বাংলাদেশির জন্য ওমরাহ ভিসা বন্ধ হয়নি: ধর্ম উপদেষ্টা
Published: 18th, March 2025 GMT
বাংলাদেশির জন্য ওমরাহ ভিসা বন্ধ হয়নি বলে নিশ্চিত করেছেন অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। তিনি জানান, সৌদি কর্তৃপক্ষ এ বিষয়ে নিষেধাজ্ঞা জারি করেনি। বাংলাদেশি ওমরাহ যাত্রীরা নির্ধারিত নিয়মে ভিসার আবেদন করতে পারবেন।
মঙ্গলবার সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ধর্ম উপদেষ্টা বলেন, ওমরাহ ভিসা নিয়ে সাম্প্রতিক সময়ে কিছু বিভ্রান্তিকর তথ্য ছড়িয়েছে। ঢাকার সৌদি দূতাবাস স্পষ্টভাবে জানিয়েছে, ভিসা বন্ধের কোনো সিদ্ধান্ত তারা নেয়নি।
তিনি বলেন, বাংলাদেশি হজ ও ওমরাহ এজেন্সিগুলোকে সৌদি আরবের সংশ্লিষ্ট এজেন্সির সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। সৌদি ওমরাহ এজেন্টরা যদি তাদের দেশের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের সঙ্গে প্রয়োজনীয় যোগাযোগ করে, তাহলে ওমরাহ ভিসা ইস্যুর প্রক্রিয়া আরও সহজ হবে।
তিনি পরামর্শ দেন, ওমরাহ যাত্রীদের হোটেল বুকিং, বিমান টিকিট এবং অন্যান্য আনুষঙ্গিক কাজ যথাযথ নিয়ম অনুসারে সম্পন্ন করতে হবে, যাতে কোনো সমস্যা না হয়।
ওমরাহ পালনে ইচ্ছুক যাত্রীদের জন্য বিমান সংস্থাগুলোর নেওয়া পদক্ষেপ সম্পর্কে তিনি বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ইতোমধ্যে ঘোষণা দিয়েছে, যারা টিকিট কেটে ওমরাহ করতে যেতে পারেননি, তারা নিয়ম অনুযায়ী টাকা ফেরত পাবেন। এ ছাড়া সৌদি এয়ারলাইন্স জানিয়েছে, যারা রমজানে যেতে পারেননি, তাদের ঈদুল ফিতরের পর এবং আগামী জুলাইয়ে ওমরাহ পালনের সুযোগ দেওয়া হবে।
‘সংখ্যালঘু নির্যাতন বিদেশিরা যেভাবে বলছেন, সেই মাত্রায় নেই’
সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, কিছু বিচ্ছিন্ন ঘটনা থাকলেও বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের ঘটনা বিদেশিরা যেভাবে বলছেন, সেই মাত্রায় নেই। কিছু বিচ্ছিন্ন ঘটনা তো আছেই। তার পরও আমরা অত্যন্ত সজাগ রয়েছি। কিছু মাজারেও হামলার ঘটনা ঘটছে, ভাঙচুর হচ্ছে। এ নিয়ে আমরা অত্যন্ত সিরিয়াস।
তিনি বলেন, আমরা যদি সিসি ক্যামেরার মাধ্যমে অপরাধী শনাক্ত করতে পারি, তাহলে তাদের আইনের আওতায় এনে বিচার করব। এক প্রশ্নের জবাবে ধর্ম উপদেষ্টা বলেন, নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠন যাতে তৎপরতা চালাতে না পারে, এ বিষয়ে সরকার সজাগ রয়েছে।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞানে গবেষণা পুরস্কার এবং লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডের আবেদন করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পদার্থবিজ্ঞান বিভাগ ‘রাজ্জাক শামসুন নাহার গবেষণা পুরস্কার’ ও ‘রাজ্জাক শামসুন নাহার লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড ইন ফিজিক্স’ প্রদানের জন্য দেশের পদার্থবিজ্ঞানী ও গবেষকদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করা হয়েছে।
কোন সালের জন্য পুরস্কার —ঢাকা বিশ্ববিদ্যালয় পদার্থবিজ্ঞান বিভাগে প্রতিষ্ঠিত ট্রাস্ট ফান্ড থেকে ২০১৭, ২০১৮, ২০১৯, ২০২০ ও ২০২১ সালের গবেষণা কাজের জন্য এই অ্যাওয়ার্ড প্রদান করা হবে।
পুরস্কার মল্যমান কত —১. পদার্থবিজ্ঞান বিষয়ে মৌলিক গবেষণার জন্য পুরস্কার পাওয়া গবেষককে রাজ্জাক শামসুন নাহার গবেষণা পুরস্কার হিসেবে নগদ ২০ হাজার টাকা প্রদান করা হবে।
২. পদার্থবিজ্ঞান বিষয়ে আজীবন অবদানের স্বীকৃতি হিসেবে একজন বিজ্ঞানী বা গবেষককে নগদ ৫০ হাজার টাকা মূল্যের রাজ্জাক শামসুন নাহার লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড প্রদান করা হবে।
আবেদনের শেষ তারিখ —আগ্রহী প্রার্থীদের আগামী ১৮ ডিসেম্বর ২০২৫ সালের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) বরাবর আবেদনপত্র জমা দিতে হবে।
আবেদনের সঙ্গে জমা দিতে—আবেদনকারীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে তিন কপি আবেদনপত্র, তিন প্রস্থ জীবনবৃত্তান্ত, তিন প্রস্থ গবেষণাকর্ম এবং তিন কপি ছবি আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে।
দরকারি তথ্য—১. জানুয়ারি থেকে ডিসেম্বর মাসের মধ্যে প্রকাশিত গবেষণাকর্ম পুরস্কারের জন্য বিবেচিত হবে।
২. যৌথ গবেষণা কাজের ক্ষেত্রে গবেষণা পুরস্কারের অর্থ সমান হারে বণ্টন করা হবে। এ ক্ষেত্রে সহযোগী গবেষক বা গবেষকের অনুমতি নিয়ে আবেদন করতে হবে।
৩. আবেদনকারী যে বছরের জন্য আবেদন করবেন পাবলিকেশন ওই বছরের হতে হবে।
৪. একই পাবলিকেশন দিয়ে পরবর্তী বছরের জন্য আবেদন করা যাবে না।
৫. কোন কারণে একজন প্রার্থী পুরস্কারের জন্য আবেদন করলে প্রার্থিতার স্বল্পতা বিবেচনা করে তাঁর আবেদন বিবেচনা করা হবে।
৬. পরীক্ষক তাঁর গবেষণা কাজের পুরস্কারের জন্য সুপারিশ না করলে তাঁকে পুরস্কারের বিষয়ে বিবেচনা করা হবে না।
৭. পদার্থবিজ্ঞানে রাজ্জাক শামসুন নাহার গবেষণা পুরস্কার একবার প্রাপ্ত গবেষকও পরবর্তী সময়ে আবেদন করতে পারবেন।
৮. নতুন গবেষককে অগ্রাধিকার দেওয়া হবে।
৯. যদি মানসম্মত গবেষণা কাজ না পাওয়া যায়, সে ক্ষেত্রে পূর্বের পুরস্কার পাওয়া গবেষকের নতুন গবেষণা কাজের পুরস্কারের জন্য পরীক্ষকের সুপারিশের ভিত্তিতে বিবেচনা করা হবে।
# আবেদন জমা দেওয়ার ঠিকানা: প্রো-উপাচার্য (শিক্ষা), ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা।