শেষ বলে ৪ মেরে মজিদের সেঞ্চুরি ও রূপগঞ্জের জয়
Published: 19th, March 2025 GMT
পারটেক্স স্পোর্টিং ক্লাবের দেওয়া ২২৪ রানের লক্ষ্য ছুঁতে রূপগঞ্জ টাইগার্সের শেষ ৬ বলে দরকার ছিল ১০ রান। ওপেনিংয়ে নেমে দলকে শুরু থেকে লড়াইয়ে রাখা আব্দুল মজিদ ব্যাটিং করছিলেন ৯২ রানে। তার সেঞ্চুরির অপেক্ষা এবং রূপগঞ্জের জয়ের রোমাঞ্চ ছুঁয়ে যাচ্ছিল বিকেএসপির-৩ নম্বর মাঠে। পাশের ৪ নম্বর মাঠ থেকেও ম্যাচের খোঁজ নিচ্ছিলেন অনেকে।
শুরুর ৫ বলে কোনো বাউন্ডারি আসেনি। মজিদ কেবল একটি ডাবলস নিতে পেরেছিলেন। এছাড়া ফয়সাল স্ট্রাইক রোটেট করতে পারছিলেন। শেষ বলে রূপগঞ্জের জয়ের জন্য দরকার ছিল ৩ রান। মজিদের অপেক্ষা ৪ রানের।
পারটেক্সের পেসার তৌফিকের শর্ট বল উইকেট থেকে সরে ফাইন লেগের ফাঁকা জায়গা দিয়ে চার মেরে দুই সমীকরণ মিলিয়ে ফেলেন মজিদ। লিস্ট ‘এ’ ক্রিকেটে যা তার নবম সেঞ্চুরি। টানা পাঁচ হারের পর রূপগঞ্জ টাইগার্স পায় প্রথম জয়ের স্বাদ। পারটেক্সকে তারা হারিয়েছে ৪ উইকেটে।
আরো পড়ুন:
সাব্বির-জাকিরের ফিফটির পর শামীম-ইরফান ঝড়ে প্রাইমের দারুণ জয়
রানে ফিরে শান্তর সেঞ্চুরি, জিতে টেবিল টপার আবাহনী
তাদের জয়ের নায়ক মজিদ ১২৩ বলে ৫ চার ও ২ ছক্কায় খেলেন শতরানের ইনিংসটি। এছাড়া তিনে নামা আসাদুল্লাহ গালিব ৮০ বলে ৫০ করেন ৪ চার ও ১ ছক্কায়। শেষ দিকে আরিফুলের ৩০ বলে ৩৪ রানের ইনিংসে রূপগঞ্জের জয়ের কাজটা তুলনামূলক সহজ হয়ে যায়। বাকি কাজটা সারেন সেঞ্চুরিয়ান মজিদ।
পারটেক্সের হয়ে বল হাতে ৩২ রানে ২ উইকেট নেন আহরার আমিন। ১ উইকেট পেয়েছেন আলাউদ্দিন বাবু, তানভীর হোসেন ও জাওয়াদ রোয়েন।
এর আগে পারটেক্সের ব্যাটিং শুরুটা বেশ ভালো ছিল। দুই উদ্বোধনী ব্যাটসম্যান ৯৮ রানের জুটি গড়েন ২৩ ওভারে। জয়রাজ শেখ ৫৪ ও রুবেল মিয়া ৫২ রান করেন। কিন্তু তারা সাজঘরে ফেরার পর আর কেউ দলের হাল ধরতে পারেনি। ১২৫ রান যোগ করতেই গুটিয়ে যায় তারা। রান পাননি অধিনায়ক সাব্বির রহমান। ৭ বলে করেন ২ রান। জাওয়াদ ২৩ ও রাকিব ২৬ রান যোগ করায় তাদের রান দুইশ পেরিয়ে যায়।
রূপগঞ্জের বোলিংয়ের সেরা ছিলেন স্পিনার আল-আমিন জুনিয়র। ২.
লিগে প্রথম ম্যাচ জয়ের পর টাকা পাঁচ হারের তিক্ত স্বাদ পেল সাব্বির রহমানের পারটেক্স। অন্যদিকে পাঁচ হারের পর ষষ্ঠ রাউন্ডে জয়ের খাতা খুলল রূপগঞ্জ।
ঢাকা/ইয়াসিন/আমিনুল
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর র পগঞ জ র জয় র জয় র উইক ট
এছাড়াও পড়ুন:
বিএসএফের গুলিতে নিহত যুবকের লাশ হস্তান্তর
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে নিহত শান্ত (২০) নামে এক বাংলাদেশি যুবকের লাশ হস্তান্তর করেছে বিএসএফ।
শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার জামালপুর সীমান্ত পিলার ১৫২/৭ এস মেইন পিলারের নিকট কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতের নিউ উদয় ক্যাম্পের বিএসএফ সদস্যরা লাশ হস্তান্তর করেন।
শান্ত উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের শিপন আলীর ছেলে।
বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, গত ৫ ডিসেম্বর রাতে শান্ত ১০-১২ জন সহযোগী নিয়ে জামালপুর সীমান্ত দিয়ে ভারতের প্রায় ৫০০ গজ অভ্যন্তরে প্রবেশ করেন। এ সময় ভারতের নিউ উদয় বিএসএফ ক্যাম্পের টহল সদস্যরা গুলি ছুঁড়লে শান্ত গুলিবিদ্ধ হন। পালিয়ে যান সঙ্গে থাকা সদস্যরা। আহতাবস্থায় শান্তকে উদ্ধার করে নিজ ক্যাম্পে নিয়ে যায় বিএসএফ। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ বিষয়ে বিজিবি-বিএসএফের মধ্যে দুই দফা পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পরে শনিবার বিকেলে তার লাশ হস্তান্তর করা হয়।
বিজিবি-৪৭ ব্যাটালিয়নের সহকারী পরিচালক (এডি) মো. জাকিরুল ইসলাম বলেন, ‘‘শনিবার সন্ধ্যায় বিএসএফের পক্ষ থেকে শান্তর লাশ হস্তান্তর করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’’
ঢাকা/কাঞ্চন/রাজীব