দীর্ঘ সাত বছর ধরে অসহায়দের মধ্যে মাসব্যাপী সাহ্‌রির খাবার বিতরণ করছেন পাবনার তহুরা-আজিজ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা দেওয়ান মাহাবুব। মা-বাবার নামে শহরের কালাচাঁদপাড়া মহল্লায় পৈতৃক জায়গায় ফাউন্ডেশনটি গড়ে তুলেছেন তিনি। সেখানে বছরজুড়ে নিম্নবিত্তদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেওয়া হয়। 
তহুরা-আজিজ ফাউন্ডেশনের স্বাস্থ্যসেবা কার্যক্রম শুরু হয় ২০১১ সালে। ২০১৯ সালে করোনা মহামারির সময়ে সাহ্‌রির খাবার বিতরণ শুরু করেন তারা। প্রথম বছর প্রতিদিন ৩৫ প্যাকেট খাবার বিতরণ দিয়ে শুরু করে এখন ৩০০ মানুষের মুখে খাবার তুলে দেওয়া হচ্ছে। তাদের এ উদ্যোগে সরকারি-বেসরকারি আর্থিক সহযোগিতা নেই বললেই চলে। পরিবারসহ বন্ধু-বান্ধবের সহায়তা ও নিজেদের অর্থে তারা এই মানবিক কার্যক্রম চালিয়ে নিচ্ছেন। 
এই খাবারের সবচেয়ে বড় সুফলভোগী জেলার বিভিন্ন প্রান্ত থেকে পাবনা সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসা অসহায় রোগী ও তাদের স্বজন। এ ছাড়া পৌর এলাকার মা-শিশু হাসপাতালসহ গুরুত্বপূর্ণ আটটি স্থানে অপেক্ষারত মানুষের মধ্যে বিতরণ করা হয় এসব খাবার। দিনমজুর থেকে শুরু করে শ্রমিক, ভিক্ষুক, ভ্যান-রিকশা-অটোচালকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ খাবার নেন। 
নিজ বাড়ির আঙিনায় ইটের চুলায় রান্না হয় সাহ্‌রির খাবার। মাহাবুব নিজেই তাঁর সংগঠনের সদস্যদের নিয়ে সামলান রান্নার সব আয়োজন। এর পর চলে প্যাকেট করে অসহায়দের দুয়ারে পৌঁছে দেওয়ার পালা। রমজান মাসে এভাবেই কেটে যায় তাদের রাত। বর্তমানে প্রতিদিন খাবার তৈরিতে প্রায় ২০ হাজার টাকা খরচ হচ্ছে বলে জানিয়েছেন মাহাবুব। বন্ধু-বান্ধব, শুভাকাঙ্ক্ষী ও নিজ পরিবারের সদস্যদের দেওয়া অর্থ এবং সমাজের কিছু বিত্তবান মানুষের জাকাত-ফিতরা থেকে হচ্ছে এই খরচের জোগান। 
সাহ্‌রি বিতরণ নিয়ে সংগঠনের সদস্যরা জানান, মানবসেবার এই কাজ বিনা পারিশ্রমিকেই করছেন তারা। কাজের সঙ্গে জড়িতরা এ কাজে আত্মতৃপ্তির কথা জানান। 
দেওয়ান মাহাবুব সমকালকে বলেন, পৈতৃক জায়গা আমরা ফাউন্ডেশনের নামে দান করেছি। এ কাজে, বিশেষ করে আমার বাবার সহযোগিতা অনেক। অসহায় মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করার ইচ্ছা থেকেই কাজগুলো করছি। যতদিন বেঁচে থাকব, সুস্থ থাকব, মানবসেবার কাজ করে যাব। 
তবে ফাউন্ডেশনের জায়গায় যদি আধুনিক ভবন নির্মাণ করা হতো, তাহলে শুধু রমজান নয়, পুরো বছর দরিদ্র-অসহায় মানুষকে সেবা দেওয়া যেত। এ কাজে সরকারি-বেসরকারি কোনো সংস্থা এগিয়ে এলে সমাজের অসহায় মানুষের সেবা পাওয়া আরও সহজ হবে বলে মনে করেন তিনি। 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: সরক র অসহ য় ব তরণ

এছাড়াও পড়ুন:

৪১১ রানের টি-টোয়েন্টি ম্যাচে ৯ রানে হারল জিম্বাবুয়ে

ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে মাত্র ১২৭ রানে অলআউট হয়েছিল জিম্বাবুয়ে। দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে আরও কম, ১২৫ রানে। কিন্তু রোববার (০২ নভেম্বর) তারা চোখে চোখ রেখে লড়াই করল আফগানিস্তানের বিপক্ষে।

আগে ব্যাট করে ৩ উইকেটে আফগানদের করা ২১০ রানের জবাবে জিম্বাবুয়ে ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২০১ রান করে হার মানে মাত্র ৯ রানে। দুই ইনিংসে রান হয়েছে মোট ৪১১টি। যা আফগানিস্তান ও জিম্বাবুয়ের মধ্যে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ।

আরো পড়ুন:

কেন বিপিএল থেকে বাদ পড়ল চিটাগং কিংস

ফাইনালে দ. আফ্রিকাকে ২৯৯ রানের টার্গেট দিল ভারত

স্বাগতিকরা থেমে থেমে নিয়মিত বিরতিতে উইকেট হারালেও ব্রিয়ান বেনেট, সিকান্দার রাজা, রায়ান বার্ল ও তাশিনগা মুসেকিওয়ার ব্যাটে লড়াই করে শেষ বল পর্যন্ত। বেনেট ৩ চার ও ২ ছক্কায় করেন ৪৭ রান। অধিনায়ক রাজা ৭টি চার ও ২ ছক্কায় করেন ৫১ রান। বার্ল ১৫ বলে ৫ ছক্কায় খেলেন ৩৭ রানের ঝড়ো ইনিংস। আর মুসেকিওয়া ২ চার ও ১ ছক্কায় করেন ২৮ রান।

বল হাতে আফগানিস্তানের আব্দুল্লাহ আহমদজাই ৪ ওভারে ৪২ রানে ৩টি উইকেট নেন। ফজল হক ফারুকি ৪ ওভারে ২৯ রানে ২টি ও ফরিদ আহমদ ৩ ওভারে ৩৮ রানে নেন ২টি উইকেট।

তার আগে উদ্বোধনী জুটিতে আফগানিস্তানের রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান ১৫.৩ ওভারে ১৫৯ রানের জুটি গড়েন। এই রানে গুরবাজ আউট হন ৪৮ বলে ৮টি চার ও ৫ ছক্কায় ৯২ রানের ইনিংস খেলে। মাত্র ৮ রানের জন্য সেঞ্চুরি মিস করেন তিনি। ১৬৩ রানের মাথায় ইব্রাহিম আউট হন ৭টি চারে ৬০ রান করে। এরপর সেদিকুল্লাহ অটল ১৫ বলে ২টি চার ও ৩ ছক্কায় অপরাজিত ৩৫ রানের ইনিংস খেলে দলীয় সংগ্রহকে ২১০ পর্যন্ত নিয়ে যান।

বল হাতে জিম্বাবুয়ের ব্রাড ইভান্স ৪ ওভারে ৩৩ রানে ২টি উইকেট নেন। অপর উইকেটটি নেন রিচার্ড এনগ্রাভা।

৯২ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হন গুরবাজ। আর মোট ১৬৯ রান করে সিরিজ সেরা হন ইব্রাহিম জাদরান।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত নিবন্ধ