Risingbd:
2025-11-02@23:37:04 GMT

দেশে নেমে যা বললেন হামজা

Published: 17th, March 2025 GMT

দেশে নেমে যা বললেন হামজা

রূপকথাকে সত্যতা দিয়ে আজ (১৭ মার্চ, ২০২৫) বাংলাদেশের মাটিতে পা রেখেছেন হামজা দেওয়ান চৌধুরী। এরআগে বহুবার বাংলাদেশে আসলেও এবার তিনি এসেছেন দেশের ফুটবলের প্রতিনিধিত্ব করতে। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এবং এফ এ কাপ জয়ী এই ফুটবলারের বাংলাদেশে এবারের পদার্পনটা তাই বিস্বয় জাগানিয়াই বটে। দেশে নেমে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছেন হামজা। সেখানে তিনি ইংরেজির পাশাপাশি সিলেটের আঞ্চলিক টানে বাংলা বুলিও ফোটান।

বেলা ১১টা ৫২ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন হামজা। আনুষ্ঠানিকতা সারার পর গণমাধ্যমকর্মীদের মুখোমুখি হন তিনি। প্রথমে ইংরেজিতে তিনি বলেন, “এমন অসাধারণ দৃশ্য দেখে আমি মুগ্ধ। দারুণ লাগছে। আশা করি আমরা দুটি ম্যাচই জিতব এবং খুব দ্রুতই আমরা উন্নতি (ফুটবলে) করব।”

তারপর সাংবাদিকেরা এই ১৭ বছর বয়সী ডিফেন্সিভ ফুটবলারের মুখে বাংলা শুনতে চান। হামজা সিলেটি টানেই জবাব দিলেন, “ইনশাআল্লাহ আমরা উইন খরমু। আমার বিগ ড্রিম আছে। আমি কোচ হাভিয়েরের লগে মাতিসি (কথা বলা)। আর ইনশাআল্লাহ আমরা উইন খরিয়া প্রগ্রেস খরতাম ফারমু।”

আরো পড়ুন:

বিদ্রোহী ১৮ জনকে বাদ দিয়ে নারী ফুটবল দল ঘোষণা

টানাপোড়ন শেষে বিদ্রোহের অবসান

গতরাতে ইংলিশ চ্যাম্পিয়নশীপের সিটি ডার্বিতে জয় পেয়েছে হামজা। শেফিল্ড ইউনাইটেড ১-০ গোলে হারিয়েছে নগরপ্রতিদ্বন্দ্বী শেফিল্ড ওয়েডনেসডেকে। এরপর ম্যানচেস্টার থেকে বাংলাদেশ বিমানের একটা ফ্লাইটে সিলেটের উদ্দেশ্যে রওনা করেন তিনি। 

ঢাকা/নাভিদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ফ টবল ফ টবল

এছাড়াও পড়ুন:

আফগানিস্তানে মধ্যরাতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় হিন্দুকুশ অঞ্চলে ৬ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্র ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। দুই মাস আগেই দেশটিতে এক ভূমিকম্পে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছিল।

ইউএসজিএস জানায়, রোববার দিবাগত রাতে আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে মাজার-ই-শরিফ শহরের কাছে খোলম এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। স্থানীয় সময় রাত ১২টা ৫৯ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পের গভীরতা প্রথমে ১০ কিলোমিটার বলা হয়। পরে তা সংশোধন করে গভীরতা ২৮ কিলোমিটার বলে জানায় সংস্থাটি।

আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

উল্লেখ্য, গত ৩১ আগস্ট আফগানিস্তানের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্পটি আঘাত হেনেছিল। দেশটির পূর্বাঞ্চলে আঘাত হানা রিখটার স্কেলে ৬ মাত্রার ওই ভূমিকম্পে ২ হাজার ২০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারান।

আরও পড়ুনআফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২২০৫, খোলা আকাশের নিচে মানুষ০৫ সেপ্টেম্বর ২০২৫

আফগানিস্তানে প্রায়শই ভূমিকম্প আঘাত হানে। বিশেষ করে হিন্দুকুশ পর্বতমালা বরাবর, যেখানে ইউরেশীয় এবং ভারতীয় টেকটোনিক প্লেটগুলো মিলিত হয়েছে।

ব্রিটিশ ভূতাত্ত্বিক জরিপ সংস্থার ভূমিকম্পবিদ ব্রায়ান ব্যাপটির দেওয়া তথ্য মতে, ১৯০০ সাল থেকে উত্তর-পূর্ব আফগানিস্তানে রিখটার স্কেলে ৭ মাত্রার বেশি ১২টি ভূমিকম্প আঘাত হেনেছে।

আরও পড়ুন৩৫ বছরে আফগানিস্তানে ভয়াবহ যত ভূমিকম্প আঘাত হেনেছে০১ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ