মক্কার খাবার পানির সমস্যা দূর করেছিল নহরে জুবাইদা
Published: 17th, March 2025 GMT
মক্কায় গেলে আরাফাতে বা মিনায় উঁচু নালার মতো কিছু প্রাচীর দেখা যায়। প্রাচীরগুলো বেশ পুরোনো, কিন্তু সংস্কার করা হয়নি। মিনা-মুজদালিফা রেললাইন করার সময়ও নালার প্রাচীর ভাঙা পড়েছে। এই প্রাচীরগুলো হলো নহরে জুবাইদার নালার প্রাচীর।
সেই সময় মক্কায় জমজম ছাড়া পানির তেমন উৎস ছিল না, ফলে হজযাত্রীদের কষ্ট হতো। খলিফা হারুনুর রশিদের আমলে পানির অভাব এত তীব্র হয়ে ওঠে যে, এক বালতি পানি বিক্রি হয় ২০ দিরহামে। ১৯৩ হিজরিতে খলিফার মৃত্যুর পর রানি জুবাইদা হজপালন করতে মক্কা যান। পানির সমস্যা দেখে তিনি একটি খাল কাটার সিদ্ধান্ত নেন। তার নাম হয় ‘নহরে জুবাইদা’ বা রানি জুবায়দার পানির জলধারা। এই নহরের পানি সরবরাহের মধ্য দিয়ে হজযাত্রী ও মক্কা এলাকার খাবার পানির সমস্যামুক্ত হয়। ৮০৯ খ্রিষ্টাব্দে নির্মিত নহরে জুবাইদা খননে খরচ হয় আনুমানিক ১৭ লাখ দিনার (স্বর্ণমুদ্রা)। তখন খাল খননের আধুনিক প্রযুক্তিগত সুযোগ-সুবিধাও ছিল না। হাজার বছরব্যাপী এ খালটি জনমানুষের সেবা করেছে।
নহরে জুবাইদার রুট.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
নির্বাচনে জোরালো ভূমিকা পালন করবে আনসার: ডিজি
আসন্ন জাতীয় সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের জন্য বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা জোরালো ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
সোমবার (৩ নভেম্বর) জাতীয় নির্বাচনে আনসার-ভিডিপির ভোট কেন্দ্রের নিরাপত্তা মহড়া ও চতুর্থ ধাপের আনসার কোম্পানি প্লাটুন সদস্যদের প্রশিক্ষণ অনুষ্ঠানে এ কথা বলেছেন বাহিনীর মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
তিনি বলেছেন, আনসার সদস্যরা ভোট কেন্দ্রগুলোর প্রথম প্রতিরক্ষা স্তর হিসেবে দায়িত্ব পালন করবেন। তারা ভোট কেন্দ্রের অভ্যন্তরে শান্তি-শৃঙ্খলা রক্ষা, নির্বাচন সংশ্লিষ্ট কাগজপত্রের নিরাপত্তা এবং ভোটাধিকার প্রয়োগের অনুকূল পরিবেশ সৃষ্টিতে কাজ করবেন।
ডিজি আরো বলেন, সাধারণত নির্বাচনে প্রতিটি ভোট কেন্দ্রে অস্ত্রধারী এবং অস্ত্রবিহীন নারী ও পুরুষ আনসার সদস্যদের সমন্বয়ে একটি দল মোতায়েন করা হয়। আনসার বাহিনী জনগণের নিরাপত্তা ও আস্থার প্রতীক হয়ে কাজ করবে এবং নিরপেক্ষভাবে দায়িত্ব পালন নিশ্চিত করা হবে।তিনি
জানান, আনসার বাহিনী প্রথমবারের মতো ডিজিটাল মনিটরিং সিস্টেম চালু করেছে, যেখানে প্রতিটি সদস্য সদর দপ্তরের সঙ্গে ডিজিটাল সিস্টেমে যুক্ত থাকবেন।
ঢাকা/এমআর/রফিক