মান্না–মৌসুমীর কোটি টাকার সেই সিনেমা কত আয় করেছিল
Published: 17th, March 2025 GMT
মান্না-মৌসুমীর আলোচিত একটি ছবি ‘কষ্ট’, মুক্তি পায় ২০০০ সালের আজকের দিনে অর্থাৎ ১৭ মার্চ। ঈদুল আজহায় মুক্তি পাওয়া এই ছবি পরিচালনা করেন কাজী হায়াৎ। শূন্য দশকের এই ছবি তখন প্রায় কোটি টাকা বাজেটে তৈরি হয়। অমি বনি কথাচিত্রের এই ছবি তখনই তিন কোটি টাকার বেশি ব্যবসা করেছে। ছবি মুক্তির ২৫ বছর সামনে রেখে প্রথম আলোর সঙ্গে এসব তথ্য শেয়ার করলেন পরিচালক কাজী হায়াৎ।
‘কষ্ট’ সিনেমায় মান্নার অভিনীত চরিত্রের নাম মুসা। মৌসুমীর চরিত্রের নাম মিতু। ছবিতে মান্নার বাবার চরিত্রে অভিনয় করেন কাজী হায়াৎ। সিনেমার গল্পে উঠে আসে মুসার পরিবারের অর্থকষ্টের নানা দিক। প্যারালাইসিস হয়ে মারা যান তার বাবা। অভাবের সংসার চালাতে গিয়ে হেনস্তার শিকার হয়ে আত্মহত্যার পথ বেছে নেন মুসার মা। বাবা-মায়ের চরিত্রটি স্বল্প সময়ের হলেও তা দর্শকহৃদয় স্পর্শ করেছে। তবে পরিচালক কাজী হায়াৎ জানালেন, তিনি ছবির এই চরিত্রে প্রথমে অভিনয় করতে চাননি। এই চরিত্রের জন্য মানানসই কাউকে দীর্ঘদিন ধরে খুঁজতে থাকেন। পছন্দসই কাউকে না পাওয়ায় অবশেষে নিজেই ক্যামেরার সামনে দাঁড়ান। কাজী হায়াৎ বলেন, ‘তখন আবার আমি অভিনয়ে নিয়মিত ছিলাম না। মাঝেমধ্যে কোনো চরিত্রে জুতসই কাউকে না পেলে অভিনয় করতাম। এ সিনেমার ক্ষেত্রেও তাই হয়েছিল, নির্মাণের আগে দীর্ঘ সময় ধরে মান্নার বাবা চরিত্রে কাউকে না পেয়ে বাধ্য হয়ে অভিনয় করেছিলাম।’
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
আবার ‘লাস্ট মিনিট শো’, জন্মদিনের রাতে স্লটকে জয় উপহার ফন ডাইকের
লিভারপুল ৩–২ আতলেতিকো মাদ্রিদ
জন্মদিনের রাতে এর চেয়ে ভালো উপহার আর কী হতে পারে!
রেফারি শেষ বাঁশি বাজাতেই মাঠে ঢুকে পড়লেন আর্নে স্লট। লিভারপুলের সমর্থকেরা তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে থাকলেন, দল জেতায় অভিনন্দনও জানালেন। মুখে চওড়া হাসি নিয়ে হাত নেড়ে স্লট সেই অভিবাদনের জবাব দিলেন।
ভার্জিল ফন ডাইকের সঙ্গে আলিঙ্গনের সময় স্লটকে একটু বেশিই খুশি মনে হলো। কারণ, লিভারপুল অধিনায়ক ফন ডাইক ত্রাতার ভূমিকায় আবির্ভূত না হলে তাঁর বিশেষ রাতটা যে অনেকটাই পানসে হয়ে যেত!
২০২৫–২৬ মৌসুমে শেষ মুহূর্তে জয়সূচক গোল করাকে অভ্যাস বানিয়ে ফেলেছে লিভারপুল। যেটিকে বলা হচ্ছে লাস্ট মিনিট শো, কয়েকটি সংবাদমাধ্যম নাম দিয়েছে স্লট টাইম।
এবার সেই শো–এর নায়ক ফন ডাইক। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে তাঁর হেডারেই আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ড্রয়ের পথে থাকা ম্যাচটা ৩–২ গোলে জিতে চ্যাম্পিয়নস লিগে শুভসূচনা করল লিভারপুল।
এ নিয়ে এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচ জিতল লিভারপুল। সবকটি ম্যাচে অলরেডরা জয়সূচক গোল করল ৮০ মিনিটের পর; এর তিনটিই যোগ করা সময়ে।