গোপালগঞ্জে ধানের জমিতে পানি দেওয়া নিয়ে সংঘর্ষে নারী নিহত
Published: 19th, March 2025 GMT
গোপালগঞ্জের কাশিয়ানীতে বোরো ধানের জমিতে সেচের পানি দেওয়ার বিরোধ নিয়ে সংঘর্ষে শিলা বেগম (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন।
মঙ্গলবার রাত ৮টার দিকে কাশিয়ানী উপজেলার তেঁতুলবাড়ি গ্রামে এ ঘটনায় আরও ৩ নারীসহ ১০ জন আহত হয়। আহতদের গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত শিলা বেগম তেঁতুলবাড়ি গ্রামের কাওসার মোল্লার স্ত্রী।
কাশিয়ানী উপজেলার রামদিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক সৈয়দ এমদাদুল হক ওই নারীর মৃত্যুর খবর নিশ্চিত করে সমকালকে বলেন, মঙ্গলবার সন্ধ্যায় কৃষক শাহিদ মোল্লা ও কাওসার মোল্লার মধ্যে বোরো ধানের জমিতে সেচের পানি দেওয়াকে কেন্দ্র করে বাক-বিতণ্ডা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে রাত ৮টার দিকে শাহিদ মোল্লার লোকজন কাওসার মোল্লার লোকজনের ওপর অতর্কিতভাবে হামলা করে। পরে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয়পক্ষের ৪ নারীসহ ১১ জন আহত হয়। মারাত্মক আহতদের গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক শিলা বেগমকে মৃত ঘোষণা করেন।
পুলিশের এই কর্মকর্তা বলেন, এ ব্যাপারে কোনো পক্ষ এখনও অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: গ প লগঞ জ স ঘর ষ গ প লগঞ জ
এছাড়াও পড়ুন:
সিলেটে পাথরবাহী ট্রাক্টরচাপায় পর্যটক নিহত, আহত ৫
সিলেটের কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ সাদাপাথর পর্যটনকেন্দ্রে যাওয়ার পথে পাথরবাহী ট্রাক্টরচাপায় জিয়াউল হক (৬৫) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ৫ জন।
শনিবার (১ নভেম্বর) দুপুরে সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কের ভোলাগঞ্জ পয়েন্টে এই দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে, একজনের অবস্থা আশঙ্কাজনক।
আরো পড়ুন:
চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল পুলিশবাহী বাস, আহত ২০
খাগড়াছড়িতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সিলেট থেকে পাঁচজন পর্যটক নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা সাদাপাথর পর্যটন কেন্দ্রে যাচ্ছিল। ভোলাগঞ্জ পয়েন্টে আসলে বিপরীত দিক থেকে আসা একটি পাথরবাহী ট্রাক্টর অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশার চালকসহ ৬ জন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক জিয়াউল হককে মৃত ঘোষণা করেন। পরে আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
কোম্পানীগঞ্জ থানার ওসি রতন শেখ বলেন, ‘‘ভোলাগঞ্জ সাদাপাথর পর্যটনকেন্দ্রে যাওয়ার পথে পাথরবাহী ট্রাক্টরচাপায় এক পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’
ঢাকা/নূর/রাজীব