ঢাকার মঞ্চে গান শোনাতে আসছে পাকিস্তানের জনপ্রিয় ব্যান্ড ‘জুনুন’। আগামী ২ মে রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে ‘ভয়েস অব জুনন’ শিরোনামে কনসার্ট। এসব তথ্য নিশ্চিত করেছে আয়োজক প্রতিষ্ঠান অ্যাসেনবাজ।

২০১৯ সালে আন্তর্জাতিক ফোক ফেস্টে গান পরিবেশন করেছিলেন জুনুন ব্যান্ডের ভোকালিস্ট আলি আজমত ও তার দল। দীর্ঘ ছয় বছর পর ফের ঢাকার মঞ্চে গাইবেন প্রখ্যাত পাকিস্তানি রক সংগীতশিল্পী আলী আজমত।

দশকের পর দশক ধরে জুনুন শুধু একটি ব্যান্ড নয়, এটি ছিল একটি বিপ্লব। সুফি ও রকের অনন্য সংমিশ্রণে তারা তৈরি করেছে এসব গান, যা কোটি মানুষের হৃদয় ছুঁয়ে গেছে। সিয়ানী থেকে গরজ বরস— তাদের গানগুলো কেবল সংগীত নয়, একটি প্রজন্মের পরিচয়।

আরো পড়ুন:

ফের একসঙ্গে তারা

কবীর সুমনকে কেন ‘জিহাদি’ বললেন তসলিমা?

এরই মধ্যে কনসার্টের টিকিট বিক্রি শুরু হয়েছে। আয়োজক প্রতিষ্ঠান জানিয়েছে, ঈদুল ফিতরের আগে টিকিট কিনলেই বিশেষ ছাড় পাওয়া যাবে! ভক্তদের জন্য থাকছে আর্লি বার্ড ডিসকাউন্ট, যা পাওয়া যাবে ঈদের আগের দিন পর্যন্ত। টিকিট কিনতে ক্লিক করুন

পাকিস্তানি অন্যতম সুফি রক ব্যান্ড ‘জুনুন’। ১৯৯০ সালে ব্যান্ডটি প্রতিষ্ঠা করেন লিড গিটারিস্ট সালমান আহমাদ। পাকিস্তানের সবচেয়ে সফল ব্যান্ড। কিউ ম্যাগাজিনের মতে, “জুনুন পৃথিবীর অন্যতম বৃহৎ একটি ব্যান্ড!”

ঢাকা/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

দলের প্রতি অনুগত থাকার অঙ্গীকার, জামায়াতে যোগ দি‌লেন মেজর (অব.) আ

বিএনপির সা‌বেক নেতা, সাবেক এমপি ও মুক্তিযোদ্ধা মেজর (অব.) আক্তারুজ্জামান বাংলা‌দেশ জামায়াতে ইসলামী‌তে যোগদান ক‌রে‌ছেন।

শনিবার (১৩ ডিসেম্বর) সকালে দ‌লের কেন্দ্রীয় কার্যালয়ে আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করে দলের প্রাথমিক সহযোগী সদস্য ফরম পূরণ ক‌রার মধ‌্য দি‌য়ে আনুষ্ঠা‌নিকভা‌বে তিনি জামায়া‌তে যোগ দেন। 

মেজর (অব.) আক্তারুজ্জামান বাংলাদেশ জামায়াতে ইসলামীর নীতি ও আদর্শ, দেশপ্রেম এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দলটির অবিচল অবস্থানের প্রতি গভীর আস্থা ও সন্তোষ প্রকাশ করেন। 

দল‌টি‌তে যোগ‌ দি‌য়ে তিনি ইসলাম ও ইসলামী মূল্যবোধ, দেশের স্বার্থ এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় অবশিষ্ট জীবন অতিবাহিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিয়ম-নীতি, আদর্শ, দলীয় শৃঙ্খলা ও আনুগত্যের প্রতি সর্বদা অনুগত থাকার অঙ্গীকার করেন।

ডা. শফিকুর রহমান এ সময় তাকে ফুল দি‌য়ে বরণ ক‌রেন এবং তার দীর্ঘ নেক হায়াত কামনা করেন।

যোগদান অনুষ্ঠানে সংগঠনের সেক্রেটারি জেনারেল, সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মেজর (অব.) আক্তারুজ্জামান মুক্তিযোদ্ধা ও প্রবীণ রাজনীতিক। বিএন‌পিতে থাকা অবস্থায় দলটির বিরু‌দ্ধে মন্তব‌্য করাসহ নানা ‌বিত‌র্কিত কর্মকা‌ণ্ডের জন‌্য তিনি আলোচিত হন।  

বিএনপি থেকে দুইবার কিশোরগঞ্জ-২ আসন থেকে তিনি জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। 

ঢাকা/নঈমুদ্দীন// 

সম্পর্কিত নিবন্ধ