বাংলাদেশের হয়ে কত নম্বর জার্সি পরে খেলবেন হামজা
Published: 17th, March 2025 GMT
শেফিল্ড ইউনাইটেডের হয়ে ম্যাচ খেলেই রোববার রাতে বাংলাদেশের বিমান ধরেন হামজা চৌধুরী। আজ দুপুরে সিলেটে সপরিবারে পা রাখার পর তাঁকে বরণ করে নেয় ফুটবলপ্রেমীরা। সেখান থেকে হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলায় নিজ বাড়ি স্বানঘাটের চৌধুরী বাড়িতে যান হামজা।
হামজাদের বাড়িতেও তিল ধারণের ঠাঁই নেই। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এই তারকাকে দেখতে সোমবার স্বানঘাটে মানুষের ঢল নামে। সেখানে সাংবাদিকদের সঙ্গে আরেক দফা কথা বলেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার। একপর্যায়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে হামজা জানান তিনি বাংলাদেশের হয়ে ৮ নম্বর জার্সি পরে খেলতে চান। শেফিল্ডে ২৪ নম্বর জার্সি পরে খেলেন হামজা। গত জানুয়ারিতে ধারে এই ক্লাবে যোগ দেওয়ার আগে লেস্টার সিটিতে ২০ ও ৩৮ নম্বর জার্সি পরে খেলেছেন।
আরও পড়ুনসাকিব ‘মেগাস্টার’, আমি ওই পর্যায়ে যাইনি: বললেন হামজা৪৩ মিনিট আগেবর্তমানে বাংলাদেশ জাতীয় ফুটবল দলে এই ৮ নম্বর জার্সি পরে খেলছেন চন্দন রায়। তার আগে ৮ নম্বর পরে খেলেছেন মামুনুল ইসলাম, এনামুল হক ও সাদ উদ্দিন।
২৫ মার্চ শিলংয়ে ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলবে বাংলাদেশ। যে ম্যাচ দিয়ে লাল সবুজের জার্সিতে অভিষেক হবে হামজার। তার আগে মঙ্গলবার রাতে সিলেট থেকে ঢাকায় ফেরার কথা তাঁর।
বিমানবন্দর থেকে হবিগঞ্জে নিজ বাড়িতে যান হামজা.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
লঞ্চ মালিক এম এ বারী খান মারা গেছেন
ঢাকা-চাঁদপুর নৌপথে চলাচলকারী এমভি রফ রফ ও আল বোরাক লঞ্চের মালিক এম এ বারী খান (৮২) মারা গেছেন।
শুক্রবার (১ আগস্ট) সকাল ৯টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এম এ বারী খানের বড় ছেলে বেনজির খান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘‘বাবা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ছিলেন। শনিবার সকালে তিনি মারা গেছেন।’’
মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে, পাঁচ মেয়ে, নাতি-নাতনি ও অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন।
শনিবার বাদ জোহর চাঁদপুরের বাইতুল আমিন জামে মসজিদ প্রাঙ্গণে এম এ বারী খানের জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। এরপর তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
ঢাকা/অমরেশ/রাজীব