কাটার কার্যক্রম। কৃষকের ফসলি জমির উপরিভাগ, খালের চর, খাসজমি ও টিলা-পাহাড় তাদের হাত থেকে রক্ষা পাচ্ছে না। বাদ যাচ্ছে না হালদা নদীর বেড়িবাঁধও। 
মাটি কাটার অপরাধে গত বৃহস্পতিবার ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মো.

ইয়াকুর ও শাহাদাত হোসেন নামে দুই ব্যক্তিকে ১৫ দিনের কারাদণ্ড দেন। এর পরও বন্ধ হয়নি অবৈধ এ কার্যক্রম। উপজেলার নারায়ণহাট গরু বাজারের পাশে খাসজমি থেকে রাতে এক্সক্যাভেটর দিয়ে মাটি কেটে পার্শ্ববর্তী ইটভাটা ও দি ডেইরি-পোলট্রি ফার্মে বিক্রির অভিযোগ উঠেছে এমরান নামে স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে। 

স্থানীয়রা জানান, এমরান আগেও একইভাবে মাটি কাটতেন। আওয়ামী লীগ সরকারের পতনের পরও তার দৌরাত্ম্য কমেনি। বিভিন্ন সময়ে উপজেলা প্রশাসনের একাধিক অভিযানে জরিমানা করা হলেও তাকে থামানো যাচ্ছে না। অভিযোগ রয়েছে, বিএনপির কিছু নেতার আশীর্বাদে তিনি আরও বেপরোয়া হয়ে উঠেছেন। 
সরেজমিন দেখা যায়, উপজেলার গহিরা-হেঁয়াকো সড়কের পাশে নারায়ণহাট গরু বাজারের কাছে এক্সক্যাভেটর দিয়ে রাতে সরকারি খাস খতিয়ানভুক্ত বিশাল জমির মাটি কাটা হচ্ছে। প্রায় ৫-৭ ফুট গভীর করে মাটি কেটে নিয়ে যাওয়া হচ্ছে পার্শ্ববর্তী ইটভাটা, কারখানা ও ভিটা ভরাট করার কাজে। সেখানে একসঙ্গে একাধিক ডাম্প ট্রাক ও এক্সক্যাভেটর কাজ করছে। এতে পাশের ব্যক্তি মালিকানাধীন শত শত একর ফসলি জমি ক্ষতির মুখে পড়েছে। 

ডাম্প ট্রাক চালক মো. ইউসুফ বলেন, প্রতি গাড়ি ৮৫০ টাকায় পাশের ইটভাটায় মাটি সরবরাহ করছি। কে কী বলল, তা আমার দেখার বিষয় নয়। এসব মাটির কারবারি এমরান নিজেই দেখাশোনা করেন। আমাদের কেউ বাধা দেয়নি বা আপত্তিও করেনি। 
স্থানীয়রা বলছেন, মাটিখেকো এমরান সাবেক ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হারুনুর রশিদের অনুসারী হিসেবে পরিচিত ছিলেন। আওয়ামী লীগের পতনের পর তিনিও দলীয় পরিচয় পাল্টেছেন। স্থানীয় ওয়ার্ড বিএনপি নেতা আবছার ও বালু জাফরের ছত্রছায়ায় এমরান আবারও বেপরোয়া হয়ে উঠেছেন। 
মাটি কাটার বিষয়টি অস্বীকার করে এমরান বলেন, ‘আমি মাটি কাটিনি। মাটি কাটার জন্য গাড়ি সরবরাহ করেছি। মাটি কেটেছে বিএনপির আবছার।’ 
অন্যদিকে ওয়ার্ড বিএনপি নেতা আবছার বলেন, ‘আমি মাটি কাটার সঙ্গে জড়িত নই। মূলত মাটি কাটে এমরান। আমি আমার দলীয় কর্মীদের জন্য কিছু খরচ চেয়েছি মাত্র।’ উপজেলা বিএনপির সদস্য সচিব জহির আজম চৌধুরী বলেন, কেউ যদি দলের নাম ভাঙিয়ে অবৈধ কোনো কাজে জড়িত হয়, তবে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। 
নারায়ণহাট ইউনিয়ন ভূমি কার্যালয়ের উপসহকারী কর্মকর্তা শেখ শরফুদ্দিন খান সাদী বলেন, জায়গাটি পরিদর্শন করে মাটি কাটার সত্যতা পেয়েছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক চৌধুরী বলেন, ‘বালু ও মাটি পাচার রোধে প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন এলাকায় অভিযান অব্যাহত আছে। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি।’ 

উৎস: Samakal

কীওয়ার্ড: ব এনপ আওয় ম উপজ ল এমর ন

এছাড়াও পড়ুন:

আফগানিস্তানে মধ্যরাতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় হিন্দুকুশ অঞ্চলে ৬ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্র ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। দুই মাস আগেই দেশটিতে এক ভূমিকম্পে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছিল।

ইউএসজিএস জানায়, রোববার দিবাগত রাতে আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে মাজার-ই-শরিফ শহরের কাছে খোলম এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। স্থানীয় সময় রাত ১২টা ৫৯ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পের গভীরতা প্রথমে ১০ কিলোমিটার বলা হয়। পরে তা সংশোধন করে গভীরতা ২৮ কিলোমিটার বলে জানায় সংস্থাটি।

আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

উল্লেখ্য, গত ৩১ আগস্ট আফগানিস্তানের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্পটি আঘাত হেনেছিল। দেশটির পূর্বাঞ্চলে আঘাত হানা রিখটার স্কেলে ৬ মাত্রার ওই ভূমিকম্পে ২ হাজার ২০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারান।

আরও পড়ুনআফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২২০৫, খোলা আকাশের নিচে মানুষ০৫ সেপ্টেম্বর ২০২৫

আফগানিস্তানে প্রায়শই ভূমিকম্প আঘাত হানে। বিশেষ করে হিন্দুকুশ পর্বতমালা বরাবর, যেখানে ইউরেশীয় এবং ভারতীয় টেকটোনিক প্লেটগুলো মিলিত হয়েছে।

ব্রিটিশ ভূতাত্ত্বিক জরিপ সংস্থার ভূমিকম্পবিদ ব্রায়ান ব্যাপটির দেওয়া তথ্য মতে, ১৯০০ সাল থেকে উত্তর-পূর্ব আফগানিস্তানে রিখটার স্কেলে ৭ মাত্রার বেশি ১২টি ভূমিকম্প আঘাত হেনেছে।

আরও পড়ুন৩৫ বছরে আফগানিস্তানে ভয়াবহ যত ভূমিকম্প আঘাত হেনেছে০১ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ